নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

রাতের কাব্য ২

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

১.

ইচ্ছের পানকৌড়িটা ঘুমাক।

আজকে না হয়

নাইবা এলেম-

দেখতে তোমার মুখ।

নাইবা দিলেম চুমো,

ঘুমোও ছেলে ঘুমো!

নাইবা দিলেম চুমো।



২.

ঘুম চোখে আদর লেগে আছে তোর;

তুই কি জানিস ছেলে?

উদাসি চুম্বনে-

কপালে এঁকে দিলাম,

একটা সুখ তিলক,

রেখে দিস-

খুব গোপনে,

খুব যতনে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: ওহে মোর জলপরী
ঘুমাবে কেন ইচ্ছের পানকৌড়ি
জাগাও তারে তাড়াতাড়ি
তারে নিয়ে দেবো আজ স্বপ্নের জগত পাড়ি।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

ইখতামিন বলেছেন:
|| অনেক সুন্দর ||

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

জাহিদ হাসান বলেছেন: জলপরী, তোমার ফেসবুক আইডিটা কি ব্লক হয়ে গেছে নাকি তুমি আমাকে ব্লক করেছ ? তোমাকে ভুলে যাইনি.....

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

জুবায়ের দিদার বলেছেন: ভাল হইছে অনেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.