![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
আমি তো প্রতিদিন তার প্রেমে পড়ি।
নতুন করে তৈরি করি তার কোমল অবয়ব-
তীক্ষ্ন চক্ষুদ্বয়!
আবিষ্কার করি
প্রিয় পুরুষের আদলে তার দেহ।
আমি তো প্রতিদিন হারাই হারাই-
আমার সমস্ত সত্ত্বা,
সমস্ত ভালোবাসা।
আমি শূন্য থেকে আরো শূন্যতে পৌছে যাই।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
কাজী দিদার বলেছেন: ভাল লাগলো////////////////////////////
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
সীমাহীন ভালবাসা বলেছেন: আমি তো প্রতিদিনই তোমাকে নিয়ে ভাবি,
কল্পনার রাজ্যে সবুজ কোন বনে হারিয়ে যাই,
তোমার দিঘির জলের চোখ আমাকে ডুবতে বলে,
হারিয়ে যেতে বলে অতল সীমায়!
সমস্ত ভালবাসা এবং অনুভুতি
দিয়েছি আকাশে ভাসিয়ে,,,,
মেঘ গুলি যখন বৃষ্টি হয়ে ছুয়ে দিবে,,
তখন একটু ভেব আমার কথা,,
আমি তোমার অপেক্ষায়, ,
,,,,,,,
তবে আপনার কবিতাটা অনুকরন করলাম,সুন্দর লিখেছেন,,
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
মূর্খ রুমেল বলেছেন: Nice
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
এম এ কাশেম বলেছেন:
শূন্য থেকেই তো সব সৃষ্টি
সুন্দর তোমার মায়াবী দৃষ্টি।