নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

তুমি তবু আমার হও

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

আমি চেয়েছিলাম-

তুমি প্রজাপতি না হয়ে,

একটা ফড়িংই হও!

তাও সাধারন ছোট্ট ফড়িং।

আমার জন্য তাই যোগ্য।



তুমি বরং ঘাসফুল না হয়ে-

মরিচ ফুল হতে,

কিংবা পেঁয়াজ ফুল!

কেউ দেখতো না ফিরে তোমায়,

এক আমি ছাড়া-

আমিই ছাড়া।



ছা-পোষা দু'টাকার স্কুল মাস্টারও হতে পারো।

নাইবা হলে ব্যাংকার, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার।

আমার জন্য বেকার,

ছন্নছাড়া, ভবঘুরেই যোগ্য।

তুমি না হয় তাই হতে!

অথচ আমি-

তেমনি ভালোবাসতাম।

ঠিক যতটা-

এখন,

কোন একদিন,

বা তখন,

ভালোবাসতাম।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

বেলা শেষে বলেছেন: very beautiful, i like it .

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

ক্লান্ত তীর্থ বলেছেন: এমন হলে কি হত?

ভালো লেগেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.