নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো আরো একবার

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

সময় এগিয়ে যায়-

বৃদ্ধ যাযাবরের মতো।

অথচ, তোমার পথ

থেমে থাকে-

কালের সাক্ষী হয়ে।

চৌকাঠ ডিঙিয়ে

কখনো ফেরা হয়না-

আমার কাছে,

এইখানে!

যেখানে তোমার প্রাণের-

একটা অংশ জেগে থাকে।

যেখানে তুমি আর তোমার,

অতীতেরা মুখ থুবড়ে পড়ে-

আত্মাহুতি দেয়!



ফিরে এসো,

দ্যাখো চেয়ে,

এইখানে লেগে আছে-

চৈত্রের ক্ষরা!

জল শূন্য বুকের জমিনে চলে

মৃত্যুর পালাগান।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩১

এম এ কাশেম বলেছেন: ফিরে এসো,
দ্যাখো চেয়ে

না হয়ে

ফিরে এসো,
চেয়ে দ্যাখো ,

হলে আরও সুন্দর হতো।

অনেক ভাল লাগা।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন: শেষ প্যারাটা দারুন লেগেছে।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:০৪

উজবুক ইশতি বলেছেন: সুন্দর। ভালো লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.