নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

রৌদ্দুরে জলের ছোঁয়া

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১০

তুমি না হয় রৌদ্দুর

হয়ে এসো আরেকবার।

পূর্নজন্ম নেই-

আরো একটা পবিত্র ভোর দেখি।

কতকাল মৃত্যুর মত-

নিঃসাড় নিশ্চল ঘুম দেবো?

আর কত অন্ধ রাত্রির বুকে

শুনবো মিছে অবিশ্রান্ত মৃদু কলস্বর,

তোমার সেই কলকল কন্ঠধ্বনি?



রৌদ্দুর হয়েই এসো আরেকবার।

ঘুমের স্রোত সরে গিয়ে

মনের চর না হয় শুষ্কতায় হাসুক।

সমস্ত কিছু ছাপিয়ে

বিপুল বাহু মেলে ধরো;

নির্জলা মনের উপোস কাটুক।

আর কত যুগ এইভাবে

হিনতায় ক্ষুদ্রতায় ডুবে রবো?

তুমি ছাড়া একেকটা

দিন, মাস, বছর-

পর্বতের মত দীর্ঘ বৃহত্‍ দুর্লঙ্খ।

তুমি না হয় রৌদ্দুর হয়েই

এসো আরেকবার।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৭

ভারসাম্য বলেছেন: সুন্দর!

ফিরে আসুক সে। :)

২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৮

নীলকথা বলেছেন: তুমি না হয় রৌদ্দুর হয়েই
এসো আরেকবার।

৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন , ভাললাগা +++++++

৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো।

দুর্লঙ্খ, এই শব্দটা বোধহয়, দুর্লঙ্ঘ হবে।

৫| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১৫

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: Sundor likhechen kobi.....

৬| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


নির্জলা মনের উপোস কাটুক। এই লাইনটা বেশ হয়েছে।

৭| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:২৫

জলপরী১৮ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সবাইকে। মোবাইলের কারণে ঠিকভাবে সবার মন্তব্যের উত্তর দিতে পাচ্ছিনা বলে দুঃখিত..(:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.