![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
তুমি কথা বললেই-
কথারা নিমিষেই
কবিতা হয়ে যায়।
দ্বীপ থেকে দ্বীপান্তরে,
নক্ষত্রের স্পন্দনে,
কম্পন বেড়ে যায়।
অন্তরের নিঃশব্দের তলে,
হাওয়া,জলে,স্থলে
অমনি উদ্দাম চঞ্চল।
বিজলি আলোয়
ছলকে উঠে অন্ধকার।
একটু কথা বললেই-
পর্বত,বন,বৃক্ষরাজি
সম্মুখ দিকে ধাবমান!
সমস্ত বিশ্বজগত্
গতিস্পন্দনে ব্যাকুল ,সচল।
শুধু একটু কথা বললেই-
স্থিতিশীল বালিয়াড়ি ঘর আবেগাপ্লুত।
কবিমন অনিশ্চয়তায় উড্ডিয়মান!
একবার কথা বললেই-
উছলিয়া পড়ে দুর্জ্ঞেয় আবেগ!
আনন্দঘন ক্ষণে
মনে মনে বলি,
"তোমারি সঙ্গে কোন একদিন,
সহমরমে যাবো।।"
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ডার্ক ম্যান বলেছেন: দিয়েছ যখন কথা
তখন মনে রেখ এই ওয়াদা।
হঠাৎ একদিন তোমায় নিয়ে
পাড়ি জমাবো লোকচক্ষুর অন্তরালে।