![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
এত বছর পরে
তোমার অবয়বে
যাকে দেখতে পাই-
সে যে তুমি নও,
তুমি নও!
ওগো প্রাণনাথ,
প্রাণের পুরুষ আমার,
এইবার এসো ফিরে!
দৃশ্যত হও,
সমাপ্তি ঘটাও
মিথ্যে অহমিকার,
মিথ্যে লুকোচুরির!
নির্মল করো
নির্লিপ্ত মনের।
এইবার স্থির হই,
স্থিরতা পাই।।
দ্যাখো চেয়ে,
হৃদয়ের গভীরে যে ক্ষত-
তা তোমারি দেয়া!
তোমারি কাছে পাওয়া,
বিশেষ উপহার।
লুফে নাও,
ফিরে এসো,
স্থিরতা পাই!
এইভাবে আর কত,
আঁধারের গভীরতা মেপে যাবো,
আর কত লিখবো
ব্যর্থ জীবনের ইতিকথা?!
২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো হইছে অনেক
৩| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
প্রাণনাথের আগমণ ঘটুক সমাপ্ত হোক ব্যর্থ জীবনের ইতিকথা।
৪| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৬:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: এভাবে প্রানের মানুষের জন্যে,প্রিয় প্রিয় মানুষের জন্যে নিজের কবিতাকে বলিদান দিয়ে
তাদেরকে উচ্চসিত করা ভালো। কবিদের জীবন এরকমই বৈ কি।
৫| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:৩৫
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: Sundor likhechen kobi.....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা