![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
যে কথা হয়নি বলা
সে কথা না হয়,
নাই হোক বলা!
যে পথে তুমি চলো,
সে পথে নাইবা পড়ুক-
আমার শেষ পদচিহ্ন!
তবু নিয়তি বাঁধা থাক
তোমার আঙুলের একটা ইশারায়!
তবু নিশীথ রাতের বিদায়ে-
জেগে থাকুক,
আমাদের নষ্ট সময়।
দেবদারু বৃক্ষদেহের মতো
একদিন ভেবেছিলাম যার দেহ
পত্র মর্মরে ধ্বনিত হত
যে কন্ঠবানী,
আজ না হয় নাইবা হলো শোনা,
তবু বেঁচে থাকা সুতোর দূরত্ব-
বাঁধা থাক এক নাটাইয়ে।
বিদায়ের শেষ বেলায়
তবু যেন শুনি
তোমার অকথিত বানী।
পত্রপল্লবে পাই যেনো
তোমারি অঙ্গুলিস্পর্শ।।
২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৯
জলপরী১৮ বলেছেন: ধন্যবাদ আপুনি.. :-)
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮
আমি স্বর্নলতা বলেছেন: বিদায়ের শেষ বেলায়
তবু যেন শুনি
তোমার অকথিত বানী।
পত্রপল্লবে পাই যেনো
তোমারি অঙ্গুলিস্পর্শ।।
ভীষণ ভালো লাগল।
৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:১১
(একজন নিশাদ) বলেছেন: ভাললাগা রইলো কবি
৫| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!
++++++
৬| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
যবড়জং বলেছেন: তবু বেঁচে থাকা সুতোর দূরত্ব-
বাঁধা থাক এক নাটাইয়......
অভিনব.।ভালোলাগলো...
৭| ০৮ ই মে, ২০১৪ রাত ১:১৮
সুইট এঞ্জেল বলেছেন: ্প্রেম না করলেই বেশী ভালো।
৮| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩৩
এহসান সাবির বলেছেন: দারুন।
৯| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৬
একজন আরমান বলেছেন:
শিরোনামটাই দারুণ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো