নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

অবেলায় এসো একবার

১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪৮

নগরীর বুকে তখনো জেগে থাকে-

গুটি কয়েক ঝিঁঝিপোকা।

অন্ধকারে দৃষ্টি প্রসারিত করে-

অন্ধকারকেই ঘনিভুত হতে দেখে!

তবু সেই অন্তররাত্রির স্মৃতি

অক্ষয় হয়ে রয়,

বিপন্ন প্রেমিকার অধরে।



উত্তমপুরুষের একটুখানি আগমনে,

আলোড়িত হয়ে উঠে

বিষন্ন প্রেমিকার চিত্তলোক।

প্রেমিকের আগমনী বার্তা-

শার্টের খসখস শব্দ, কোমল পদধ্বনি

সহসাই এ-ফোঁড় ও-ফোঁড় করে দেয়

প্রেমিকার ভাবনাজগত্‍!

ষষ্ট ইন্দ্রিয়ে নিরীক্ষণ করে

প্রেমিকের কম্পিত চক্ষুদ্বয়।



তখনো নগরীর বুকে,

অন্ধকারের গভীরতা মাপে

রাত জাগা সোডিয়াম আলো।

উত্তমপুরুষের পদধ্বনি শিথিল হয়,

শার্টের খসখসানিও স্থিরতা পায়।

বিপন্ন প্রেমিকাটি,

তখনো জেগে থাকে-

আরো একবার

পিছু ডাক শোনার অপেক্ষায়!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বিপন্ন প্রেমিকাটি,
তখনো জেগে থাকে-
আরো একবার
পিছু ডাক শোনার অপেক্ষায়!!

অসাধারন লেখনী ++++++++++

২| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

মোঃ মামুনুর রশিদ বলেছেন: প্রেমিকার ভাবনাজগত্‍
ষষ্ট ইন্দ্রিয়ে নিরীক্ষণ করে
প্রেমিকের কম্পিত চক্ষুদ্বয়

খুব ভালো লেখেছেন

৩| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪০

ইভার নীল বলেছেন: হু...

৪| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

জাহিদ হাসান বলেছেন: পিছু ডাক শোনার অপেক্ষায় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.