![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
১.
ওগো প্রণয়ের প্রাণদাতা,
ওগো দেবতা আমার,
হৃদয়ের গভীরে সমর্পিত হও!
পূর্নজীবন লাভ কর-
যাপিত জীবনে।
আমি শুদ্ধ হই!
নিঃশ্বাসের পথ-
আলগা করো
প্রাণ ফিরে পাই;
আমি মুক্ত হই।
মুক্তি দাও
মুক্তি দাও.....!!
[১৫,০৪,২০১৪]
২.
এক'ই শহর,
এক'ই কোজাগরী চাঁদ,
জোনাকীর মত ছড়ানো নক্ষত্ররাজি!
অথচ তোমার আমার-
ঐ অভিন্ন তারকার নিচেই
বিরাজ করে শত নিষ্ঠুরতা,
না পাওয়ার আপাত বিদ্রোহ।
প্রতি পলকে, নিঃশ্বাসে
টের পাই মৃত্যুর আহবান।
[০৫,০৪,২০১৪]
৩.
বিবস্ত্র রাতের করিডোরে,
কার কথার অবিরাম ফিসফাস?
চৈতালি নিমের ছায়ায়,
কি ঘ্রাণ ছড়ানো?
তবে কি তুমি এলে প্রিয়?
এলে কি বৃষ্টি শেষে-
বেনামি স্পর্শ হয়ে?
আমি আজ বৃষ্টি ছোব।
[২৩,০৩,২০১৪]
৪.
সব ভুলে এসো,
প্রলয়ের নৌকো-
প্রণয়ে সাজাই।
ফের নষ্ট হই;
নষ্ট হও প্রতিদিন!
[১৯,০৩,২০১৪]
৫.
আমি অনায়াসে ভুলে যাই,
দূরত্বের ব্যবধান।
চোখ মুদে দেখি-
তোমার করতলে আমার বিবস্ত্র হাত!
দুরত্ব বাড়াতে গিয়ে-
আরো সমর্পিত হই,
আরো কাছে চলে আসি,
আরো ভালোবেসে ফেলি।।
[০১/০৩/২০১৪]
২| ১১ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: দুঃখিত আমার একটি ভুল হয়েছে। সেজন্য ক্ষমা চাচ্ছি।
৩| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ সকাল ১১:৫০
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। মা দিবসের শুভেচ্ছা রইল। সকল মা সুস্থ্য থাক এমনটি কামনা করি।