![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
আমি একটু একটু করে-
তোমার চোখের মালিকানা
বুঝে নিতে দেখেছি,
কোন এক অজানা সুহাসিনীর।
নাম গোত্রহীন এই আমি দেখেছি-
তোমার চুল, তোমার কন্ঠনালি-
তোমার চোখের প্রতিটা পলক,
কিভাবে বিক্রি হচ্ছে
দিনের পর দিন!
দেখেছি, কালের পরিক্রমায়-
কিভাবে ক্ষয়ে যাচ্ছে,
আমার পুরনো আসন, আমার কর্তৃত্ব,
আমার নির্ভয়ে ছুটে চলা শেষ গন্তব্য!!
প্রহর শেষে আমাদের সন্ধ্যেটাও
বিক্রি হতে দেখেছি ভীতু চোখে।
তোমার দেয়া তারাময় রাতগুলো
কিভাবে নিঃশ্বেষ হচ্ছিল
অন্যকারো মুঠোফোনের
সময়ের কারাগারে!
ঝলমলে চাঁদটা বন্ধি হতে দেখেছি,
অন্যকারো ভ্যানিটি ব্যগে!
আমি দেখেছি
আমার দুরন্ত স্বপ্নগুলো
কিভাবে নিগূঢ় কালো রাতে মুখ লুকোয়!
আমি কেবল দেখি, দেখে যাই।
২৭,০৫,২০১৪
২| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার লেখা । +++++
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৩১
উদাস কিশোর বলেছেন: ভালৈ লাগলো
৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:১৭
জাহিদ ভবঘুরে বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো