![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
তুমি ঘুমোও পথিক।
আমি আলগোছে
ভ্রষ্ট নিয়মের কপাট ডিঙিয়ে,
চুলে বিলি কেটে-
তৈরি করবো নরম নদী!
বুক খূড়ে খূড়ে দেখবো,
কতটা অন্ধকারের,
শেকড় গজিয়েছে জমিনে!
ঠিক একদিন,
পলাতকা ঊষার আলো ছিনিয়ে এনে-
ভরে দেবো তোমার কালো আস্তিন।
তুমি সদ্যজাত শিশুর মত ঘুমাও।
সব শংকা ভয় ঠিক সামলে নেবো,
নিরপত্তা প্রহরীর মত!
তুমি হেটে চলো নির্ভয়ে।
ডঙ্কা বাজিয়ে বীরদর্পে আগলে রাখবো,
সাহসী ছায়ার মত।
তুমি ঘুমোও হে ক্লান্ত পথিক
আমি আঁচল পেতে রেখেছি দূয়ারে।
২৮,০৫,২০১৪
২| ৩০ শে মে, ২০১৪ রাত ৩:১৪
হৃদয়ের স্পন্দন বলেছেন: ভাল হয়েছে তবে কোথায় যেন বেখাপ্পা লাগছে
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১১:২৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রেমিকা প্রেমিকা ফিলিং এর কবিতা ! :!>