নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

বিষ বৃক্ষ

৩০ শে মে, ২০১৪ সকাল ১০:২১

অবনত দৃষ্টির আড়ালেই ধারন করি

নির্মোহ, নিষ্ঠুর ডাকাত অন্ধকার!

আড়চোখে দেখে নেই তোমার কাঠিণ্য।

বৃক্ষের দেবতা আমার,

কেন গো এমন প্রেমহীন?

কেন এমন তাচ্ছিল্য

ঠোঁটের চিকন সরু পথটায়?



ঝর্ণার ক্রন্দসী,

ওই নিগূঢ় সুরে

কেন শুনি দানবীয় হুংকার?

কেন গো এমন নারকীয় তান্ডব-

নৈঃশব্দের কারাগারে?

আমি কি তবে আজন্ম বন্দিনী?



দেখে যাও নিথর সণ্যসী,

পাহাড়ের নিশ্চুপ দেবতা,

আমার উচ্ছলতার আড়ালেই

ঘুন পোকাদের নিশিকাব্য।।



২৯,০৫,২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো

++++++++

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

জলপরী১৮ বলেছেন: thank u vaiya....

২| ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লেখনী +

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:০১

জলপরী১৮ বলেছেন: onek onek dhonnobad vaiya...

৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জলপরী ভাইয়া আপনাকে কিছু বলি। আসলে প্রথমে বলতে চাইছিলাম। বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো এমন কিছু। কিন্তু দ্বিতীয় বার পড়তেই একটা খটকা চোখে পড়লো।

আপনার শেষ দুটি লাইন খুব সুন্দর। কিন্তু পুরো কবিতার সাথে অসামঞ্জস্য। কিভাবে? আপনার কবিতার প্রথম থেকে শেষ দুই লাইন পর্যন্ত আপনার উচ্ছ্বলতার কথা আসেনি বা আমরা কোনো ইঙ্গিত পর্যন্ত পাইনা। বরঞ্চ আপনি যখন লিখেন, আমি কি তবে আজন্ম বন্দিনী? তখন আমরা ধরে নিতেই পারি, একজন বন্দিনী কিছুতেই উচ্ছ্বল হতে পারেন না। এমন কি প্রথম স্তবকেও আপনি যে উচ্ছ্বল এমন কিছু নেই। আছে, বৃক্ষের দেবতা আমার, এখানে বৃক্ষের দেবতা কিছুতেই উচ্ছ্বলতার প্রকাশ নয়।

জানেন, শেষ দুটো লাইন আমার এতো পছন্দ হয়েছে, কিন্তু ফের পড়তে যেয়ে মনে হলো ভুল জায়গায় ব্যবহার হয়েছে (এটা একান্তই আমার মনে করা, সুতরাং আপনার মনে করাই প্রকৃত সত্য)।

আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা পাবো আপনার কাছে থেকে। ধন্যবাদ। ভালো থাকবেন। সব সময়।

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

জলপরী১৮ বলেছেন: vaiya, osonkkho dhonnobad apnake vulgulo bujhiye debar jonno ....kobita ta ekhon pore amaro tai mone hocche.... porobortite thik kore nibo.....thank u sooo much ag ain

৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯

ইখতামিন বলেছেন: +++

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:০২

জলপরী১৮ বলেছেন: thank u...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.