![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
লুকাও তুমি,
লুকিয়ে থাকো- গচ্ছিত সময়ের আচ্ছাদনে!
কোন পরনারীর লালিত বুকে।
তবু আমি তোমাকে খূঁজেবেড়াই,
হরহামেশাই,
খোলা উইন্ডচাইমের দেয়ালে!
আমার ছায়ার পাশে,
হৃদয়ের তলে।
তুমি পালাও পাষূন্ড!
পালিয়ে বেড়াও।
অন্য রমণীর পায়ে পা মাড়িয়ে-
প্রেমের স্লোগানে স্লোগানে-
মুখরিত করো,
তোমাদের ভবিষ্যত।
আমার হৃদয়ের পাশেই,
গর্ত খূড়ে খূড়ে
কাছে টেনে নেবো-
কোন অমিমাংসিত
পুরুষের দেহাবশেষ।
পালিয়ে শুদ্ধ পুরুষ হও।
আমাকে কলুসিত করো-
তোমার পাপে,
তোমার দাম্ভিকতায়!
কলংকিত করো,
তোমার বলা প্রতিটা মিথ্যে-
আশ্বাসের কালিতে!
তবু তুমি পাপ মুক্ত হও,
নিষ্পাপ হও,
সুখি হও!
হও অন্যকারো দেবতা!
প্রাণের সত্যবাদী প্রেমময় স্বামী।
আমি পাপি ভ্রষ্টা রমনী হয়ে-
আপত সুন্দর চাঁদের সাথে,
সংসার বাঁধবো।
পুরো আকাশটাই আমার তখন,
প্রিয়তমের বাহুযূগল।
০৯/০৬/২০১৪
১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৪
জলপরী১৮ বলেছেন: onek onek dhonnobad vaiyata....
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ১:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ হলাম।
++++