নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

অভিমানের খেয়া

১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫৭

আয় তো দেখি আবার ফিরে

শূণ্য চরে বাঁধি ঘর,

আলতো করে একটু ছূঁয়ে

বলতো দেখি আমি পর?

বলনা আবার "ও সোনা বউ"

দেখি কেমন ডাঙর হলি,

দেখি কেমন তোর পায়েতে

লাল টুকটুকে আলতা দিলি?



আয় না আবার- আয় রে প্রিয়

বুকের মাঝে আয়,

ধুলো ঝড়ে এই সময়ে

চোখ যে জ্বলে যায়!

আয় রে সোনা

দু হাত মেলে-

অন্য নারীর মোহ ভুলে-

আয়না আবার নতুন করে

বাঁধি প্রেমের ডোর,

দেখিস ছেলে-

খেলার ছলে-

এক তুড়িতে হবে ভোর!



আয়না দেখি যাদু আমার,

আয় রে আবার হৃদয় তলে,

আড়াল হলেই দেখনা কেমন-

চোখ ভিজে যায় নোনা জলে!

তুই কি তবে-

সন্ধ্যা যবে-

নতুন করে পর হবি,

হারিয়ে আবার শূন্য ঘরের

রবি কি তুই শুধুই ছবি?!



১০,০৬,২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:১৬

শাবা বলেছেন: ভাল হয়েছে বিরহের কাব্যগাঁথা।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫

জলপরী১৮ বলেছেন: t hank u soooo much....

২| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:২০

হাসান মাহবুব বলেছেন: একটু বেশিই মেয়েলী হয়ে গেছে কবিতাটি।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৬

জলপরী১৮ বলেছেন: হাহা..

৩| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:৩৫

মানসসরোবর বলেছেন: ঘর বেঁধে আর লাভ কি ব'লো যদি না থাকে প্রেম,
ছন্দ দিয়ে মন মাতানোর জয় তিলক দিলেম।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

জলপরী১৮ বলেছেন: onek onek dhonnobad vaiyata....

৪| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪১

ডি মুন বলেছেন: দ্বিতীয় প্যারার ছন্দটা নিয়ে আরেকটু ভাবতে পারেন।
বাকিটা বেশ ভালো হয়েছে।

অভিমানের খেয়া নামে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটা দুর্দান্ত কবিতা আছে। আপনার কবিতার নামটা সেটাকে মনে করিয়ে দিল।

ভালো থাকবেন।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৯

জলপরী১৮ বলেছেন: apnio valo thakben vaiya....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.