নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণিত হৃদয়

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:০১

তুমি তো ব্রহ্মচারী;

তোমার ওষ্ঠে মহুয়ার বন,

মৌয়ালিদের ছলাকলা!

অথচ আমার কিছুতেই পৌঁছা হয়না-

ওই ওষ্ঠ বরাবর!

খুব কাছাকাছি,

আরো কাছাকাছি,

কিংবা ওষ্ঠের অদূরবর্তীতেই।



ওগো ব্রহ্মচারী পুরুষ,

এত হেঁয়ালি ছেড়ে

হৃদয়ের গভীরে সমর্পিত হও!

স্থানান্তরিত হও

বুকের কেন্দ্রস্থলে।

আমি বৃত্ত হই,

কিংবা প্রণয়দায়িনী?!



১৩,০৬,২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ রাত ৮:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একজন ব্রহ্মচারীরও কি একজন প্রণয়দায়িনী দরকার?

কি জানেন তো এমন হয়তো হতে পারে, একজন প্রণয়দায়িনীর অভাবে কেউ ব্রহ্মচারী হলো বা হতে পারে। কিন্তু একজন ব্রহ্মচারীর আর প্রণয়দায়িনীর দরকার নেই।

যার হৃদয়ে যে বাস করে, সেই তার কাছে সবচেয়ে বড়। এর বেশি কিছু না।

ভালো লাগলো। ভালো থাকবেন। সব সময়।

২| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

ুুপাংশুল বলেছেন: :) :) :)

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার আকুতিতে ব্রহ্মচারীর পথ ভ্রষ্ট হওয়ার সম্ভনা রয়েছে।
ভালোলাগলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.