![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন থেকেই আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়। কেন ইংরেজ ভাষাভাষীরা তাদের প্রত্যেকটি (প্রায়) কথায় ‘ফাকিং কিংবা ফাক’ শব্দটি যোগ করে। কোনো কিছুর তুলনা করা থেকে শুরু করে কাউকে গালি দেয়া, বিরক্তি প্রকাশ করা কিংবা মুগ্ধতায় এই শব্দটি আসতে বাধ্য। কিন্তু আমাদের মতো দেশের জনগোষ্ঠির কাছে সেই শব্দ শুনতে যারপরনাই রকমের অস্বস্তি লাগে। পরিবারের কারো সঙ্গে দেখতে বসা কোনো মুভিতে যদি এই শব্দটির পুনরাবৃত্তি ঘটে তাহলে তো কথাই নেই। তারা যতোটা সহজে এই শব্দটি তাদের ভাব প্রকাশে ব্যবহার করে তা আমাদের সংস্কৃতির সঙ্গে এবং আজন্ম বেড়ে ওঠা পরিবেশের সঙ্গে মেলে না কোনোভাবেই।
এখানে কি তবে নিজেকে ক্ষুদ্র মানসিকতার বলবো? যদি সবকিছুর বিশ্বায়নের কথা চিন্তা করি তবে তো তাই। কিন্তু আমার পরিবেশ আমার সংস্কৃতিকে তো ভুলতে পারবো না কোনোভাবেই। আসলে এই সংস্কৃতি নিয়ে যতটা আবেগ সবই যেন আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা মানুষগুলোর মধ্যে রয়েছে। এমন আবেগ সমাজের উপরের মানুষগুলোর মধ্যে নেই।
ধান ভাঙতে শিবের গীত গাইতে বসেছি। প্রশ্ন ছিলো কেন তারা এই শব্দটি ব্যবহার করে? ইংরেজদের এহেন ‘ফাকিং কিংবা ফাক’ শব্দটি ব্যবহারের প্রবণতার পিছনে আমার কিছু ব্যক্তিগত যুক্তি আছে। হতে পারে এই যুক্তি কারো কাছেই পছন্দ হবে না। কিন্তু যুক্তি তো একান্ত নিজের তাই না?
আমাদের এই দেশের সামাজিকতায় আমরা যে জিনিসটির সঙ্গে আজন্ম পরিচিত তা হলো শালীনতা, ভব্যতা। এবং আমাদের মতো শরীর নিয়ে ছুতমার্গ আর কোনো জাতির আছে বলে মনে হয় না। তাই ছোটবেলা থেকেই এই বিষয়ে আমাদের রয়েছে নানা বিধিনিষেধ। এই বিধিনিষেধ যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তেমনি সামাজিক ভাবেও। এ কারণেই আমাদের দেশের ছেলে কিংবা মেয়ে উভয়েরই ছোটবেলা থেকে পরম আরাধ্য একটি স্বপ্ন থাকে নিজের একটি সংসারের। এটা যেমন সামাজিকতার সঙ্গে সম্পর্কিত তেমনই এর সঙ্গে শারীরিক বিষয়টিও জড়িত।
কোনো কোনো মেয়ে কিংবা ছেলেদের বিয়ের আগেই এই স্বাদটি হয়তো পাওয়া হয়ে যায় (এরকম ব্যাপার আসলে সবার জীবনে ঘটে না)। তবে সংখ্যাগুরুরা বিয়ের পরেই দিল্লীর লাড্ডু খেয়ে থাকে। কিন্তু ঠিক এর উল্টো চিত্রটি পাশ্চাত্যে। তাদের জীবনে বেশির ভাগেরই দৈহিক মিলনের অভিজ্ঞতা হয় কৈশরে। আর যারা এই অভিজ্ঞতায় বঞ্চিত থেকে যায় তাদেরও এর প্রাপ্তিযোগ ঘটে যৌবনের শুরুতেই।
এখানেই হলো আসল বিষয়টি। পাশ্চাত্যের সবারই একদম বাস্তবিক ‘ফাকিং’ এর সঙ্গে পরিচয় ঘটে খুব সহজেই। তাই তাদের কাছে সবকিছুর চূড়ান্ত রূপটি ঐ ‘ফাকিং’ পর্যন্তই। যে কারণে তাদের কাছে কোনো সুন্দর দৃশ্য দেখলে মনে হয় ‘ফাকিং বিউটি’। মানে হলো দৈহিক মিলনের মতো সুন্দর। তেমনি কারো উপরে রেগে গেলে কিংবা বিরক্ত হলে এই শব্দটির প্রয়োগ হয়ে থাকে খুব সহজেই।
আর এদিক থেকে আমাদের সংস্কৃতির সঙ্গে বিষয়টি কোনোভাবেই মেলে না। সে কারণে এই চূড়ান্ত রূপটি আমাদের দেখতে অনেকদিন লেগে যায়। তাই আর কোনো কিছুর তুলনায় ‘ফাকিং’ এর ব্যবহার অন্তত আমরা করি না।
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
জলপতনের নিরবতা বলেছেন: অন্তত আমার তাই মনে হয়। এছাড়াও কি কোনো কারণ আপনার জানা আছে?
২| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
মাতাল অরন্য বলেছেন: পছন্দ হয় নাই তাই মাইনাস
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
জলপতনের নিরবতা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭
নিশাচর নাইম বলেছেন: মাইনাস।
এই পোস্টটা দেখতে পারেন।
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬
জলপতনের নিরবতা বলেছেন: জানতাম এই বিষয়টি। এ সম্পর্কে একটি অডিও আছে আমার কাছে। কিন্তু এই শব্দটির তো একটা অর্থ আছে। এবং এই অর্থ থেকেই যদি এর ব্যবহার হয়ে থাকে তবে তো এর ব্যাখ্যা আপনি জানেন না তাই না?
মাইনাসের জন্য ধন্যবাদ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
শোভন এক্স বলেছেন: ফাকিং সুন্দর পোস্ট । প্লাস।
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
জলপতনের নিরবতা বলেছেন: এ আমার ব্যক্তিগত চিন্তা মাত্র।
ধন্যবাদ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৩
বাদশা মিন্টু বলেছেন: ইউ হ্যাভ রাইটেন এ ফাকিং আর্টিকেল। ফাকিং বিউটিফুল!!
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
জলপতনের নিরবতা বলেছেন: এ আমার ব্যক্তিগত চিন্তা মাত্র।
ধন্যবাদ।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬
রাজু রাজ বলেছেন: ফাক কথাটা তারা ইচ্ছা করে বলে.লজ্জা ভাংগানোর জন্য.
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
জলপতনের নিরবতা বলেছেন:
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬
ফটো পাগল বলেছেন: + দিছি, লেখাটা ভাল , তবে হেডলাইনটা ভাল হয়নাই। হিটের জন্যই এমন হেডলাইন। আরে ভাই হিট নিয়া কি করবেন ??? লাভ তো সামু'র ...
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
জলপতনের নিরবতা বলেছেন: আসলে এই চিন্তা থেকে মূলত এই শিরোনাম দেয়া হয়নি। একটু বাংলা সিনেমা টাইপ নাম চিন্তা করতে গিয়ে এরকম শিরোনাম।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৭
েভােরর স্বপ্ন বলেছেন: Click This Link
পোস্টে মাইনাস
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
জলপতনের নিরবতা বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
শাহেদ৬৯ বলেছেন: ওয়াও .. ফাকিং পুস্ট ...... + আপনের কথাটাই আমার আগে মনে হইছিল .... তারা সেক্সটাকেই অতিব সুন্দর মনে করে , প্রত্যেকটা কথার পিছে সেক্সের ট্যাগ লাগায় ..............
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
জলপতনের নিরবতা বলেছেন: ঠিক এই চিন্তা থেকেই মূলত এই পোস্টের জন্ম। ধন্যবাদ আপনাকে।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আমার দৃষ্টিতে লিখার ধরণটা ভাল লেগেছে তাই +
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
জলপতনের নিরবতা বলেছেন: ধন্যবাদ আপনাকে। পোস্টে আমি উল্লেখ করেছি যে এটি আমার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে সবাই একমত হবে এমনটা তো আমি নিজেই আশা করছি না।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪২
জাভেদ জামাল বলেছেন: লেখার আর চিন্তার প্রসার ঘটান........
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
জলপতনের নিরবতা বলেছেন: ভাই আসলে ঠিক বুঝলাম না যে কতটুকু প্রসারিত চিন্তা করলে এবং লিখলে আপনার কাছাকাছি যেতে পারবো। দয়া করে একটু পরিস্কার ভাবে বলে গেলে আমার মতো অধমের বুঝতে সুবিধা হয়।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬
গরীব বলেছেন: খুব ভালো লাগল।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৪
জলপতনের নিরবতা বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১
অপ্রিয় বলেছেন: "ইংরেজী ভাষাভাষীরা তাদের প্রত্যেকটি (প্রায়) কথায় ‘ফাকিং কিংবা ফাক’ শব্দটি যোগ করে"
আপনার ধারণা ভুল, ইংরেজী ভাষাভাষীরা সবাই এটা প্রয়োগ করে না, এটা একটি আমেরিকান ঘেটো (স্থানীয়) স্টাইল, হলিউডের কারণে যা বিশ্বব্যপী প্রথাবিরোধী তরুনদের কাছে জনপ্রিয় হয়েছে।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৫
জলপতনের নিরবতা বলেছেন: বিষয়টিতে আপনার সঙ্গে একমত হতে পারলাম না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
মইনুল১০২ বলেছেন: Fucking বলতে আর -ও অনেক কিছু বোঝায় , কোথায় যেন আরেক্দিন পরলআম
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৫
জলপতনের নিরবতা বলেছেন: আমিও শুধু ফাকিং বলতে দৈহিক মিলনকে বোঝাইনি।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
আমিনুল ইসলাম বলেছেন: অপ্রিয়'র মন্তব্য থেকে শিক্ষা গ্রহণ করুন। আমি মাইনাস দেই না তাই রেটিং করলাম না। আর আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আপনার মতে দৈহিক মিলনের মতো সুন্দর কিছু হলেই ফাকিং বা ফাক শব্দটা ব্যবহার করে তাই না? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ইংরেজি Saw সিরিজের যে কোনো একটা মুভি দেখতে বসে যান। দেখবেন যারা অভ্যস্ত তারা অস্বাভাবিক কিছু দেখলে/শুনলে, ব্যাথা পেলে এই শব্দগুলো ইউজ করে। আর wtf ফ্রেজটা তো সাধারণত বিস্ময় আর রাগ প্রকাশের ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
এ সবই হলিউডের অবদান।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১০
জলপতনের নিরবতা বলেছেন: আমিনুল ইসলাম বলেছেন: আপনার মতে দৈহিক মিলনের মতো সুন্দর কিছু হলেই ফাকিং বা ফাক শব্দটা ব্যবহার করে তাই না?
আমি কখন বললাম এ কথা? আমি বলেছি যে কোনো ঘটনা বা অবস্থার চূড়ান্ত রূপ বোঝাতে তারা ব্যবহার করে এই শব্দটি। আপনার সম্ভবত বুঝতে ভুল হয়েছে। একটু মনযোগ দিয়ে পড়েন।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯
আমিনুল ইসলাম বলেছেন: My name is very fucking confused.
Saw সিরিজের প্রথম ছবি থেকে জনপ্রিয় একটা কোট।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
তানভীরসজিব বলেছেন: আপনার ব্যক্তিগত চিন্তা হলেও... এটা ফ্যক্ট.....ভালো লিখেছেন । সংকীর্নমনাদের এ কথাগুলো ভালো না লাগারই কথা ।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৯
জলপতনের নিরবতা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে সবাই আমার চিন্তাকে মেনে নেবে এমনটা আমি স্বপ্নেও কল্পনা করি না।
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩১
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১১
জলপতনের নিরবতা বলেছেন: ভাই আপনার প্রশ্নের উত্তর পারি নাই।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৫
প্রলাপ বলেছেন: আমরা যেমন কথায় কথায় 'চ' বর্গীয় শব্দ ব্যাবহার করি......... একই তো কথা, নাকি? ঢাকার রাস্তায় ১ ঘন্টা হাঁইটা দেখেন আমরা ব্যাবহার করি কি করি না। সুশীলদের দিয়ে পুরো দেশকে বিবেচনা করবেন না।
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫২
জলপতনের নিরবতা বলেছেন: সুশীলদেরকে দিয়ে আমি মোটেও বিবেচনা করছি না। আপনি আপনার পরিবারের কতজনকে `চ' বর্গীয় শব্দ ব্যবহার করে কথা বলেন? হয়তো বলবেন দেশে দরিদ্র শেণ্রীর মানুষের কথা। তারা হয়তো বা তাদের পরিবেশে বলে থাকে। কিন্তু আপামর জনসাধারন এই কাজটি করে না। তাই বলে তো আর ইংরেজরা অশিক্ষিত না। আসলে এই শব্দ ব্যবহারটা কেন হয় এটাই ছিলো আমার জিজ্ঞাস্য। এবং এই ক্ষেত্রে আমি আমার মত দিয়েছি মাত্র।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৭
ভাবসাধক বলেছেন: যে কারণে তাদের কাছে কোনো সুন্দর দৃশ্য দেখলে মনে হয় ‘ফাকিং বিউটি’। মানে হলো দৈহিক মিলনের মতো সুন্দর।
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩১
জলপতনের নিরবতা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯
জসিম বলেছেন:
আর এদিক থেকে আমাদের সংস্কৃতির সঙ্গে বিষয়টি কোনোভাবেই মেলে না। সে কারণে এই চূড়ান্ত রূপটি আমাদের দেখতে অনেকদিন লেগে যায়।
শারীরিক অভিজ্ঞতার সঙ্গে আগে থেকেই পরিচিতি হওয়া কি এ শব্দের যথেচ্ছ ব্যবহারের মূল কারণ ?