![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে একটু অসচেতনতার কারণে ঈদের আনন্দ ম্লান হতে পারে। যেমন- ঈদে নাড়ির টানে গ্রামে গিয়েছেন কিংবা ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন এই সুযোগে আপনার বাসায় ঘটে যেতে পারে নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যেমন: বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টি, ছিনতাইকারী কবলে পড়া, গৃহে চুরি-ডাকাতি, বৈদ্যুতিক কিংবা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ড ঘটার মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসব বিষয়ে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা জরুরি।
বাসা থেকে বের হওয়ার আগে নিচের বিষয়গুলো লক্ষ করা জরুরি:
*বাসা থেকে বের হওয়ার আগে বাসার সবগুলো দরজা-জানালা ভালোভাবে বন্ধ আছে কিনা সেটি ভালো করে খেয়াল করুন।
*দরজা-জানালার ত্রুটিপূর্ণ লক থাকলে সেটি আগেই সারিয়ে নিন।
*বাসা থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দিন।
*গ্যাসের চুলার চাবি বন্ধ আছে কিনা সেদিকে খেয়াল করুন।
*বাথরুম ও গোসলখানার পানির কল বন্ধ আছে কিনা সেটি ভালোভাবে খেয়াল করুন।
*বাসার কোনো দরজা বা জানালা আংশিক ভাঙ্গা থাকলে ঈদে বাড়ি যাওয়ার আগে সেগুলো ঠিক করে ফেলুন।
*বাসা থেকে বের হওয়ার আগে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভালো করে চেক করে নিন। যেমন – মোবাইল, মানিব্যাগ, চমশা প্রভৃতি।
*বাসা থেকে বের হওয়ার পর বাড়ির মালিক বা কেয়ার টেকারকে বলে বের হওয়াই উত্তম।
*বাসায় কোনো পচনশীল জিনিস ফ্রিজের বাইরে আছে কিনা ভালো করে দেখে নিন।
*বিস্ফোরণ ঘটতে পারে এমন কোনো জিনিস আছে কিনা সেটি খেয়াল করুন।
*অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, বাস ও ট্রেনে যাতায়াত করবেন না।
*যারা গ্রামে বা ঢাকার বাইরে ঘুরতে যাবেন তারা সাথে করে গরম কাপড় নিয়ে যাবেন। গ্রামে কিছুটা ঠান্ডা পড়তে শুরু করেছে।
*ঈদ এলেই জাল টাকার ছড়াছড়ি বেড়ে যায়। তাই কারো কাছ থেকে টাকা নেওয়ার সময় ভালো করে দেখে নিন।
*বাসায় কোনো ছোট শিশুকে (যেমন-কাজের মেয়ে) না রেখে যাওয়াই ভালো।
*ঘুরতে বের হলে ছোট শিশুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।
*বাইরের খোলা ও ধুলাবালি যুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো।
*প্রসাধনী সামগ্রী ব্যবহারের পূর্বে ক্ষতিকারক ক্যামিকেল সম্পর্কে জেনে নিন। সর্বোপরি ক্ষতিকারক ক্যামিকেল যুক্ত প্রসাধনী সামগ্রী পরিহার করা ভালো।
*গ্রাম থেকে ফেরার অগ্রিম টিকিট আগেভাগেই করে ফেলুন।
সকলের প্রতি শুভ কামনা রইল
#সুলতান মাহমুদ
©somewhere in net ltd.