![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের আগে কোন মেয়ে সেক্স করলে তার কুমারীত্ব নষ্ট হয়, কিন্তু
বিয়ের আগে কোন ছেলে সেক্স করলে তার কুমারয়ত্ব নষ্ট হয় না কেন??
সবাই নারীর সত্বীত্ব নিয়ে কথা বলে,
কেউই পুরুষের সত্বীত্ব নিয়ে কথা বলে না কেন??
একটা পতিতা নারী ভাড়ায় যায়,
কিন্তু ভাড়ায় নেয় কারা?
ভাড়ায় যাওয়ার জন্য যদি সমাজের কাছে ওই নারী ঘৃর্নিত হয় তাহলে,
ভাড়ায় নেয়ার জন্য ওই সকল পুরুষগুলো সমাজের কাছে ঘৃর্নিত হবে না কেন??
একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে প্রেম করলে সবাই তাকে দুঃষ্চরিত্রা বলে,
কিন্তু একটা ছেলে কয়েকটা মেয়ের সাথে প্রেম করলে তাকে চরিত্রাহীন বলে না কেন??
উল্টো সেই ছেলের বন্ধুমহল তাকে নিয়ে গর্ব করে কেন??
আমার কথাগুলো কোন মেয়ের সহানুভূতি পাওয়ার জন্য নয়,
আবার মেয়েদের কাছে হিরো সাজার জন্যও নয়,
আমার প্রশ্নগুলো ওই সব সমাজের লোকদের জন্য
যারা সমাজের এক অংশের দোষটা খুব ভাল ভাবে দেখে,
কিন্তু অপর অংশের দোষটা চোখেই পড়ে না।
এমনকি দেখিয়ে দিলেও দেখতে চায় না।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
নুরএমডিচৌধূরী বলেছেন: তাইত পুরুষ হৃদয় এখন ভালবাসার জন্যে কাঁদে ।
এমন একদিন হয়ত আসবে সেদিন পুরুষরা
মেয়েদের কে খুঁজেই পাবে না ।
মেয়েরা এই চালাকিটাই করতেছে ।
ভাল লিখেছেন
অনেক ধন্যবাদ
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২
In2the Dark বলেছেন: আপনে পুরাই ব্যাকডেটেড :p
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
পয়েন্ট-ব্লাংক বলেছেন: কারন এটা পুরুষশাসিত সমাজ ! কারন পুরুষদের দৃষ্টি-ভঙ্গি পুরুষদেরই পক্ষে।