নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ নতুনের কেতন ওড়ে ..

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত ....

কালবৈশাখীর ঝড়

আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।

কালবৈশাখীর ঝড় › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে ব্যাকমেইলের চেষ্টা হয়েছিল

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

উইকিলিকস যে আড়াই লক্ষাধিক গোপনীয় মার্কিন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করেছে, সেই বিশাল ভান্ডারে ঢাকার মার্কিন দূতাবাসেরও হাজার দুয়েক তারবার্তা ছিল।

বহুল আলোচিত ১-১১এর কিছু আগের তারবার্তায় জানা যায় - সাম্রাজ্যবাদি দেশগুলো শুরু থেকেই এ নিয়ে কলকাঠি নাড়ছিল, হাসিনাকে ব্ল্যাকমেইল করার পরিকল্পিত সম্মিলিত চেষ্টা দেখা যায়। ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ও ব্রীটিষ হাইকমিশনার, এই দুই রাষ্ট্রদুত বিএনপির প্রস্তাবিত এমন একটি সম্ভাব্য চিত্র বর্ণনা করেন, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বোঝাপড়ার ভিত্তিতে যে পরবর্তী ১২ মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(পাঠকদেরর মনে থাকবে হয়তো ১- ১১র কিছু আগে ডঃ ইউনুস একটি সম্বর্ধনা অনুষ্ঠানে ঠিক এইরুপ প্রস্তাব রেখেছিলেন)

দুই রাষ্ট্রদুতের মাধ্যমে সেই প্রস্তাবই দেয়া হয়েছিল -

"ইয়াজুদিনের অধিনে নির্বাচন মেনে নেন, ১ বছর পর প্রকৃত নিরপেক্ষ নির্বচন হবে"

হাসিনা এইসব ছেলেমানুষি প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাক্ষান করেন।

এর পর ভয় দেখানো হল সামরিক হস্তক্ষেপ ও দেশছাড়া করার হুমকি। বিচক্ষন হাসিনা খুব আত্নবিশ্বাসের সাথে এসব সাম্রাজ্যবাদি হুমকি উড়িয়ে দিতে দেখা যায়।

ব্র্যাভো শেখ হাসিনা।

সুত্র - প্রথম আলো অনলাইন

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

িশশু দর্পন বলেছেন: সূত্র কই ?? সম্পূর্ণ ডাহা মিথ্যা, মনগড়া কথা । আপনার পরিবেশিত সংবাদ প্রত্যাখ্যান করলাম । নির্জলা মিথ্যা সংবাদ

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

কালবৈশাখীর ঝড় বলেছেন: সুত্র - আজকের প্রথম আলো অনলাইন সংস্করন
ভেতরে দেখুন -
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ও ব্রীটিষ হাইকমিশনার, এই দুই রাষ্ট্রদুত বিএনপির প্রস্তাবিত এমন একটি সম্ভাব্য চিত্র বর্ণনা করেন, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বোঝাপড়ার ভিত্তিতে যে পরবর্তী ১২ মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

রবিন আলম বলেছেন: সাম্রাজ্যবাদীদের কখায় চললে হাসিনার পরিণতি হতে পারে সাদ্দাম, গাদ্দাফি ও মোবারকের মত

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

কালবৈশাখীর ঝড় বলেছেন: ঠিক বলেছেন।
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস নিয়মিত তার দেশে পাঠানো গোপন রিপোর্ট মার্কিন সার্থ বজায় রেখেই তৈরি করেছিলেন, রিপোর্টের ভেতরের কিছু অংশে এই তথ্য পেলাম।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

শিপন মোল্লা বলেছেন: দুর আলু

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এতা পত্রিকার কিছু না।
২০০৭ এ পাঠানো গোপনীয় মার্কিন কূটনৈতিক তারবার্তা, যা উইকিলিকসের মাধ্যমে ফাঁস হয়।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আল ইফরান বলেছেন: তা দাদা "ব্যাকমেইল" টা কিভাবে করে তা যদি একটু খুলে বলতেন ?????? B-)) B-)) B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

কালবৈশাখীর ঝড় বলেছেন: বাংলা বুঝেন?
দুই রাষ্ট্রদুতের সাফ কথা -
ইয়াজুদিনের অধিনে নির্বাচন মেনে নেন, ১ বছর পর প্রকৃত নিরপেক্ষ নির্বচন হবে।
(লোভনীয় ফাজলামি)
নইলে সামরিক হস্তক্ষেপ ও দেশ থেকে বহিষ্কার।

হাসিনা বললেন - "ঠিকাছে করেন বহিষ্কার, আম্রিকায় নাতনির সঙ্গে দিন কাটামু"

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

মাহমুদডবি বলেছেন: হাসিনা একটা প্রতিবন্ধী ওরে যারা ব্লাকমেইল করতে চায় তরাও প্রতিবন্ধী

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

ম.র.নি বলেছেন: বিচক্ষন হাসিনা এর জন্যই উনি বিদেশ যাবার প্রক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন ১,১১ আমাদের আন্দোলনের ফসল এবং ক্ষমতায় গেলে সব মাফ করে দিবেন।

সাম্রাজ্যবাদি হুমকি উড়িয়ে দিতে দেখা যায় ১,১১ সময়কালীন উনার আইটিনিয়ারীটা মানে ভ্রমনের সময়সূচী মনে আছে?আজ কানাডা,কাল ইউ এস এ,পরশু ইউ কে, তরশু ফিনল্যান্ড একমাস পরে আবার ঐ একই দেশ বা ভিন্ণ সাম্রাজ্যবাদিদেশেই গিয়েছেন,গিয়ে দফা রফা করেছেন,ষড়যন্ত্র করেছেন।উনার কান কি ভাল হয়ে গেছে?চোখে ঠিক দেখতে পানতো?উনার যাতায়াত আবার শুরু হবে,উই শ্যাল সি।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এদেশের প্রায় ৭০ লক্ষ বাঙ্গালি ইউরোপ ও নর্থ আমেরিকার স্থায়ী বাসিন্দা, উদার আইনের সুযোগে অনেকেই নাগরিক হয়ে গেছেন। শেখ পরিবারের অনেকেই এইরুপ আছেন।
হাসিনা সেখানে গেলে "সাম্রাজ্যবাদের দালাল হয়ে গেছেন" এরকম আমি মনে করিনা।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

রিওমারে বলেছেন: শেখ হাসিনা ব্রিলিয়ান্ট আর কাউয়া একটা পক্ষি?? :P :P :P

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

কালবৈশাখীর ঝড় বলেছেন: :P

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

রাফা বলেছেন: ভালো করছেন! আশা করি পুর্বের মতই লেখা চালিয়ে যাবেন।

ধন্যবাদ, হাসান কালবৈশাখী।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই অভাগাকে এখনো মনে রেখেছেন!
আপনাকে ধন্যবাদ।
আমি আগের নিকেই ব্লগিং করতে চাই।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

হ্যারিয়ার টু বলেছেন: উইকিলিকসের লিংক টা দেন।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

কালবৈশাখীর ঝড় বলেছেন: উইকিলিকসের ওয়েব এড্রেস চেঞ্জ হয়ে গেছে, খুজে দেখছি ..

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: হাহাহাহাহাহাহহা... শেখ পরিবারের সবাই বিদেশে থাকেন ক্যান

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

কালবৈশাখীর ঝড় বলেছেন: শেখ পরিবারের সবাই না
কেউ কেউ থাকে, তবে মুল দেশ বাংলাদেশ।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

লোনলিফাইটার বলেছেন: ওয়েল কাম

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

কালবৈশাখীর ঝড় বলেছেন: Thnx

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.