![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
বেশীদিন আগের কথা না গত রোজায় জামাত আয়জিত এক ইফতার মাহাফিলে আটক জামায়াত নেতাদের মুক্তির মোনাজাতে সামিল হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া।
এর আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম খালেদা জিয়াকে ইফতার মাহফিলে স্বাগত জানান। ইফতারের আগে জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। ক্ষমতাসীন সরকারকে ‘আগ্রাসী শক্তি’ উল্লেখ করে তিনি খালেদা জিয়ার নেতৃত্বে এর থেকে মুক্তি চেয়ে দোয়া করেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: ব্যক্তি আক্রমন দরকার নেই।
এদেশের মানুষ খুব দ্রুত সব ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দেয়া।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: খালেদা দালাল পুষে আর হাসিনারও এখন সেই শখ জাগছে ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
অবয়ব বলেছেন: মাদারচোদের দল।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
খুব সাধারন একজন বলেছেন: ভাই, প্লিজ, বিম্পি-আম্লীগ টানেন না।
প্লীইজ!
যারা টানব,
আপনি তো সিনিয়র ব্লগার, তাও বলি,
তাদেরকে ব্যক্তিগতভাবে মানুষ বিপ্লব থেকে রিজেক্ট করব।
এইটা জাতীয় ওইক্যের টাইম।
খালেদার ইফতার আর হাসিনার আত্মীয় নিয়ে অনেক নোংরামি আমরা পরে করতে পারব।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ব্যক্তি আক্রমন আমারও অপছন্দ।
এদেশের মানুষ খুব দ্রুত সব ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দেয়া। এই খবরটা পড়ে
Click This Link
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: খালেদার দোষ কী? কোকোর বাপ তো পাকি সেনাবাহিনির এক সুবেদার। বেটির গুদে অনেক কুটকুটানি।