![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
এই বছর এই ব্লগে ইসলাম বিরোধী কোন লেখা বা কমেন্ট কিছুই চোখে পরে নাই। তন্ন তন্ন করে খুজেও কিছু পাই নাই। ব্লগে ইসলাম অবমাননাকর কোন উপাদান নেই।
এই মিথ্যা ফালতু ইসু নিয়ে ছাগুরা ও তাদের ভারাটে মোল্লারা মোনাজাতের আগেই হাঙ্গামা সুরু করে, নামাজের মাদুরে আগুন লাগানো, মসজিদের ভেতর থেকে ইটাইটি, জুতা ছোরাছুরি। আছর নামাজ না পরে মসজিদ দখলে রাখা, - এসবে কি ইসলামের অবমাননা হয় না?
অকারন হাঙ্গামা করে আবার হরতাল ডাকলো!
এই হরতালে যারা নৈতিক সমর্থন দেন, তখন কোথায় তাদের নৈতিকতা।?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ইসলাম বিদ্বেষী লেখা তাৎক্ষনিক ভাবেই সরিয়ে ফেলা হয়। না হলে মডু পালে কি জন্য বেতন দিয়ে?
জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের পাল কে আর কিভাবে সন্তুষ্ট করা যায়?
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: থাবাবাবা মোহাম্মদ সাঃ কে মোহাম্মক বলেছে এই ব্লগে। এবং সেই পোস্ট এবং কমেন্ট থাবাবাবা মারা যাওয়ার দিনও ছিল। এটা কি জানেন বা বিশ্বাস করেন আপনি? যারা মুছে ফেলেছে তারা সবাই জানে। এখন থাবাবাবার আসল কৃতকর্ম ঢেকে তারা কি নিজেরা পাপী হবে না?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ব্লগ ওপেন ফোরাম, যে কেউ রেজিষ্ট্রেসন করে লিখতে পারে। কত কিসিমের পাগল ছাগল থাকে, বিভিন্ন কমেন্ট থাকতে পারে, তা মুছে দেয়া হয় দ্রুতই।
এতে কি সব ব্লগার পাপি হয়ে গেল?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
মদন বলেছেন: গত ৩/৪ দিন আগ পর্যন্ত একজনের ব্লগে করা থাবা বাবার কমেন্টে "মোহম্মক" শব্দ ব্যবহার করে কমেন্ট ছিলো। যেটি সাম্প্রতি মুছে ফেলা হয়েছে। গুগলে সার্চ দেন পাবেন। সেটি সম্ভবত রাজিব নামের একজন ব্লগারের ছিলো। যাকে বর্তমানে ব্যান করে মুছে দেয়া হয়েছে সব ডকুমেন্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: সে তো মারা গেছে। রাজিব নিজ নামে কোন ব্লগ কখনোই ছিলনা।
রাজিবের সামু ব্লগের নাম থাবা বাবা নামে ওয়ার্ডপ্রেস ব্লগ খোলা হয়েছে রাজিব কে হত্যা করার পর। এটা রাজিবের কাজ হয়ে থাকলে ২০১২ তেই প্রতিবাদ আসতো।
মৃত রাজিব যদি লিখেও থাকে তার বিচার হবে হাসরের মাঠে।
আমি আপনি বিচার করার কে?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
শাহীন ভূইঁয়া বলেছেন: @Usuf Riad and Deshpremik pola......apanader moto Chagol der jonno Masjid hoi Political office .........Islam hoi business ........plz come to Shahbagh ......
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
Thanks for nice comment
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ইউসুুফ্ রিয়াদ বলেছেন: লেখক সাহেব মডু এই লেখা মুছে ফেলেনি, মডু মুছে ফেলতে বাধ্য হয়েছে, মডু যদি এই ব্যাপারে সচেতন থাকত তাহলে ইসলাম বিদ্বেষী লেখা গুলি সাথে সাথে মুছে ফেলত, আর এটা এত দূর আগাত না । আর এই সমস্যা সৃষ্টির জন্য নাস্তিক দের মত মডু রাও দায়ী
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সেটা একবছর আগের ঘটনা।
দাড়িপাল্লা ছিল বিএনপি পন্থি ব্লগার, সে পরকল্পিত ভাবে হঠাৎ একটি নোংড়া পোষ্ট দিয়ে কেটে পরে। সামুকে ব্যান খাওয়ানোর জন্য।
সামু সকালেই পোষ্ট মুছে ব্যাপারটি সামাল দিয়েছিল। তখন তো মোল্লারা লাফায় নাই।
নোংড়া পোষ্ট দেখলেই বুঝবেন কোন বদ মতলব আছে।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
মাহিরাহি বলেছেন: একসময় নাস্তিকদের উতপাতে, সব ব্লগারই অতীষ্ঠ হয়ে উঠেছিল।
কয়েকমাসের আগের ঘটনা, চরম ইসলাম বিদ্বেষী একটি পোষ্ট নির্বাচিত ছিল সারারাত এবং পরের দিন পর্যন্ত। সাধারন বল্গাররা আপত্তি জানিয়ে একটার পর একটা পোস্ট দিতে থাকলে শেষ পর্যন্ত পোস্টটি নামানো হয়।
যাহোক বর্তমান নাস্তিক বিরোধী আন্দোলনটার সহিংসরুপ ধারন কারনটা অনাকাংখিত।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
ভোলার ডাইরী বলেছেন: ভারাটে মোল্লা কি? কালকে যারা আন্দোলন করছে তারাও রাজাকার বিরোধী। তুই বাকশালী গেলমান
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: লেখক বলেছেন: ব্লগ ওপেন ফোরাম, যে কেউ রেজিষ্ট্রেসন করে লিখতে পারে। কত কিসিমের পাগল ছাগল থাকে, বিভিন্ন কমেন্ট থাকতে পারে, তা মুছে দেয়া হয় দ্রুতই।
-------------- ভাইরে দ্রুত মুছে ফেললে তো কথা নেই। তবে থাবাবাবার কমেন্ট বা পোস্ট কিন্তু অনেকদিন আগের ছিল। আপনি না মানলে মানানো সম্ভব নয়। সামু গালাগালি সাধারণত মুছে ফেলে দ্রুত। কিম্বা নোংরা কমেন্ট মুছে ফেলে বলে পরিচ্ছন্ন আছে এটা মানতেই হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
কালবৈশাখীর ঝড় বলেছেন: Thanks
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
মদন বলেছেন: এইখানে তো আমি বিচারের কিছু বলি নাই।
এইবার একটা কথা বলি-
সন্ত্রাসীরা মারা যায় সন্ত্রাসীদের হাতে। এটি মুটামুটি লিখিত সত্য। রাজিব নাস্তিক হোক সেটি তার ব্যাপার, কিন্তু নাস্তিকতার নামে সে যখন মানুষের বিশ্বাসকে আঘাত করে তখন সবার সহ্য ক্ষমতা এক নয়, তার প্রতিঘাত আরেক অসহিষ্ঞু ব্যক্তি করে কসতে পারে। এটি তার মাথায় রাখা উচিত ছিলো।
আবারও বলছি একজনকে খুন সমাধান নয়, যারা করেছে তারা চরম অপরাধ করেছে। কিন্তু থাবা বাবাও মানুষের মনে চরম আঘাত দিয়েছে, বিশ্বাসে আঘাত দিয়েছে। এটিও এক ধরনের সন্ত্রাস। এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসী দ্বারা খুন হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
থাবা একবছর ব্লগিং করে নাই
রাজিবের সামু ব্লগের নাম থাবা বাবা নামে ওয়ার্ডপ্রেস ব্লগ খোলা হয়েছে রাজিব কে হত্যা করার পর।
এটা রাজিবের কাজ হয়ে থাকলে ২০১২ তেই প্রতিবাদ আসতো।
যাক এখন তো রাজিব আর জীবিত নেই। এখন আপনাদের দাবিটা কি?
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
সিবাক বলেছেন: ইসলাম বিরোধী কোন লেখা বা কমেন্ট কিছুই চোখে পরে নাই..??
আমি একটু আাগেই কয়েকটা লেখায় বোঝানোর চেষ্টা করলাম,
এখন তারা একটু ভদ্র ভাষায় বিরোধীতা করে যাচ্ছে কোন কিছু না বুঝেই, এই যা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
কালবৈশাখীর ঝড় বলেছেন: ভদ্র ভাষায় বিরোধীতা করে যাচ্ছে?
তো দাবিটা কি? কি চায়?
সব ব্লগার কে দায়ী করছে কেন?
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
হ্যারিয়ার টু বলেছেন:
ওদের দাবি তো মুখ ফুটে বলতে পারছে না।
আসল কথা হচ্ছে - বিচার বন্ধ কর।
১২| ২৬ শে মে, ২০১৪ রাত ৮:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগে কেউ আস্তিক-নাস্তিক কোন 'তিক' নিয়া আলোচনা বা স্লোগান দেয় নি।
থাবা একবছর ব্লগিং করে নাই
রাজিবের সামু ব্লগের নাম থাবা বাবা নামে ওয়ার্ডপ্রেস ব্লগ খোলা হয়েছে রাজিব কে হত্যা করার পর। মরিয়া হত্যাকারিরা গণজাগরন পন্ড করার জন্য সুপরিকল্পিত ভাবে একাজ করে। হেফাজতকে জামাত ২০১০ থেকেই রেডি রেখেছিল ২য় শক্তি হিসেবে কাজ করার জন্যে
এটা রাজিবের কাজ হয়ে থাকলে ২০১২ তেই প্রতিবাদ আসতো।
রাজিব ফেবুতে ধর্ম নিয়ে হালকা কটুক্তি করত, তাই তাকে টার্গেট করে ছাগু হাইকমান্ড আলচিত ওয়ার্ডপ্রেস ব্লগটি খুলে থাবার নামে। গণজাগরন পন্ড করার জন্যই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
ইউসুুফ্ রিয়াদ বলেছেন: ইসলাম বিদ্বেষী নাস্তিকদের লেখা অনেক আগেই সরিয় ফেলা হয়েছে, আপনার চোখ তো অন্ধ, আপনি কি ভাবে খুজে পাবেন এই নাস্তিকদের লেখা ????????????