![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
বগুড়ার মাদ্রাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা যুবলিগ কর্মি টিপুকে ধরে পুলিশে দিয়েছ?
বগুড়ার জামায়াত-শিবির তাকে ধরে পুলিশে দিল?
মাত্র একদিন আগে যে জামায়াত-শিবির বগুড়ায় পুলিশ মেরে তান্ডোব চালাল! ২০ পুলিশ পুড়িয়ে মারতে চেয়েছিল, আওয়ামীলীগ-যুবলিগ পিটিয়ে মেরে অফিস জালিয়ে দিল
এখন সুবোধ বালকের মত একজনকে পুলিশের হাতে তুলে দিল! তাও মাদ্রাসা থেকে!
যে শিবির পেজ থেকে যুবলিগ-সাদাপোষাকের পুলিশ খতম করার অঙ্গিকার করা হয়েছিল।
এখন সাধু বনে শহিদ মিনারের দুঁখ্যে পুলিশ তাদের বন্ধু হয়ে গেল? যেখানে তারা ফুলও দেয় না জীবনেও।
এইসব আবর্জনা নিয়ে আবার পত্রিকায় লিখে?
দিন দুপুরে সাদা-হলদে চক্রান্ত!
জামাতিদের সাদা করার জন্য কত না কষ্ট!
ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে দেশীগুলা পারবেনা কেন?
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এইসব হারামির বাচ্চারা আবার টকশোতেও গালগল্প করে
২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
রোড সাইড হিরো বলেছেন: সহমত...
৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আপনি বলতে চাচ্ছেন এইটা যুবলীগ ভাঙ্গে নাই????????
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
পত্রিকার রিপোর্টে বলছে লোকটা নাটবল্টু খুলছিল।
ভাঙ্গার কথা বলে নাই।
বগুড়ার শিবির হরতালের ভেতরে যুবলিগ বা পুলিশ পেলে পিটিয়ে মেরে ফেলার কথা। গতকালও মেরেছিল।
আজ হঠাৎ সুবোধ বালকের মত পুলিশের হাতে তুলে দিল! তাও হরতালের ভেতর?
৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
পিওর গাধা বলেছেন: বলার কি আছে ? এইটা তো যুবলিগ ভাঙ্গে নাই........ ভেঙ্গেছে একজন পাগল.. তা না হলে প্রথম আলু এই খবরটা প্রকাশ করত না?
৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
অনুগমন বলেছেন: Our electronic and print both media are biased and corrupted.
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: Absolutely..!
৬| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
লোপা এসহক বলেছেন: corrupted media ...
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: Absolutely..!
৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
শরীফ িবিড বলেছেন: পিওর গাধা বলেছেন: বলার কি আছে ? এইটা তো যুবলিগ ভাঙ্গে নাই........ ভেঙ্গেছে একজন পাগল..
আপনার নিক নেমটা সার্থক!!!!!!!!!!!!!!!
আপনার নিক নেমটা সার্থক!!!!!!!!!!!!!!!
৮| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
ফার্ুক পারভেজ বলেছেন: এ লেখায় আরেকবার প্রমাণিত হল ''চোর সবাইকে চোর মনে করে''
৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
ফার্ুক পারভেজ বলেছেন: বাহ কি মহান নেতা
দুধে ময়লা থাকতে পারে বংগবন্ধুর গায়ে কোন ময়লা নাই
০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বংগবন্ধুর?
১০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
সুবর্ণা রহমান বলেছেন: নায়করাজ বলেছেন: সবাই বিক্রি হয়, কেবল দাম বেশি আর কম ।
১১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
পিওর গাধা বলেছেন: @শরীফ িবিডঃ আমার নিক টা আপনার নেয়া উচিত ছিল
১২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
হ্যারিয়ার টু বলেছেন:
বগুড়ার শিবির হরতালের ভেতরে যুবলিগ বা পুলিশ পেলে পিটিয়ে মেরে ফেলার কথা
আজ হঠাৎ সুবোধ বালকের মত পুলিশের হাতে তুলে দিল! তাও হরতালের ভেতর?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
শিবির এখন সাধু বনে শহিদ মিনারের দুঃখ্যে পুলিশ তাদের বন্ধু হয়ে গেল? যেখানে তারা একটি ফুলও দেয় নি জীবনেও।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬
নায়করাজ বলেছেন: সবাই বিক্রি হয়, কেবল দাম বেশি আর কম ।