![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
আজ সন্ধায় আপোসহীন ম্যাডামকে দেখলাম আযানের সাথেও আপোস করলেন না।
ঘটনার তিন দিন পর আসলেন পার্টি অফিসে। আসলে দু বছর পর এই অফিসে পা রাখলেন।
ভাষন চলছিল, পাশে মহান মওদুধ ... বেশ চড়া গলায়ই ম্যাডামকে পয়েন্ট বলে দিচ্ছেন। এমন সময় পাসের মসজিদের মাগরেবের আজানের ধ্বনি ... আযান চলছে, সাথে সাথে চড়া গলায় চলছে তার মাইক!
আমদের দেশী কালচারে এ ধরনের ঘটনা বেমানান ও বেয়াদবি, এদেশের নিয়মে আজান দেয়া মাত্র যে কোন অনুষ্ঠানের মাইক বন্ধ হতে বাধ্য।
তবে উনাদের জন্য এসব প্রযজ্য কি না জানি না। কারন ওনারা ইসলাম ধর্মের ধারক ও বাহক। ম্যাডামের কথা বাদ দিলাম, মওদুদ ও মওদুদিরা আজকে মাগরেবের নামাজ পরেছিলেন কি না, জানতে ইচ্ছা হয়।
যদিও আজ দেশের তরুন সমাজের সবচেয়ে সচেতন অংশকে উনি সরাসরি 'নাস্তিক' বলে আখ্যায়িত করলেন।
দুই বছর আগেও এই ধরনের একটি ব্যাপার হয়েছিল
Click This Link
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
বিডি আইডল বলেছেন: ধর্মীয় বিষয় নিয়া না খালি আমার দেশ উস্কানি দেয়??
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সরি, এখানে কোথাও উষ্কানি দেয়া হয় নাই।
সোজা বাংলায় বলেছি ..
"আমদের দেশী কালচারে এ ধরনের ঘটনা বেমানান ও বেয়াদবি"
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই আপনি আমার খালেদানুভুতিতে আঘাত হানলেন কিন্তু
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
যাযাবর ০১ বলেছেন: Jotil point
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮
কালবৈশাখীর ঝড় বলেছেন: ... jotil ll ...
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: শিবিরে কোরান পোড়ালে যেমন সোয়াব হয়, তেমনি খালেদা ম্যাডাম আজানের সময় মাইক বাজাইলে সোয়াব হয়।
যদি গনজাগরন মঞ্চে আজানের সময় মাইক বাজত তাহলেই দেখতেন ইসলামের হেফাজত কাকে বলে!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
যাই করুক, আজ উনি ব্লগারদের সরাসরি 'নাস্তিক' বললেন।
খুবই দুর্ভাজ্ঞজনক
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এইগুলা সব শাহবাগীদের নারী কেলেংকারিজনিত ষড়যন্ত্র।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
কালবৈশাখীর ঝড় বলেছেন: ....
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
বিডি আইডল বলেছেন: আমার দেশও সেই কালচারের কথাই লেখছিলো...তারা লেখছিলো ব্লগে ব্লগে নবী-আল্লারে গাইল দেয়া বেয়াদবি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ব্লগে ব্লগে না।
একটি ছদ্দনামের একজনের ব্লগে, যে বেচে নেই।
এদেশের আইনে মৃত ব্যক্তির বিচার হয় না, যারা মারছে তাদের বিচার হয়।
এটাই নিয়ম।
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: আযান নিয়ে এই ধরণের বেয়াদবি করার জন্যে উনাকে কি ধর্ম অবমাননাকারী বলা যাবে না?
যে বিধবা মহিলা নাভীর নিচে জর্জেট শাড়ি পরে ঘুরে বেড়ায়, ভ্রু শেভ করে পেন্সিল দিয়ে চিকন ভ্রু আকায় , ১০ টায় সময় ঘুম থেকে ওঠে তার পক্ষে আযান নিয়ে চিন্তা করার সময় কোথায়?
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ধর্ম অবমাননাকারী বলা যাবে না।
আমদের দেশী কালচারে এ ধরনের ঘটনা খুবই নাজুক ও বেমানান।
মোল্লাদের চোখে পরলে বলতো .. নাফরমান!
৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
শিরোনাম বলেছেন: ম্যাডামের ভাষণের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমি ছিলাম। উনি মাগরিবের আযানের কমপক্ষে ১০ আগে বক্তব্য শেষ করেছেন।
ভুল তথ্য দিয়া পোস্ট দেওয়ার জন্য ভার্চুয়ালী আপনাকে আমি জুতাপেটা করলাম।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বক্তৃতা কয়েকটি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল, আজানের ভেতর ভাষনও চলছিল। আপনি খুবই মনোযোগি ছিলেন হয়তো ... আমার বাসার পাশের মসজিদের আজানও শোনা যাচ্ছিল। আরো অনেকেই শুনেছে.. ফেবু তে দেখলাম।
১০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
মাথামোটা বাবু বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: শিবিরে কোরান পোড়ালে যেমন সোয়াব হয়, তেমনি খালেদা ম্যাডাম আজানের সময় মাইক বাজাইলে সোয়াব হয়।
যদি গনজাগরন মঞ্চে আজানের সময় মাইক বাজত তাহলেই দেখতেন ইসলামের হেফাজত কাকে বলে!
১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
কাঠুরে বলেছেন: চোরের মুখে রাম রাম.।।
১২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
বিডি আইডল বলেছেন: মিথ্যা তথ্য দিয়ে উস্কানি মূলক পোষ্ট দেবার দায়ে পোষ্ট রিপোর্টেড
আর আমার দেশ একজনকে নিয়ে পোষ্ট দেয় নি...লীগের সরকার দেশে আমার দেশ ব্লক করে রেখেছি...নাহলে লিংক দিয়ে দেখিয়ে দিতাম
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
মিথ্যা তথ্য নয়। সত্য।
উস্কানির প্রশ্নই আসেনা।
বক্তৃতা কয়েকটি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল, আজানের ভেতর ভাষনও চলছিল। ... আমার বাসার পাশের মসজিদের আজানও শোনা যাচ্ছিল। আরো অনেকেই শুনেছে.. ফেবু তে দেখলাম।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আজ দুই মিনিট।
কিন্তু ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ টা ছিল ভয়াবহ, তখন আজান শেষ হওয়ার পরও ৭- ৮ মিনিট চলেছিল তার ভাষন।
Click This Link
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
শিরোনাম বলেছেন: @বিডি আইডল
পোস্ট রিপোর্ট করে লাভ নাই। কিছুই হবেনা। এদেরকে সামু লালন করে।
নাস্তিকদের বিরুদ্ধে হাজার হাজার রিপোর্ট করার পরও সামোর আচরণ মনে নাই?
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
শিরোনাম বলেছেন: দলীয় অন্ধ বলে বিবেক বিক্রী করে দিতে হবে ভাইজান?
মিথ্যা কথা বলতেছেন। আমি আবারো বলছি মাগরিবের আযানের কমপক্ষে ১০ মিনিট আগে খালেদা জিয়ার বক্তব্য শেষ হয়েছে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমি নিজে শুনলাম, আরো অনেকেই শুনেছে।
এর প্রমান টিভিতে লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। আপনি হয়তো শেষটা শুনেননি।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: মাগরেবের আজান দেয় ৬-১০এ
পত্রপত্রিকার লিখিত রিপোট মতে সন্ধা ৬ টার দিকে ম্যাডাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।
http://www.prothom-alo.com/print/news/336401
মাগরিবের আযানের কমপক্ষে ১০ মিনিট আগে খালেদা জিয়ার বক্তব্য শেষ করেন কিভাবে? আপনি কোন রুমে ছিলেন?
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
হ্যারিয়ার টু বলেছেন:
আমি দেখেছিলাম, আজানও চলছিল .. ভাষনও চলছিল .. মিনিটখানেকের মত। এর কিছুক্ষন পর নামাজের বিরতি দেয়া হয়।
এটা কোন ব্যাপার না। এইটুকু হতেই পারে।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
মাগরেবের আজান দেয় ৬-১০এ
পত্রপত্রিকার লিখিত রিপোট মতে সন্ধা ৬ টার দিকে ম্যাডাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।
কিছু পরে দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে খালেদা জিয়া ১২ মিনিট বক্তব্য দেন (প্রথমআলো), একপর্যায়ে আজানও চলছিল .. ভাষনও চলছিল ..
আমি নিজে লাইভ ভাষন শুনেছি, সময় ও ৭১ চ্যানেল সরাসরি দেখাচ্ছিল
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
লোপা এসহক বলেছেন:
what?
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
যা বলতে চান - বাংলায় লিখুন
১৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
নষ্ট শয়তান বলেছেন: দুস্ত তুমারে উদ্দ্যেশ্য কইরা আর একখান পুস্ত মারছি। আইস কিছু কইয়া যাও
১৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
আজনবী বলেছেন: ফালুদা হয়া গ্যাছে।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
সিফাতুল্লাহ বলেছেন: > আপনার এই মধ্যযুগীয় চুন্তা বাদ দেন। এইসব মধ্যযুগে চলত, এখন না। এখন এটাই চলবে।
> বেগম জিয়া একজন নারী। আপনি এসব বলে নারী জাতির অমর্জাদা করছেন। আপনি নারী বিদ্বেষী।
> ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে আপনার কথা বলার অধিকার কে দিল?
> উনি নাভির নিচে কাপড় পরতেই পারেন। উনার নাভির দিকে আপনে তাকাইলেন কেন? উনার নাভি কি সরকারি সম্পত্তি? হ্যা?
> ফ্যাশন নারীর অধীকার। আপনার মৌলবাদী চিন্তা দিয়ে উনার ভ্রু অঙ্কনের অধীকার কেড়ে নিতে দেবো না।
> ......
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
টাইম পাস বলেছেন: