![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
সায়েদির মেসিন চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়ালো,
পবিত্র মসজিদের মাইক ব্যাবহার করে জেহাদি চেতনায় আক্রমন করার আহবান করলো।
পুলিশ মারলো তারা
উপজেলা অফিস আগুন দিল তারা
রাস্তার দোকানপাট ভাংচুর লুট করলো তারা
বিদ্যুত কেন্দ্র, যন্ত্রপাতি, স্টাফ কোয়াটারে আগুন দিল তারা
আওয়ামীলীগ অফিসে আগুন দিল তারা।
শুধু মন্দির ও হিন্দু বাড়ী পুড়াইছে ওরা
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
হ ভাই সবই আম্লিগের কাম!
দোষ চাপাইছে অন্যের উপর!
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
ইকবাল পারভেজ বলেছেন: প্রথম মন্তব্যের জবাব দেখে বুঝলাম হাসান কালবৈশাখীও মাঝে মাঝে সত্যি কথা কয়
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: Jamat shibirer sathi die blog vorti !
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
না এরা এত না। এদের একেক জনের শতাধিক নিক।
দেখেন না উই পোকার মত ১ ঘন্টায় বাশেরকেল্লা আবার বানিয়ে ফেলে, দুই দি একলাখ পিটিশন শই করে হোয়াইট হাউসে, পরে ধরা খায়।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
নষ্ট ছেলে বলেছেন: দুই-তিন আগে হইলে কবিতার লাইন আরেকটা বেশি হত,
ত্বকিকে হত্যা করল তারা
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ত্বকি হত্যা তদন্ত শেষ হয় নাই।
স্থানীয় রাজনীতি খুবই নোংড়া জিনিস, সামান্য রাজনৈতিক লাভের আশায় অনেকে অনেক কিছুই করে।
নিরিহ বাচ্চা ছেলে হত্যার মোটিভ আমার কাছে খুবই অস্পষ্ট মনে হয়।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
সরোজ রিক্ত বলেছেন: হুমমম.....অবশ্যই আওয়ামী লীগ করছে। রামু'র ঘটনা আওয়ামী লীগ করছে। শহীদ মিনার আওয়ামী লীগ ভেঙ্গেছে, জাতীয় পতাকা আওয়ামী লীগ ছিঁড়েছে, সংখ্যালঘুর উপর হামলা করছে আওয়ামী লীগ। অস্বীকার করতে পারেন?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: এ দুটি লেখা পড়ুন
Click This Link
রামুর সাম্প্রদায়িক হামলার মুল হোতাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।
Click This Link
৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
বিডি আমিনুর বলেছেন: পাগলের বিচার হয় না রে মুমিন !
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
পাগলে সহিদ মিনার ভাঙ্গে নাই।
মাদ্রাসার পোলাপান পাগলরে পুলিশে দিয়া বলেছিল এই ব্যাটা শহিদমিনারের নাটবল্টু খুলতেছিল! ভাংগার কথা বলে নাই
পারে নাই, কিন্তু মাদ্রাসার শহিদ মিনারটি অক্ষত দেখা গেছে।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
সরোজ রিক্ত বলেছেন: কারা? সব দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ নিজেই এগুলো করছে। দোষ চাপাইছে অন্যের উপর, আর নাকি-কান্না করে ফায়দা লুটছে। জনগণ এটা বুঝে গেছে।