নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ নতুনের কেতন ওড়ে ..

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত ....

কালবৈশাখীর ঝড়

আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।

কালবৈশাখীর ঝড় › বিস্তারিত পোস্টঃ

কতখানি খবিশের বাচ্চা হলে এই ধরনের লেখা লিখতে পারে?

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

হাসনাত আবদুল হাই

'নামি লেখক', আসলে নামি লেখক নামের খবিশের বাচ্চা। বাশেঁরকেল্লার ছাগুর পাল এত দিন যা নোংড়ামি বলে যাচ্ছিল, 'নামি লেখক' নামের খবিশ সেটাই তুলে ধরল ছোট গল্পের মাধ্যমে।

কতখানি খবিশের বাচ্চা হলে এই ধরনের লেখা লিখতে পারে?

এই কুলাঙ্গার লেখককে গনজাগরন মঞ্চের সামনে ৫০ বার কান ধরে উঠবস করাতে হবে!



প্রায় ময়লা সবুজ ওড়না লাল কামিজে জড়ানো শরীরের ওপরে একটা স্তন ঢেকে রেখেছে, বুকের অন্য পাশে ওড়না কামিজের কাপড়ের ওপর ছড়িয়ে রাখা, প্রায় সমতল দুই দিকেই।



ঢাকায় মফস্বলের মেয়েরাই বেশি ফ্রি, বেশি দুরন্ত,

ড্রিংক? না, না। চা-টা না। অ্যালকোহল। হুইসকি। বিয়ার। আমাকেও খেতে হয়েছে পাল্লায় পড়ে। ওদের সঙ্গে থাকতে হলে তাদের সমর্থন পাওয়ার জন্য নানাভাবে সঙ্গ দিতে হয়।



তুমি মঞ্চে যাবে না আজ? স্লোগান দিতে?

না। ছাত্রনেতারা পলিটিকস করছে আমার সঙ্গে। বলছে, তাদের খাদ্য হতে হবে। শুধু জমির চাচার একার খাদ্য হলে চলবে না। রাতের বেলা মঞ্চের আশপাশে তাদের সঙ্গেও শুতে হবে। তাহলেই হাতে মাইক্রোফোন দেবে!




গনজাগরন মঞ্চকে কলঙ্কিত করতে ছাগুর পাল বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন পদ্ধতিতে!



ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’



প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা!



কোন প্রবন্ধ বা নিবন্ধ না। যাষ্ট ছোট গল্প, নামী লেখককে দেখে ব্যাস্ত এডিটর স্কিপ্ট পড়ে দেখার প্রয়োজনই মনে করেননি, প্রুফরিডার সুধু বানান ও ব্যাক্য গঠন চেক করে প্রিন্টারসলাইনে পাঠিয়ে দিয়েছেন।



কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই। ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে, দেশী টকশো বুদ্ধিজিবীদের কিনতে পারলে একটা কুশীল লেখককে সিস্টেম করতে পারবে না কেন?



Click This Link

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

অারমান বলেছেন: সত্যি বলতে কি এই সব ব্যাপার আপাত দৃস্টিতে নোংরা গল্পের মত মনে হলেও এটি হল চরম বাস্তব সত্য।
বিবেকবোধ আর ব্যক্তি চরিত্রের অধিকারি প্রতিটি মানুষ কে এই সব ব্যপার চরম ভাবে আহত করে।
তাদের কথা আলাদা যারা বৈধতায় বিশ্বাসি নয়,যারা ধর্ষনের সেনচুরি করতে চায়। যারা হুমায়ুন আযাদ আর জাফর ইকবালের মত মানুষ রুপি বলাৎকার দের কে আদ্র্শ মনে করে,তারাই নারি অধিকার এর প্রবক্তা সেজে নারিদের প্রকৃতিগত দুর্ব্লতাকে কাজে লাগায় এবং তাদের ভোগ করে ।
এজন্যেই এই ভন্ডগুলু ইসলামের শ্বাশ্বত নারি অধিকার কে নারি স্বাধিনতা বিরুধী আখ্যা দেয়। যা কেবল মাত্র তাদের অসৎ উদ্দেশ্য কে পুরন করবার জন্য
এক শেয়ালের লেজ কাটা পরেছে
সে এখন চায় বাকি শেয়ালের লেজ কাটা পরুক।

ছিঃ ছিঃ ছিঃ .........................., এই সব বেশ্যা আর তাদের ব্যবহারকারিরা হয় আন্দোলনের নেতা-নেত্রী

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
বেশ্যা বেশ্যা বলে কোন লাভ হবে না।

প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল!

১৭ দিন চেক করেও কোন 'দুর্ঘটনা' পায় নি।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

নষ্ট ছেলে বলেছেন: প্রথম আলো কি উদ্দেশ্য নিয়ে ছাপলো?
আমার দেশের পাঠকদের টার্গেট করে? নাকি অন্য কিছু?

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা!
কোন প্রবন্ধ বা নিবন্ধ না। যাষ্ট ছোট গল্প, বিশেষ সংখায় ছাপা হবে।
নামী লেখককে দেখে ব্যাস্ত এডিটর স্কিপ্ট পড়ে দেখার প্রয়োজনই মনে করেননি, প্রুফরিডার সুধু বানান ও ব্যাক্য গঠন চেক করে প্রিন্টারসলাইনে পাঠিয়ে দিয়েছেন।
আমার ধারনা এটাই

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

তিক্তভাষী বলেছেন: শুধু কানধরে উঠবস!

হাসনাত আব্দুল হাই কে গ্রেফতার আর প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবী করা শাহবাগের কর্তব্য। দেখা যাক কী করে তারা।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রথম আলো এখনো কোন ব্যাখ্যা দেয় নি
অবস্য আজ পত্রিকা অফিস বন্ধ ছিল। কাল হয়ত কিছু বলবে।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

আহলান বলেছেন: নাক চেপে ধরছি ....!! B:-) B:-) /:) /:)

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: এইডা লেখক নয় । ছাইপাশ লিখলেই লেখক হওয়া যায়না
এরা নষ্ট বিবেকের অনিষ্ট দুস্ট

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এইডা কোন লেখকই নয়, স্রেফ হারামির বাচ্চা!
লেখক জামাতীদের কাছে টাকা খাইসে, এইটা মোটামোটি শিওর!

শাহাবাগকে টার্গেট করে কুৎসিত ফরমাইসি লেখা!

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

এস বাসার বলেছেন: শালাতো পুরাই খ্রাপ মাল X((

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই শালারে গনজাগরন মঞ্চের সামনে ৫০ বার কান ধরে উঠবস করাইতে হবে!

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

মাহমুদা সোনিয়া বলেছেন: এই লেখায় উহাকে একখানা বাঁশ দেয়ার চেষ্টা করেছি। যদিও তার লেখার আবেদনে সেটা অনেক কম।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
লেখাটি পড়লাম
সুন্দর ভাবেই সাজিয়েছেন লেখাটি
বাশঁটি ভালভাবেই দিয়েছেন :P

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

Ruhul বলেছেন: ইসলামের বিধিবিধানকে (বিশেষ করে হেফাজতের ১৩ দফা) কেউ যদি মধ্যযুগীয় বলে, আমি বলব সে এখনও অন্ধকার আদিম যুগে বাস করছেন তাই ইসলামের আলো তিনি দেখতে পাচ্ছেন না।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

Toriqul বলেছেন: প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা!
কোন প্রবন্ধ বা নিবন্ধ না। যাষ্ট ছোট গল্প, বিশেষ সংখায় ছাপা হবে।
নামী লেখককে দেখে ব্যাস্ত এডিটর স্কিপ্ট পড়ে দেখার প্রয়োজনই মনে করেননি, প্রুফরিডার সুধু বানান ও ব্যাক্য গঠন চেক করে প্রিন্টারসলাইনে পাঠিয়ে দিয়েছেন।
এটা আমি অন্তত বিশ্বাস করি না।
প্রথম আলো লেখাটি দেখে বুঝে শুনেই ছাপিয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রথম আলো এখনো কোন ব্যাখ্যা দেয় নি
অবস্য আজ পত্রিকা অফিস বন্ধ ছিল। কাল হয়ত দিবে।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

স্বপ্ন অপূর্ণ বলেছেন: 'জমির চাচা' বলতে কাকে বুঝানো হয়েছে?
১.শাহরিয়ার কবির।
২.ডঃ জাফর ইকবাল।
৩.মুনতাসির মামুন।
৪.উপরের সবগুলি।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

সোহেলভাই বলেছেন: হাসনাত আব্দুল হাই কে গ্রেফতার আর প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবী করা শাহবাগের কর্তব্য। দেখা যাক কী করে তারা। কপি পেস্ট

সব কিছুই পক্ষে চান ক্যান ভাই?

আপনি আবুল হাসনাতকে খবিস বলে মজা পাইলেন। আর গ্রামের মানুষ গুলা আপনাদের ক্যামনে গালি দেয় জানেন? শুধু এটুকু বলি যে কোন মময় আপনার মা অথবা বোনের পেটে বাচ্চা জন্মে যাবে। হ্যা সত্যি তারা আপনাদের ঠিক সেই সব কথা বলেই গালি গুলা দেয়। জানি এখন বলবেন অশিক্ষিত মানুষ আর ছাগল সমান। ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। এই যা সান্তনা।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
পক্ষে-বিপক্ষে কিছুই চাইনা

এই লেখাটি যে ছাপার অযোগ্য ছিল এটা প্রমানীত হয়েছে।
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়েছে!

১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

আস্তবাবা বলেছেন: তসলিমা, হুমায়ুন আজাদ, আসিফ মহিউদ্দিন, থাবা বাবাদের চেয়েও কি খারাপ লিখা ওইটি?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
থাবাবাবা / রাজিবকে হত্যা করার পর হত্যাকারি চক্র তার নামে ওয়ার্ডপ্রেসে ব্লগ খুলে,
তারিখ দেয় ২০১২, দেয়া হয় নবি ও আল্লাহ কে নিয়ে অকথ্য কথা বার্তা।
ব্লগটি মাত্র ৪ বার পঠিত ছিল।
আলেক্সা বা গুগল ক্যাসএ এর কোন ছায়া ছিলনা।

এতেই প্রমান হয়েছিল এটি হত্যাকারি চক্রের সম্প্রতি 'আরোপিত' ব্লগ।

হত্যাকারি চক্রের একটি অংশ খুনিদের গ্রুপ, হত্যার আগে তাদের ব্লগটি পড়তে দেয়া হয়েছিল উজ্জিবিত করার জন্য।
খুনিদের গ্রুপ ধরা পড়ার পর একথাই বলেছিল।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

পুংটা বলেছেন: X(

হাসনাত আবদুল হাই-এর ল্যাঞ্জা
লুৎফর রহমান রিটন

চেনো নাকি হাসনাত আবদুল হাইরে?
তার মতো চুতিয়া এ দুনিয়ায় নাইরে।
সাবেক আমলা এই ব্যাটা দেখি মদনা
তার হাতে শোভা পায় হেফাজতি বদনা!
বিনা ঢিলা কুলুখেই করে এস্তেঞ্জা
রিয়্যেলি আ টাফ থিং হাইড এনি ল্যাঞ্জা...

দেশে দেখি বেড়ে গেছে ছাগলের চাষটা
কাহাদের জন্ম এ ধেড়ে বদমাশটা?
সারাটা জীবন খেয়ে সর আর মুড়োটা
কী গল্প লিখিয়াছে পারভার্ট বুড়োটা!
নোংরা কাণ্ডে সবে শুধু ছিছি ছি করে
প্রথম আলোতে এটা ছাপা হলো কী করে?

‘জানিবার সাধ হলে হাত দাও শিকড়ে’...

১৪ এপ্রিল ২০১৩, পহেলা বৈশাখ ১৪২০

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
চেনো নাকি হাসনাত আবদুল হাইরে?
তার মতো চুতিয়া এ দুনিয়ায় নাইরে।

ওরে কি কঠিন ছড়া লেখছস রে .... =p~ :P

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

আস্তবাবা বলেছেন: লেখক বলেছেন:
বেশ্যা বেশ্যা বলে কোন লাভ হবে না।

প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল!

১৭ দিন চেক করেও কোন 'দুর্ঘটনা' পায় নি।

দিগন্তা রে যাইতে দেন দেখবেন
আর এনিটিভি, বাংলা ভিশন এর মালিক বিএনপি ওয়ালা হলেও সব গুলো সংবাদ এডিটর আম-বাম

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

বনের আগুন বলেছেন: ১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা হয়েছে।
link

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

কালবৈশাখীর ঝড় বলেছেন:
যাক ... অবশেষে আমার ধারনাটি সঠিক হল!
লিংকটি দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

অর্ণব আর্ক বলেছেন: বাঙালি একই ভুল বার বার করে, ইতিহাস আর উপন্যাসকে গুলিয়ে পান করে শরবতের মতো। অনেকটা লাচ্ছির সাথে পুদিনার পাতার রসের মিক্সআপে তৈরি ড্রিংসের মতো। তাই প্রথম আলোর এই গল্প যেমন শাহবাগীদের পক্ষে যায়নি, তেমনি শাহবাগবিরোধীদেরও আনন্দে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। মূল সত্যতা নিহিত অন্যখানে। এই সপ্তাহেই বন্ধ হয়েছে আমার দেশ পত্রিকা। অর্থাৎ ভিন্নকোনো মত প্রকাশের আর জায়গা নেই।
ব্লগগুলোতেই কঠোর নিয়ন্ত্রণ। আর এই সুযোগটাই নিতে চাইছে প্যাহলে রোশনি। মূলত শাহবাগবিরোধী একটি গল্প লিখে দেশে আস্তিক-নাস্তিক দ্বন্দ্বের মাঝে প্রচারের সামনে চলে আসা আমার দেশের সফট কর্নারটাকে কাজে লাগাতে চাইছে তারা। অর্থাৎ যারা কিনা আমার দেশ পড়তো তারা এখন প্রথম আলো পড়ুক। আশা অনেকটা এমুন।
এই লেখা নিয়ে সবার এতো উৎসাহ দেখানোর কোনো কারণ দেখিনা। যে পত্রিকা প্রচার আর অনলাইন হিট বাড়ানোর জন্য নিউজ করে পুনম পাণ্ডের বিবসনা হওয়া নিয়ে, পর্নস্টার সানিলিওনি আর ববি এডেনকে নিয়ে। টাইগার উডসের উদ্দাম রাত্রি আর ওয়েইন রুনির প্রতিরাতের শয্যসঙ্গী বদল যাদের খেলার পাতার লিড নিউজ হয় তাদের কাছে এর আর নতুন কি। এটা নিয়ে মাতামাতি করারই বা কি আছে।
এপ্রসঙ্গে একজনের উদ্ধৃতি দেয়া জরুরী মনে করছি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের একজন সাবেক ছাত্রলীগ নেতা কোনো ভনিতা না করে সরাসরিই বলেছিলেন। লুম্পেনরা মজা নেয় আকাম কৈরা। আকাইম্যা পোলাপাইন টাইম পাস করে কুকামের ভিডিও দেইখ্যা। আর উদ্দিষ্ট উচ্ছিষ্টভোগী শ্রেণি মজা পায় বিশেষ জায়গায় জঙ্গল বানাইয়া। ইয়ে মানে ওখানে বাসকরা উঁকুন ওগের নিয়মিত কামড়ায়। ওরা এই উকুনের কামড় থেকে অর্গ্যাজমিক আনন্দ পায় তারা। উনি মিডিয়া মাফিয়া পতিত বামদের এই দ্বিচরিত্রকে অনেকটাই ফেটিশ আচরণের সাথে তুলনা করেছেন

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনার ধারনা ঠিক আছে, আমিও মোটামোটি একমত।

তবে আলোচিত এই ক্ষেত্রে ভুলক্রমে হয়েছে বলেই আমার ধারনা ছিল।
শাহাবাগকে টার্গেট করে কুৎসিত ফরমাইসি লেখা!
প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে।

প্রথম আলো আজ প্রথম পাতায় ভুল শ্বীকার করে মাফ চেয়েছে
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়ে আমার ধারনা সঠিক প্রমান করেছে!

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

করাত বলেছেন: Tanvir kemon aso?

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

কালবৈশাখীর ঝড় বলেছেন: who is Tanvir?

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: পাবনা বাসীর পক্ষ থেকে সামুতে আগামী রাত-দিন ২৪ ঘন্টা হরতাল।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

আমিনুর রহমান বলেছেন:

প্রথম আলো এর জন্য ক্ষমা চেয়েছে। তাও মন্দের ভালো কিন্তু প্রথম আলো'র মত একটা পত্রিকা'র এধরনের ভুল, ঠিক ভুল নয় অন্যায় !!!

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রথম আলো এর জন্য ক্ষমা চাইবে, এটা প্রায় অবধারিত ছিল

২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

লাল চাঁন বলেছেন: পুরাই খবিশ, লেখায় শুধু লাকীকেই অপমান করেনি, মফশ্বল থেকে আসা নারীদের ব্যপারেও খারাপ ইংগিত করেছে

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

কালবৈশাখীর ঝড় বলেছেন:
লেখায় শুধু লাকীকেই অপমান করেনি, দেশের সব নারীদেরই অপমান করেছে।

এদের কাছে নারী মানেই নাপাক বস্তু, মজলিশে সংবাদ সংগ্রহে দায়িত্ব পালন করতে এলেও পিটুনি দেয়া হয়।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
বেশ্যা বেশ্যা বলে কোন লাভ হবে না।

প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল!

১৭ দিন চেক করেও কোন 'দুর্ঘটনা' পায় নি।

ভাইজান- কন্ট্রোল রুমের হাবিলদারের লাশ পাওয়া গেল!!! নিউজটি নিশ্চয়ই চোখ এড়ায়নি!!!
শোনা যায়- রেকর্ডেড ডিভিডি নাকি বড় অফিসারকে দেখাইছেল!!!
ব্যাস পর দিন লাশ!!!!


!@প্রথম আলোর ক্ষমা চাওয়ায় যারা গদ গদ তারা ভেবে দেখেছেন কি- প্রথম আলো দুই কুল রক্ষা করলো!!!!
লেখাও ছাপাল?
আবার পাঠক্ও ধরে রাখল!!!!!

দেখি চেতনার ঝাজ এইবার প্রথম আলোর অন্যায়ের জন্য কতটুকু খড়গ হয়??????
যদি না হয় বুঝতে হবে-
হয় গল্প সত্য!
সত্য ক্ষমা চাওয়া মিথ্যা!!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কন্ট্রোল রুমে হাবিলদারের লাশ পাওয়া গেল?

না।
উনি ছিলেন একজন কন্সটেবল, লাশ পাওয়া গিয়েছিল গুলিস্তানে।
CC কন্ট্রোল রুমে দায়িত্বে থাকে SI এর নেতৃত্বে ১২ জনের একটি ইউনিট।

পুলিশকে কারা মারে? কারা মারছে?

নতুন করে বোঝাতে হবে?

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

মতিউর রহমান১০০ বলেছেন: tui sagu........

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কে ছাগু?
হাসনাত আবদুল হাই? thats ok.

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

এসএমফারুক৮৮ বলেছেন: হাসনাতকে বাঁশ......

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

টিনের বাড়ী বলেছেন: জামাতীদের কাছে টাকা খাইসে ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
লেখক জামাতীদের কাছে টাকা খাইসে, এইটা মোটামোটি শিওর।

এই লেখাটি যে ছাপার অযোগ্য ছিল এটা প্রমানীত হয়েছে।
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়ে প্রমান করেছে!

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

স্পেলবাইন্ডার বলেছেন: হা...হা....হা....মুক্তমনারা যা ইচ্ছা করবে কিন্তু সেটা দেখিয়ে দিলে খারাপ.. হুমায়ুন আজাদের লেখা খুব ভাল....

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
মুক্তমনারা?
এইডা কোন মুক্তমনা?, স্রেফ হারামির বাচ্চা!
লেখক জামাতীদের কাছে টাকা খাইসে, এইটা মোটামোটি শিওর!

শাহাবাগকে টার্গেট করে কুৎসিত ফরমাইসি লেখা!
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়ে প্রমান করেছে!

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

গ্যাম্বলার বলেছেন:
বুড়া বদমাইশ একটা।

প্রথম আলো না পড়েই চটি ছাপিয়ে দিছে,

ভুল স্বীকারঃ Click This Link

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই বুড়া বদমাইশ নাকি লেখালেখির জন্য ১৯৯৪ সালে একুশে পদক এবং ১৯৭৭ সালে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন তিনি।

এই বুইড়া আমলার একুশে ও অন্যান্ন পদক বাজেযাপ্ত হোক।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

সুইট টর্চার বলেছেন: কাম যা হবার হয়ে গেছে। তবেখাসানাত যা বলেছে তাতে আমি একমত না কেননা লাকীদের বাজার দর ভাল না বলেই ওখানে ঘুরা ঘুরি করে। বাজার দর ভাল থাকলে কি ঐ খানে যাওয়ার সময় পাইত নাকি B :P

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: দেখেন আরেকজনের কারবার

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
অদিতি ফাল্গুনীর 'উন্মাদিনী কাল' চোখ বুলিয়ে পড়লাম মাত্র ... ভালই!

কিছু আদি উপাদান? থাকলেও মামুলি .... কোন ব্যাপার না।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

সিফাতুল্লাহ বলেছেন: প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা!
ছোট্ট বাবুটি খালি ভুলই করে রেহ! আহ! মায়া লাগছে আমার।
বেচারার ‘টিভি ক্যামেরার সামনে যে তার লুঙ্গি খুলে গেল।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
শাহাবাগকে টার্গেট করে কুৎসিত ফরমাইসি লেখা!
প্রথম আলো ভুলক্রমে ছাপিয়েছে বলেই আমার ধারনা ছিল।

প্রথম আলো আজ প্রথম পাতায় ভুল শ্বীকার করে মাফ চেয়েছে
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়ে আমার ধারনা সঠিক প্রমান করেছে!

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯

মতিউর রহমান মিঠু বলেছেন: ভাইজানগণ, লেখাটা আমি পড়েছি। অনেকে হয়তো কষ্ট পাচ্ছে স্বাভাবিক, তবে লেখককে যেসব গালাগাল করা হচ্ছে তা না করেও সমালোচনা করা যায়। শালীন ভাষায় সমালোচনা করাটাই যুক্তিযুক্ত মনে হয়।
আর আব্দুল হাই সাহেব এটা ছারা আরো অনেক ভাল মানসম্পন্ন লেখা লিখেছেন, এমনিতে ভদ্রলোক ভালো লেখক তাতে সন্দেহ নেই। এখন জাগরণ মঞ্চ আছে বলে আমাদের খারাপ লাখছে, কিন্তু অন্য সময় হলে এই গল্পটি এই আমরাই অনেক অনেক বিশেষন দিয়ে লেখককে ধন্যবাদের বন্যায় ভাসিয়ে দিতাম। বাস্তব চিত্র, সমসাময়িক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলতাম।

হুমায়ুন আজাদ স্যারের লেখাগুলোতে এরচেয়ে অনেক বেশি খোলামেলা বিষয় প্রায় কমন হিসেবে থাকতো, আমরা আপনারই কিন্তু স্যারের এসব লেখা শৈল্পীক বলে সনদ দিয়েছেন বা দিয়েছি। তাহলে এখানে চটি বলে রায় দেয়াটা কতোটা যুক্তিযুক্ত বলবেন কি?

গালি বন্ধ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন Please....... সমালোচনা অবশ্যই করবো বা করবেন, তবে তা শালীনতার মাত্রাটা রেখে। আপনারা ব্লগার, শিক্ষিত সচেতন নাগরিক তাই সাধারন মানুষ আপনাদের কাছে গুষ্টি উদ্ধার করা সমালোচনা আশা করেনা, শালীন ভাষায় আলোচনা বা সমালোচনা আশা করে, বিশ্বাস না হলে আপনার/আমার বাবা, চাচা,ভাই যেকোন একজনকে এই পোস্ট মন্তব্য সহ পড়তে দিয়ে পরে জানতে চান যে লেখাটা কেমন হয়েছে .............

যাহোক অনেক বিরক্ত করলাম বলে ক্ষমা করবেন এবং ভালো থাকবেন।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

কালবৈশাখীর ঝড় বলেছেন: এই লেখক ভাল লেখার জন্য জন্য ১৯৯৪ সালে একুশে পদক এবং ১৯৭৭ সালে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছিলেন।
এই ব্যাটার চটি লেখা কোন সমস্যা না, চটি লিখে ভাসিয়ে ফেললেও কোন সমস্যা না।

সমস্যা হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও বিচারাধীন একটি ফ্যাসিস্ট দল পরিকল্পিত ভাবে আন্দলনরত গনজাগরন মঞ্চকে কলঙ্কিত করতে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে।

তাদের নোংড়া পরিকল্পনার একটি অংশ হয়েছেন এই নামি লেখক, ফরমায়েসি লেখাটি লিখেছেন। শাহাবাগকে টার্গেট করে কুৎসিত লেখা।

প্রথম আলো আজ প্রথম পাতায় ভুল শ্বীকার করে মাফ চেয়ে লেখাটি প্রত্যাহার করে নিয়েছে।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

মতিউর রহমান মিঠু বলেছেন: @মুর্তজা হাসান খালিদ ভাই, লিংকের লেখায় আপনি কি কারবারের কথা বোঝাতে চাইলেন? এখানে কি বাস্তবতা নেই? কি আপত্তিকর লেখা বুঝলামনা ভাই।

উন্মাদিনী কাল-অদিতি ফাল্গুনী একজন ভালো লেখক আর আপত্তিকর কিছু লিখেছেন বলে মনে হলো কি??

সত্যি সেলুকাস বিচিত্র এই....................................

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
অদিতি ফাল্গুনীর 'উন্মাদিনী কাল' পড়লাম ... ভালই।

কিছু আদি উপাদান থাকলেও কোন ব্যাপার না।

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

কয়েস সামী বলেছেন: আহেন আমরা সম্পাদকের গ্রেফতার দাবী করি অনতিবিলম্বে।

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

এই আমি সেই আমি বলেছেন: বিশ্বব্যাপী জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের হাই প্রোফাইল শিকার এই আব্দুল ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
জামাতের বিশ্বব্যাপী মিলিয়ন ডলার প্রজেক্টের হাই প্রোফাইল শিকার এই খবিশ!
সহমত।

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক হইছে ভাই, আমাদের সোনার বাংলায় (এখন তামাও খুজে পাওয়া দুস্কর) যত দল, মত, পথ আছে কাকে আমরা ধোয়া তুলসি পাতা বলবেন ??

কোন স্বার্থে কোন দল কি করছে তার কতোটুকু আমাদের জানা আছে বলেন?? ক্ষমতার জন্য এর সব করতে পারে।


"সবার উপরে গদী (ক্ষমতা) সত্য, তাহার উপর নাই", এই নীতির ধারক, বাহক, পরিবেশক, পথ প্রদর্শক। আর আমরা গর্দভ এদের ল্যাঞ্জা ধইরা চলছি.....................

৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

হ্যারিয়ার টু বলেছেন: এই লেখক ফরমায়েশি জামাতী প্রজেক্টের বাস্তবায়নকারি!

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

কালবৈশাখীর ঝড় বলেছেন: - Exactly true.

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
বেশ্যা বেশ্যা বলে কোন লাভ হবে না।

প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল!

১৭ দিন চেক করেও কোন 'দুর্ঘটনা' পায় নি।

ভাইজান- কন্ট্রোল রুমের হাবিলদারের লাশ পাওয়া গেল!!! নিউজটি নিশ্চয়ই চোখ এড়ায়নি!!!
শোনা যায়- রেকর্ডেড ডিভিডি নাকি বড় অফিসারকে দেখাইছেল!!!
ব্যাস পর দিন লাশ!!!!


এরপরও যদি গাধারা না বুঝে তাইলে তাদের মগজ আছে বলে মনে হয়না।




আসলে অনেক সময় হয় কি, দালালদের মুখ থেকেও আসল কিছু কথা বেরিয়ে আসে।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল! ETV র এক সাংবাদিক স্পাই লাগিয়ে বহু টাকা খরচ করেও কোন লাভ হয়নি।

এরা ১৭ দিন চেক করেও কোন 'দুর্ঘটনা' খুজে পায় নি।

পুলিশের ক্যমেরা থাকে সাধরনত রাষ্তামুখি। সন্দেহজনক লোক প্রবেশ, গেটের কাছে বহি আক্রমন ঠ্যাকানোর জন্য।

এক পুলিশ মেরে লাভ নেই।
CC কন্ট্রোল রুমে দায়িত্বে থাকে SI এর নেতৃত্বে ১২ জনের একটি ইউনিট। মুখ বন্ধ করতে হলে তো ১২ জনকেই মারতে হয়!

পুলিশকে কারা মারতে পারে?
কারা মারছে? চোখ নেই?

নতুন করে বোঝাতে হবে?

৩৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

লোপা এসহক বলেছেন:
লেখক ক্ষমা প্রার্থনা করেছেন।

শুধু ক্ষমা চাইলেই হবে না
এই কুলাঙ্গার লেখককে গনজাগরন মঞ্চের সামনে ৫০ বার কান ধরে উঠবস করাতে হবে!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
নারী সমাজ কে নিয়ে অশ্লিল লেখার দায়ে লেখককে গনজাগরন মঞ্চের সামনে ৫০ বার কান ধরে উঠবস করাতে হবে!

৩৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

ওহ বলেছেন: কি আর বলবো বলেন, থাবা বাবা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহিদ আর উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম বীরাঙ্গনা!!! :-B

৩৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সিফাতুল্লাহ বলেছেন: প্রায় শতাধিক ফটো সাংবাদিক টিভি ক্যামেরা রাতদিন ২৪ ঘন্টা মনিটর করেও কোন ধরনের কু কাহিনী বা কু ছবি খুজে পায়নি। এসব খুজে পেতে অনেককেই লোভনীয় অফার দেয়া হয়েছিল! ETV র এক সাংবাদিক স্পাই লাগিয়ে বহু টাকা খরচ করেও কোন লাভ হয়নি।
ছাত্র লীগ বলে কতা! ১০০০ কোটি টাকা লাগাইলেও কিছু পাওয়া যাইবে না। আর সেক্স কি কেউ রাস্তায় বসে সিসি টিভি ক্যমেরার সামনে করে? আজীব! গল্পে বলাই আছে মদ খাওয়া-খাওই আর সেক্স হইছে নেতার বাসায়।

আমি এই লেখকের কথায় ১০০% বিশ্বাস করি না। তবে যেই ভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলতাসে, মনে হয় "ডাল মে কুছ কাকা হাই"

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
লেখক একটা গল্প লেখছে, 'ছোট গল্প'
এই গল্পের সব পয়েন্ট ধনান্তরি সত্য ধরে নিয়ে মদ খাওয়া, মাগিবাজি হইছে নেতাদের বাসায়, সিদ্ধান্তে এসে গেছেন।
মদ খাওয়া, মাগিবাজি বাসায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কারা যায়!

নেতাদের বাসায় কি হয় না হয় তার দায় গনজাগরন মঞ্চ নিবে কেন?

লেখক নিজেও মাফ চেয়ে এই জঘন্য মিথ্যা লেখাটি প্রত্যাহার করে নিয়েছেন।

৪০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

সুফিয়া বলেছেন: নামী লেখকের লেখা দেখে এডিটর স্ক্রিপ্ট দেখার প্রয়োজন মনে করেননি---

আপনার একথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হয় যে ঐ নামী লেখক নিজের নাম ভাঙিয়ে পত্রিকাসহ সকলকে প্রতারণা করেছে। প্রথম আলোর উচিত লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তাহলে প্রথম আলোর অবস্থানটা পরিস্কার হয়ে যাবে সকলের কাছে।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রথম আলো লেখকের বিরুদ্ধে এক প্রকার ব্যবস্থা নিয়েছে।

প্রথমআলোর প্রথম পাতায় তাকে মাফ চাইতে বাধ্য করা হয়েছে!

এই জঘন্য মিথ্যা লেখাটি প্রত্যাহার করে নিয়েছেন।

মুচলেকা দিয়েছেন -

"এই লেখা আর অন্য কোথাও প্রকাশ হবেনা"

৪১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

বেতান বলেছেন: কথা সত্য

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই।

ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে, দেশী টকশো বুদ্ধিজিবীদের কিনতে পারলে একটা কুশীল লেখককে সিস্টেম করতে পারবে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.