![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
গার্মেন্টস শ্রমিক নামের এই সব লাঠি হাতে যুবক এরা কারা? মেয়ে শ্রমিকরা কোথায়? ছবি- প্রথম আলো
সাভার ভবন ধ্বসের পর যেভাবে স্বতঃস্ফুর্ত হয়ে জীবনের নিশ্চিত ঝুকি নিয়ে যে ভাবে অকুতোভয় তরুন সমাজ, অসীম সাহসী ছেলেরা মৃত্যু গহব্বরে ঢুকে জীবিতদের উদ্ধার করছে তার নজীর বোধহয় পৃথিবীতে নেই। দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে তরুণ সমাজ। জীবন বাচাতে, লাশ উদ্ধার করতে নিজের জীবনের পরোয়া করেনি কেউ।অসীম সাহসী এই সব মানুষের জন্যে শুধুই প্রার্থনা, শুভকামনা।
এরা প্রমাণ করলেন দেশে মানুষ বলে কিছু আছে।
কিন্তু ঢাকা শহরে ও শহরতলিতে গার্মেন্টস শ্রমিক নামের এই সব লাঠি হাতে যুবক এরা কারা? কথিত বিক্ষোবের নামে রাস্তা ব্লক করে দিচ্ছে, ভাংচুর করছে গাড়ী, দোকানপাটে ঢিল ছুড়ছে?
গার্মেন্টস শ্রমিকরা সাধারনত এক জায়াগায় জড় হয়ে অবস্থান ধর্মঘটেরমত বিক্ষোভ করে। তাতে মেয়ে শ্রমিক বেশী থাকে, হাতে লাঠি থাকেনা
ছবি- প্রথম আলো
কিন্তু এখানে প্রায় সবাই সুঠাম দেহের তরুন যুবক, হাতে লাঠি। এরা দক্ষতার সাথে রাস্তা ব্লক করে দিচ্ছে, গাছের গুড়ি ফেলে। গাড়ীতে ঢিল ছুড়ছে, পেট্রোল ঢেলে টায়ারে আগুন লাগাচ্ছে!
এরা কারা?
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
কালবৈশাখীর ঝড় বলেছেন:
হ্যা, এরা গার্মেন্টস কারখানা পারলে পুড়িয়ে দিবে! কারন এরা মোটেই শ্রমিক না। এরা দুষ্কিতিকারি।
কোন শ্রমিক নিজের রিজিক, নিজের কর্মস্থল কখনোই পোড়াতে পারে না!
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
সাউন্ডবক্স বলেছেন: Ara ektao sromik na.... Cause workers know that , if they burn or ruin any germent, they will kick their own ass and belly.... For survibal, they have to work in their germents.... Its just the massacre of our opposition perty....
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
তারা মোটেই শ্রমিক না, তারা শ্রমিকের ছদ্দবেশে পলিটিকালি মোটিভেটেড একদল দুষ্কৃতিকারি!
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
আমি হনুমান বলেছেন: এরা মিশু আর শিরিন এর কর্মাবাহিনী যাদের উদ্দেশ্য গার্মনটস ধ্বংষ করা
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
মানে হয় না।
এরা মিশু আর শিরিনের বাহিনী হলে সাথে মেয়ে শ্রমিকেরা থাকতো!
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
সমকালের গান বলেছেন: এরা যেই হোক, গার্মেন্টস্ শ্রমিকদের জন্য সবচে ক্ষতি করছে এরাই। এদের কারনে সাধারন মানুষের মনে শ্রমিকদের প্রতি যে একটি সহানুভূতির জন্ম নিয়েছিল, তা নষ্ট হয়ে যাচ্ছে।
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এরা যেই হোক, গার্মেন্টস্ শ্রমিকদের সবচে ক্ষতি করছে এরাই।
সহমত।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
কয়েস সামী বলেছেন: আপনি গার্মেন্টস শ্রমিকদের ইচ্ছেমতো শোষন করবেন আর তারা মুখ বুজে আপনার শোষনের শিকার হবে- এভাবে আর কতোদিন চলবে?
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এরা মোটেই শ্রমিক নয়। গার্মেন্টস শ্রমিক তো নয়ই! তাহলে এদের সাথে মেয়ে শ্রমিক দুএকজন থাকতো। গার্মেন্টসে ৮০% মহিলা!
কোন শ্রমিক নিজের রিজিক, নিজের কর্মস্থল কখনোই পোড়াতে বা ধ্বংশ করতে পারে না!
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
শফিক১৯৪৮ বলেছেন: এরাই গার্মেন্টস শ্রমিক, এইসব শ্রমিকদের দুস্কৃতিকারী বলে মখার মত নানুকের মত তৃতীয় শ্রনীর আম্লীগাররা।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
আরমান অরণ্য লিংকন বলেছেন: আপনার ভাইয়ের পচা লাশ সাভারে আটকে থাকলে বুঝতেন এরা কেন আগুন দিয়েছে। আপনারা মাঝে মাঝে এসব কথা বলে প্রমান করেন মগা আলমগীর একাই মগা না, দেশে আরও মগা আছে।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
মদন বলেছেন: এদের উচিত সোজা বিজিএমএ ভবনে গিয়ে আগুন ধরিয়ে দেয়া এবং সেটিকে মাটির সাথে মিশিয়ে দেয়া। এর সাথে যদি দুইএকটা বাড়ি মখা এবং তার চামুচদের দিতে পারে খারাপ হয় না।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
গতকাল যারা বিজিএমইএ ভবন আক্রমন করেছিল তারা শ্রমিকই ছিল (মিশু বাহিনী) তাদের অনেকেই ছিল নারীশ্রমিক।
এখানে এরা মোটেই শ্রমিক নয়।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
ইমাম হাসান রনি বলেছেন: আপনারা মাঝে মাঝে এসব কথা বলে প্রমান করেন মগা আলমগীর একাই মগা না, দেশে আরও মগা আছে।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
লোপা এসহক বলেছেন:
- এদেরকে দেখে পোষাক শ্রমিক বলে মনে হয় না।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি ১৫ নং কমেন্টে সঠিক বলেছেন:
এগুলো জাসি র কুকুরের দল! শ্রমিকের ছদ্দবেশে ফাকে ফাকে নেমেছে!
১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
পানকৌড়ি বলেছেন: এরা কারা ? তোর মাকে জিগা ।
এরা তোর ভাই । তোর বঙ্গমাতার সন্তান । সাতকোটি বাঙ্গালীর এ মুগ্ধ চরনী...
১২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
গার্মেন্টস শ্রমিকরা সাধারনত গার্মেন্টস এলাকাতে এক জায়াগায় জড় হয়ে অবস্থান ধর্মঘটেরমত বিক্ষোভ করে। তাতে মেয়ে শ্রমিক বেশী থাকে, হাতে লাঠি থাকেনা, অগ্নিসংযোগ করে না।
কিন্তু এখানে সবার হাতেই লাঠি!
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
আসফি আজাদ বলেছেন: ইমাম হাসান রনি বলেছেন: আপনারা মাঝে মাঝে এসব কথা বলে প্রমান করেন মগা আলমগীর একাই মগা না, দেশে আরও মগা আছে।
লাঠি কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি?
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী চ্যাংড়া লীগের পুলাপাইন। তো কি হইছে???????
মানুষ বেশি সেন্টিমেন্টাল হইতাছে দেইখা নেত্রী তাগোরে নামাইছে!!!উত্তেজনা ডাইরভার্ট করতে!!!!!!!
একটা বড় ঘটনা দিয়া আরেকটা বড় অপরাধ ঢাকাতো আওয়ামী পুরানা ষ্ট্রটেজি!!!!!!!
তো আপনি কি আইজ নতুন দেখলেন? না জানলেন?
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: - উল্টাটা!
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: সোজা বাংলা বুজেন না?
এগুলো জাসি র কুকুরের দল! শ্রমিকের ছদ্দবেশে ফাকে ফাকে নেমেছে!
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮
ইকবাল পারভেজ বলেছেন: এত তারাতারি জন গনের হাতে লাঠি দেইখা মুর্ছা গেলে হইবো?? গত ৪ টা বছর আম্লীগ আর ছাত্রলীগের গুন্ডারা দেশের মানুষরে যেই অত্যাচার করছে তার শোধ দিতে হবে না?? লাঠি দেখলেই ছাত্রলীগের গুন্ডাদের এখন কাপুনি দিয়া জ্বর আসে আর খালি ফটিক ছড়ির থেরাপির কথা মনে পড়ে|
মানুষের হাতে লাঠি কেন, তা বুজতে হলে নিচের ছবিটা দেখেন:
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
হ্যারিয়ার টু বলেছেন:
শ্রমিকের ছদ্দবেশে এগুলো জাসি র কুকুরের দল!
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
বাবু বিসি বলেছেন: শ্রমিকের ছদ্দবেশে এগুলো জাসি র কুকুরের দল!
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
আরিফ আহমেদ বলেছেন: টক লট ব্যবসায়ীদের জন্য সাইট লট হাট ভিজিট করার আমন্ত্রন রইল
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
কয়েস সামী বলেছেন: era khuvdho garments sromik. lakh lakh shukria j era garments malikder barighor purie deyni.