![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
নবনির্বাচিত চার জন মেয়রকে অভিনন্দন!
এই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্ঠতা থাকবার কথা না, কিন্তু রাজনীতি ভীষন ভাবেই ছিল! ছিল, দুর্নিতি ছিল চোখে পরার মত, ছিল কথিত নাস্তিকদের হাত থেকে ধর্ম রক্ষার দোহাই, ছিল টাকার ছড়াছড়ি, সিলেটে একটি ভোট ৫০০০টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে! কোরান ছুয়ে শপথ করানো হয়েছে, রাতের আধারে কোরান হাতে টাকার ব্যাগ নিয়ে হাটতে দেখা গেছে বোর্খাধারিদের!
এছাড়াও আরো কিছু ইশু কাজ করেছে।
মেয়র নির্বাচনের সাথে সাধারন নির্বাচনের কিছুটা ভিন্নতা আছে।
এই সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে।
মানুষ রাজা পরিবরতন চায়, ধারনা যে দুর্নিতি কম হবে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গতকাল ৪ টি সিটি নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে সমস্যা হয় না।
আসন্ন ঢাকা নির্বাচনেও এই রকম ফলাফলই দেখা যাবে হয়ত।
কিন্তু সাধারন নির্বাচনে এ ব্যাপারটা থাকবে না।
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
যারা দু-চার টাকার জন্য মাথা বিক্রি করে ফেলে, কথিত ধর্ম রক্ষার নামে বেহেস্তের টিকিট কেটেছে মনে করে, এই সব অশিক্ষিত জাতিগোষ্ঠীর মধ্যে গণতন্ত্র কোনো সুফল বয়ে আনে না।
সঠিক কথা!
১৮ ই জুন, ২০১৩ রাত ১:১০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সুধু অশিক্ষিতই না শিক্ষিত নামধাধারি অনেক লোক কে দেখেছি 'চাঁদে সায়েদির ছবি দেখা গেছে' একথা বিশ্বাস করে!
যদিও ইসলামে ছবি হারাম। মোল্লাদের দেখেছি, মিলাদ বা নামাজের সময় রুমের ছবি সরিয়ে ফেলতে বলে,ক্যালেন্ডার উলটে দেয়!
২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
রোহান খান বলেছেন: "পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: অশিক্ষিত জাতিগোষ্ঠীর মধ্যে গণতন্ত্র কোনো সুফল বয়ে আনে না"
কথাটা একদম সঠিক বলেই মনে লয়...
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: কথাটা একদম সঠিক
৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বলশেভিক বলেছেন: ভাই কিছু মনে করবেন না কিন্ত আপনি চামচাকূলশিরোমনি,চামচা জগতের মুকুটহীন সম্রাট।আর চোখ বন্ধ করলে মানুষ অদৃশ্য হয় না।
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
যারা দু-চার টাকার জন্য মাথা বিক্রি করে ফেলে, কথিত ধর্ম রক্ষার নামে বেহেস্তের টিকিট কেটেছে মনে করে ... এরা আছে, এরা থাকবেই।
চামচার শিরমনি ছাগু পোষ্টগুলো সব লুকিয়ে নাম দিয়েছেন কমুনিষ্ট ..।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০১
সেমিবস বলেছেন: আপনাদের নেত্রীর আর আপনের বক্তব্য একই, শালিশ ঠিকই মানি কিন্তু তালগাছটা আমার।
এই ভরাডুবির পরেও জনগণকে বুঝান, সবাই কি আবাল নাকি??
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: এখানে তালগাছ টা কোথায়?
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
দু-চার টাকার জন্য মাথা বিক্রি করে ফেলা অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে গণতন্ত্র তেমন প্রভাব ফেলে না।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
একজ্যাক্টলি ক্যাপ্টেন!
৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
বলশেভিক বলেছেন: হাম্বালীগ জিতলে জনগনের ম্যান্ডেট ম্যান্ডেট ম্যা ম্যা।আর হারলে জনগন ছাগু।আর কত ভন্ডামি করবেন?
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: জনগন ছাগু নেহি, তু ছাগু হ্যায়!
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭
নষ্ট ছেলে বলেছেন: আহা! কি গভেষণা লব্ধ পোস্ট!! সব কিছু ফকফকা। যা কইলেন একবারে চোখের সামনে ভাসতাছে।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: দলবাজি করতে করতে মাথাই বিক্রি করে ফেলেছেন, নইলে নিজের সব পোষ্ট কেউ ড্রাফট করে?
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩
আকাশপানে বলেছেন: হাসিনার শেখানো বুলি এখনও মাথা থেকে যায়নাই, আপনি কাদের কে বুঝাতে চাচ্ছেন অশিক্ষিত জনগোষ্ঠী ?
শাক,মুমা,জাই দের মত শিক্ষিত জনগোষ্ঠী আমাদের দরকার নাই যারা চামচামিতে পান্ডিত্য দেখিয়েছেন! আমার কাছে এসব জনগোষ্ঠীর(আপনার মতে অশিক্ষিত) কদর অনেক বেশী যারা অন্তত পরিবর্তন চায় এবং তাদের জয় হবেই হবে। মানুষ আসলে অতিষ্ট হাম্বাদের অত্যাচারে।
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনি কাদের কে বুঝাতে চাচ্ছেন অশিক্ষিত জনগোষ্ঠী ?
আমার পোষ্ট ভালভাবে পড়ে দেখুন,আমার লেখায় "অশিক্ষিত জনগোষ্ঠী" বলে কোন শব্দ নেই।
আমি বলতে চেয়েছি -
সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও আলোচিত ৪ টি বিভাগে এই মনস্তত্তই কাজ করেছে।
প্রথম আলো ফাউল ১০ টি কারন দেখিয়েছে।
৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
-এভারগ্রীন নাহিদ- বলেছেন: হুম
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: শুধু হুম, কিছু কন
১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫০
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: দলবাজি করতে করতে মাথাই বিক্রি করে ফেলেছেন, নইলে নিজের সব পোষ্ট কেউ ড্রাফট করে?
প্রথম কথাটা আপনার জন্য ১০০ ভাগ সত্যি। অন্তত ব্লগের সবাই জানে।
আপনি একটা প্রমাণও দিতে পারবে না আমি দলবাজি করি। পোস্ট ড্রাফট দুই বছর আগে থাইকা। প্রায় ৭ হাজার কমেন্ট তো ড্রাফট না। দলবাজি করলে প্রমাণ বের করুন।
আপনি যে ব্লগের একটা পেইড দালাল এর জন্য কোন প্রমাণ দরকার হবে না। আপনার মত পেইড দালাল ছাড়া সবাই এক বাক্যে স্বীকার করবে।
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০১
কালবৈশাখীর ঝড় বলেছেন: দলবাজি করলে প্রমাণ বের করুন
এখন প্রমান পাই কই? সব প্রমান তো ড্রাফটেড!
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৮
নষ্ট ছেলে বলেছেন: ওহে জ্ঞানী, কইলাম কি ৭ হাজার কমেন্ট তো ড্রাফটে নাই।
গুগলে গিয়া সার্চ করুন "নষ্ট ছেলে বলেছেন site:somewhereinblog.net"
১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমার তো খাইয়া দাইয়া কাম নাই .... তোমার চরিত্রের গুনাবলি খুজতে গুগুলে গ্যতাগুতি করতাম!
১২| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:৪০
বলশেভিক বলেছেন: কালসাপ দাদাবাবুর মুখ দিয়ে মাতরিভাষা বেড়িয়ে গেল দেকচি।
১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪২
ইকবাল পারভেজ বলেছেন: -
আহ দাদা, দেশী বরফ মেখে তো আর জ্বালা জুড়াবে না, পাশের দাদাদের দেশ থেকে গংগা জল দিয়ে বানানো পিওর বরফ চেপে ধরে দেখুন জ্বালাটা যদি একটু কমে| ৪ টা বিভাগের লোক কি নির্মমভাবেই আপনাদেরকে বলাৎকার করলো, মানুষগুলো এত্ত খারাপ কেনু
১৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
রাজাধিরাজ বলেছেন: আপামর পাবলিকের গন ঠাপ খেয়ে...... আহ! আহ! বাল(BAL) এর দালারেরা উল্টা-পাল্টা প্রলাপ বকিছে...
১৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮
একাকী বাংলাদেশি বলেছেন:
কিন্তু সাধারন নির্বাচনে এ ব্যাপারটা থাকবে না।
১০০০% সহমত। কোনই সন্দেহ নাই। ব্লগার ভাই-বোনেরা আপনাগো কারো কুনো সন্দেহ আছে?
১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮
কালবৈশাখীর ঝড় বলেছেন: বিম্পি এমন কি সোয়াবের কাজ করছে, যে যা দেইখা মাইসে ভুট দিব।
বিম্পির একটা গুনাবলির নাম বলতে পারবেন, যা দেইখা মানুষে ভোট দিতে চাইবে?
১৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০১
আথাকরা বলেছেন: যাই বলেন আর যেভাবে বুঝান শেষ রক্ষা হবেনা !! কারণ ঐতিহাসিক !! বাংলাদেশে এক সরকার দুইবার ক্ষমতায় আসেনা !!!!
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সময় কখনোই ইতিহাস মেনে চলে না।
১৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৬
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন:
আমার তো খাইয়া দাইয়া কাম নাই .... তোমার চরিত্রের গুনাবলি খুজতে গুগুলে গ্যতাগুতি করতাম!
গুতাগুতি তো করছেন। কিছু না পাইয়া ত্যানা পেছাইতাছেন
আপনার মত দেড় পয়সার ব্লগারের আবার এত কি কাম? কামই যদি থাকত তাইলে এমনে নির্লজের মত দালালী করতেন না।
আমি আপনার কোন কালের কি যে তুমি তুমি করতাছেন। অবশ্য আপনার কাছে ভদ্রতা আশা করা এক ধরনের বোকামিই।
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমি অত্যন্ত দুঃখিত, আপনাকে অকারনে তুমি বলে সম্বধন করা ঠিক হয়নি।
"তুমি" সব্দটি প্রত্যাহার করে নিলাম।
আমি সাধারনত ব্যক্তিআক্রমন বা গালাগালি করিনা। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আই ম রিয়েলি সরি।
১৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২২
নানাভাই বলেছেন: এই সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে।
মানুষ রাজা পরিবরতন চায়, ধারনা যে দুর্নিতি কম হবে!
আফনের এই কতাটা মানতে পারলাম না।
আসলে মানুষ আওয়ামী দের প্রতি তিক্ত, বিরক্ত, এবং আওয়ামীদের দ্বারা নাজেহাল হয়েই বাঁ্চার জইন্য অস্হির হয়ে গিয়েছিল......তাই ব্যালট দিয়া গুতা দিছে।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: নানা, মানুষ কিছুটা আওয়ামী দের প্রতি তিক্ত বিরক্ত আছে হয়তো -
তবে মুল কারন
মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে।
আর মানুষ ব্যালট দিয়া গুতা দেয়ার অধিকার পাইছে, এটাও একটা পজেটিভ দিক।
১৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৬
ঈশান মাহমুদ বলেছেন: অত্যন্ত গো-চনা...থুক্কু গবেষণা লব্ধ জ্ঞানী পোস্ট! পোস্টটা ঝুলিয়ে রাখা হলো না ক্যানো বুজতেছি না ! পোস্টটির গরু-ত্ব বুজতে ব্যর্থ হওয়ার জন্য সামুকে কঠিন নিন্দা।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০
কালবৈশাখীর ঝড় বলেছেন: ..?
২০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৯
নাওেয়দ বলেছেন: ঈশান মাহমুদ বলেছেন: অত্যন্ত গো-চনা...থুক্কু গবেষণা লব্ধ জ্ঞানী পোস্ট! পোস্টটা ঝুলিয়ে রাখা হলো না ক্যানো বুজতেছি না ! পোস্টটির গরু-ত্ব বুজতে ব্যর্থ হওয়ার জন্য সামুকে কঠিন নিন্দা।
২১| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:২৮
আহসান ০০১ বলেছেন: World suffers a lot not because of the violence of bad people, but because of the silence of good people
২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
কালবৈশাখীর ঝড় বলেছেন: yes, true.
২২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:২৯
আহসান ০০১ বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: -
আহ দাদা, দেশী বরফ মেখে তো আর জ্বালা জুড়াবে না, পাশের দাদাদের দেশ থেকে গংগা জল দিয়ে বানানো পিওর বরফ চেপে ধরে দেখুন জ্বালাটা যদি একটু কমে| ৪ টা বিভাগের লোক কি নির্মমভাবেই আপনাদেরকে বলাৎকার করলো, মানুষগুলো এত্ত খারাপ কেনু
২১ শে জুন, ২০১৩ রাত ১২:১০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কপি-পেষ্ট কমেন্ট আর কত?
২৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২৮
হ্যারিয়ার টু বলেছেন:
সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
মুল কারন এটাই।
ঢাকা সিটিতেও একই রকম ঘটবে।
২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: হ্যা, আমি সেটাই বলতে চেয়েছি।
আপনাকে ধন্যবাদ।
২৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: অশিক্ষিত জাতিগোষ্ঠীর মধ্যে গণতন্ত্র কোনো সুফল বয়ে আনে না"
সুফল বয়ে আনে শুধু "বাকশাল"
এক নেতার একদেশ গণতন্ত্রের হায়াত শেষ ।
২৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৫
বৈরাম খাঁ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আহা! কি গভেষণা লব্ধ পোস্ট!! সব কিছু ফকফকা। যা কইলেন একবারে চোখের সামনে ভাসতাছে।
এই গভেষণা লব্ধ পোস্ট রিপোষ্ট করে জাতিকে ধন্য করেছেন!!!!জাতি আপনার কাছে চির কৃতঙ্ঘ
২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
কালবৈশাখীর ঝড় বলেছেন: কপি-পেষ্ট কমেন্ট আর কত?
২৬| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫
ইসটুপিড বলেছেন: আরেকটা অসম্ভব গুরুত্বপূর্ণ বাল্পোস্ট! মেজর দুইটা পার্টিই হারে বারবার আপনের মত কিছু দলকানার কারণে জনবিচ্ছিন্ন হইয়া। সেইটা পারলে লেইখা দেন হেডিং-এ। এর বাইরে আছে আপনের পার্টির বারতপীরিতি আর বিএনপির জামাতপীরিতি। মাইনযে কি চায় সেইটা বুঝতে পারেন, কারণ আপনেরা কয়েকজন দলকানায় হাইকমান্ডরে বুঝান দেশের মানুষ মনের সুখে জয় বাংলা নাইলে প্রথম বাংলাদেশ গান গাইতাছে।
তয় গত দেড় বছরে আপনের প্রতি আমার খানিকটা সিমপ্যাথি জাগছে। একটা সুপরামর্শ দেই, শুনেন, কাজে দিব। ডেরাইভারি আপনের কাম, ঐটার চেয়ে ভাল কিছু আপনের পারার কথা না, আপনার পোস্ট আর রিপোস্টের বাল ফালানি দেখলেই বুঝা যায়। মন দিয়া ডেরাইভারি করেন ঐটাতেই বাংলাদেশ জাতির উন্নয়ন হইব। পিস।
২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ড্রাইভারি পেশাকে এত খারাপ ভাবা কেন, এরা কি মানুষ না?
আমি নিজের গাড়ী নিজেই চালাই, রাস্তার অন্য ড্রাইভার কে সম্মান করি।
মাত্র ইন্টার পাস দিসছ, এহনি এত দেমাগ! গালাগালি করাও শিখছচ ..
২৭| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮
ইসটুপিড বলেছেন: আমার দেমাগ থাকাটাই স্বাভাবিক, আমি তো আর আহাম্মক দলকানা না, আবার ভোদাই জনতাও না যে দুই পার্টির কাউরে বুট দেই আর ২৬ নাম্বার কমেন্টে কুন জায়গায় আপনেরে গালি দিছি, দেখান তো? আর লাস্টে তুই কইরা এড্রেস করলেন কেন?
ড্রাইভারগরে খারাপ চোখে দেখি? হাসাইলেন!! আপনের লেখাটা আজকে আমার অফিসের ড্রাইভাররে পড়াইলাম, দেইক্ষ্যা সেও কিছুক্ষণ হাসল
আপনের ভাল চাইছিলাম বইলাই সুপরামর্শ দিছিলাম। বারবার রিপোস্ট মারানির লিগাই তো মডু আপনেরে ডায়াপার পরায়া দিছিল নাকি ভুইলা গেছেন?
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমি কখনোই ব্যান হই নাই, মডুও ব্যান করেনাই।
আমার ব্লগটি কারিগরি কারনে বিকল হইছিল, কারন স্টাটাসের কাঁটা সেফই ছিল অলটাইম।
২৮| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০
ইসটুপিড বলেছেন: ওহ, একটা গালি দিয়া যাওয়া উচিত ছিল তুইতোকারির জন্য। যাউকগা পেন্ডিং রাখলাম, পরে পেঙ্গি ফাটায়া হাতে ধরায়া দিমুনে।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: ইসটুপিড stupid ... স্টুপিড!
নামেই যার পরিচয়!
২৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০
ইসটুপিড বলেছেন: আরেকটা বেহুদা ফাউল রিপ্লাই। যতই আপনেরে সম্মান করতে চাই, ততই আপনের ঝাঝড়া হওয়া োগাটা উদাম কইরা তুইল্ল্যা ধরেন মারা খাওনের লিগা। আমার কি দুষ!!
তবুও আপনেরে গালি দেওনের ইচ্ছা আপাতত নাই
৩০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০১
আরজু পনি বলেছেন:
প্রধান দুই রাজনৈতিক দলেরই আসলে লক্ষ্য শেষ পর্যন্ত এক। বিরোধী দলে থাকাবস্থায় নিজেদের দাবী আদায়ে দেশের অবস্থার ১২টা বাজিয়ে হরতাল ডাকে, ভাংচুর করে...
আর সরকারে থাকাবস্থায় তাদের যত দোষ তা বিরোধী দলে থাকাদের জন্যে আশীর্বাদ হয়ে যায়। এটাই দেখা যায় প্রায় বারের নির্বাচনেই।
কি আর বলবো !
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনি ঠিকই বলেছেন, প্রধান দুই রাজনৈতিক দলেরই আসলে লক্ষ্য শেষ পর্যন্ত একই। চরিত্রও এক।
তবে এই পর্বে দুই দলের একটি সুধু তফাত, একদল খুনি-রাজাকারদের বিচার করতে প্রতিজ্ঞাবদ্ধ, ২য় দলটি বিচার চায় না। কারন তাদের সাথে জোটবদ্ধ।
শুধুমাত্র এই একটি কারনেই প্রথম দলটির সাথে আছি।
৩১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতি বুঝি না, বুঝতে চাই ও না, তবে দেশের মানুষের কল্যানকর কিছু হোক সেটা চাই।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমিও রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না।
রাজনীতিকদের কাছে চাওয়া খুব সামান্যই-
শোষনমুক্ত গণতান্ত্রিক মুক্ত সমাজ ব্যাবস্থা, মুক্ত গনমাধ্যম,
আর জাতির একটি পেন্ডিং কাজ শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করা।
৩২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত ৪ টি বিভাগে ও আজ গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে উল্টাটাই দেখতেন।
ঢাকায়ও এই রকম ফলাফলই দেখা যাবে।
৩৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
উৎস১৯৮৯ বলেছেন: হাসান কালবৈশাখী ভাই এই আশাতেই বসে থাকেন আর মনকে সান্তনা দেন যে এত কিছুর পরেও মূল নির্বাচনে মানুষ আপনাদের ভোট দেবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: অশিক্ষিত জাতিগোষ্ঠীর মধ্যে গণতন্ত্র কোনো সুফল বয়ে আনে না।