![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্যবেক্ষণ ১ঃ- পত্রপত্রিকা খুললেই বোঝা যায় যে দেশে অস্বাভাবিকহারে বেড়ে যাচ্ছে শিশু নির্যাতনের হার যার মধ্যে যৌন হয়রানী,ধর্ষণ,কটুক্তি ইত্যাদি অন্তর্ভূক্ত। প্রায় প্রতিদিনই শিক্ষক কতৃক শিশুছাত্রী কিংবা প্রতিবেশী/আত্মীয় কতৃক শিশুবালিকাদের নির্যাতিতা হবার খবর পাওয়া যাচ্ছে
পর্যবেক্ষণ ২- ভারতীয় সিনেমায় নায়িকাদের যে অশ্লীল পোষাক রয়েছে এখনো তা পরে মেয়েরা রাস্তায় বের হবার মতো নোংরা হয়নি বাংলাদেশ। তাই চতুর ব্যবসায়ীরা সেসব অশ্লীল পোষাক শিশুদের সাইজ করে আমদানী বা উৎপাদন করছে হিন্দী সিনেমা কিংবা নায়িকাদের নামে। আর আহ্লাদী অভিভাবকেরাও তাঁদের আদরের শিশুকন্যাকে দোকান থেকে সেসব পোষাক কিনে পরিয়ে দিচ্ছেন,নায়িকাদের মতো যেন দেখতে লাগে। আমি না বললেও আপনারা নিজেরা হয়তো ৩-১৪ বছর বয়ষ্কা বাচ্চা মেয়েদের পোষাক খেয়াল করলে বুঝতে পারবেন যে তা হিন্দী সিনেমার নায়িকাদেরকে অনুসরণ করে বানানো।
মন্তব্যঃ- নিষ্প্রয়োজন
মতামতঃ- অশ্লীলতা যৌন হয়রানীর উদ্দীপক। এ ধরণের হয়রানীর প্রতিকার সম্ভব নয়,একে প্রতিরোধ করার চেষ্টা অন্তত করুন। কোনভাবেই এমন কিছু করবেন যা একে সামান্যভাবেও প্ররোচিত করে।
২| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:১৬
জঙ্গীবিমান বলেছেন: ধন্যবাদ অর্জুন সাহেব
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ রাত ১১:০১
*অর্জুন* বলেছেন: ভালো বলেছেন। আপনার জন্যে শুভ কামনা রইলো।,