![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র সেদিনের কথা দুই বাসের প্রতিযোগিতায় ফুটপাতে উঠে যাওয়া বাসের তলায় পিষ্ট হয়ে মারা যায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে রাজপথে নেমে আসে। হাজার হাজার শিশু-কিশোর শিক্ষার্থীর দখলে চলে যায় ঢাকার রাজপথ। সপ্তাহ ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। ব্যাতিক্রম ধর্মী এই আন্দোলন নজর কারে বিশ্বের সংবাদ মাধ্যম গুলোতে। এ আন্দোলন জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এই দেশে মন্ত্রীর লাইসেন্স নেই, রেবের লাইসেন্স নেই, বিচারপতির লাইসেন্স নেই! এটা নিয়ে কম জল ঘোলা হয়নি। ক'দিন অতিবাহিত হয়েছে দেশ জুড়ে ইতিহাসের সব চেয়ে নতুন এবং অন্যতম এই আন্দোলনটির? আন্দোলন কারীদের শরীর থেকে রক্তের দাগও শুকায়নি। কেউ চিকিৎসাধীন এখনও কেউ জামিনে ছাড়া পেয়েছে ঈদ উপলক্ষ্যে। হায়েনাদের থাবায় ওরা ক্ষত বিক্ষত হয়েছে। হায়েনারা সাবাসী পেয়েছে আন্দোলনকারীরা সরকারের কোপানলে আছে।
জাতি ভেবেছিল সড়কে এই মৃত্যুর মিছিল হয়তো এবার থামবে। কিন্তু হায়! কি দেখছি আমরা! শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন শুরু হওয়ার একমাস পেরিয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে, সড়কের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কিছুই বদলায়নি। গত কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমে এই বাস্তবতার চিত্রই উঠে আসছে। আজকের খবরের শিরোনাম হলো, 'ঈদযাত্রায় মৃত্যুর মিছিল' 'মধ্যরাতে দুর্ঘটনায় ঝরে গেল ছয়টি প্রাণ'। ঈদের ছুটির ১৩ দিনেই ২৭৮ নিহত হলো। অদক্ষ-অবৈধ গাড়ী চালকেরা আরো বেপরোয়া হয়েছে বুঝা যায়। নাটোরে বাসের ধাক্কায় ১৫জন লেগুনা যাত্রী নিহত হওয়ার পর জানা গেল চ্যালেঞ্জার পরিবহনের সেই বাসটি ২৬ বছর ধরে রুট পারমিট ছাড়াই মহাসড়কে চলছিল। তাহলে কি হলো? কিশোর আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে পারিনি। বৃথাই গেল সেই আন্দোলন, অযথাই রক্ত ঝড়লো কিশোর কিশোরীদের!
আমাদের সড়কমন্ত্রী সারা দিন কা-কা করে দেশময় চষে বেড়াচ্ছেন ইভিএম মেশিনের গুনাগুন বর্ণনা করছেন আর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ইলেকশন কমিশনকে নৌকার মাঝি বানিয়েছেন। বহাল তবিয়তে আছেন আমাদের আইকন নৌমন্ত্রী উনি নির্ভেজাল হাসছেন বোকা জণগনের কায়কারবার দেখে। পরিবহণ খাতে লাগাতার এমন দুর্ঘটনা সীমাহীন দূর্ণীতিরই ফলাফল মাত্র। এসব অযোগ্য গার্বেজ গুলোকে কি সরানো যায়না? এদের দিয়েই কেন এমন জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলো চালাতে হবে?
প্রথম আলোর সংবাদ- "গত শনিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ২০ জন। এ দুর্ঘটনার ‘রাজনৈতিক দায়’ নিয়ে বুলগেরিয়ার পরিবহন, আঞ্চলিক উন্নয়ন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ শুক্রবার বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী। আজ বয়কো বরিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রীকে রাজনীতিবিদ হিসেবে দায় নিতে হবে।
পরিবহনমন্ত্রী ইবাইলো দুর্ঘটনার নৈতিক দায় গ্রহণ করেছেন। আজ নানকভ ও ভ্যালেনটিন রেদেভকে সঙ্গে নিয়ে সোফিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনার সমস্ত রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা সরে যাচ্ছি। আমাদের অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।’-"
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
অক্পটে বলেছেন: যারা সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তারা চাইলে সড়কের ৮৫ ভাগ নিয়ন্ত্রণ হবে, বাকিটা জনগণ এমনিতেই সিধা হয়ে যাবে।
ধন্যবাদ ঠাকুর মাহমুদ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
মাহমুদুর রহমান বলেছেন: ওদের সাথে আমাদের তুলনা হয় না।ওদের চিন্তা ধারা আমাদের থেকে লক্ষগুনে ডেভেলপড।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
অক্পটে বলেছেন: সত্যিই তাই। আসলে বাংলাদেশে এযাবৎকাল পর্যন্ত আমরা একজন সঠিক শাসক পাইনি। একজন দেশ প্রেমিকের হাতের ছোাঁয়ায়ই শুধু পূর্ণতা পেতে পারে আমাদের স্বপ্নগুলো।
ধন্যবাদ মাহমুদ ভাই।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০
সনেট কবি বলেছেন: নিরাপদ সড়ক চাই ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
অক্পটে বলেছেন: আমাদের বোধ বুদ্ধি কার্যকর হলেই আমরা নিরাপদ সডক পাবো। জনগণকে সামলানোর সৎ এবং মহৎ দায়িত্বটা হলো প্রশাসনের হাতে।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: নিরাপদ সড়ক চাই। এটা প্রতিটি মানুষের দাবী।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
অক্পটে বলেছেন: এটা আমাদের প্রাণের দাবী। তবে আমরাও আইন মানিনা। প্রশাসন সৎ এবং কার্যকর হলে জনগণ তা মানতে বাধ্য হবে।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
সড়কের মন্ত্রনালয়, শ্রমিকদের অদক্ষতা, মালকদের ডাকতী, মাফিয়াদের দৌরাত্য, ইহাকে নৈরাজ্যের স্বর্গে পরিণত করেছে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০
অক্পটে বলেছেন: সঠিক।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: নিরাপদ সড় ক এখন সবার দাবী।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
অক্পটে বলেছেন: হা তবে এটা নীতি নির্ধারকদের দাবী হলে এর বাস্তবায়নে সুবিধা হবে।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সড়ক দুর্ঘটনায় কত উচ্চপদস্থ কর্মকর্তার ও আত্মীয়-স্বজন মারা যায়! তাদেরও রয়েছে কষ্ট বেদনা। কিন্তু কিছু রাঘববোয়ালদের জন্য তারাও কিছু করতে পারছেন না
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০
অক্পটে বলেছেন: সরকার প্রশাসন এই ব্যপারে কঠোর এবং সৎ হলে এর বাস্তবায়ন খুবই সহজ হওয়ার কথা। এই বিষয়টায় দলমতের দরকার নেই এরসাথে সবারই স্বার্থ এবং নিরাপত্তা জড়িত।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: মৃত্যু কারো কাম্য নয় তবে বাংলাদেশে মানুষ এখন দোয়া করে দুই চার টা এমপি মন্ত্রীর ছেলে মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা পড়ুক !!! তাতে যদি কোনো কাজ হয় !!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
অক্পটে বলেছেন: মনে খুব জেদ চাপলে আমারও এমন মনে হয়।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০১
অভিশপ্ত জাহাজী বলেছেন: আসলে কোথাও কোনো জবাবদিহিতার বালাই নেই। লোকে যে বলে মগের মুল্লুকের দেশ , সেটাই সত্যি।
আর এত সহজে থামবে বলে মনে হয়না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
অক্পটে বলেছেন: আপনার মন্তব্যটা অসম্ভব রকমের সত্য। ভয়টা এখানে কবে থামবে, কবে দূর হবে এই অনিয়ম। শুধুই অপেক্ষা...
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
অভিশপ্ত জাহাজী বলেছেন: একটা রেভুলেশন দরকার। যেখানে কোনো গোলামী থাকবে না। কোনো নেতা থাকবে না শোষণ করার জন্য।কেউ কারো চাকর থাকবে না। পিষে মরবে না আর কেও কোথাও।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
অক্পটে বলেছেন: সত্যিই একটা আমুল পরিবর্তন দরকার। হয়তো বা হবে কিন্তু তখন আমি/আমরা হয়েতো থাকবনা। তবে এই পঁচে যাওয়া শাসকদের দিয়ে হবেনা। ওরা দূর্ণীতির বাইরে কিছুই ভাবতে পারে। গণতন্ত্রের শক্ত ভীতের উপর নাকি আমাদের দেশ দাঁড়িয়ে আছে। আবার বলে এখন নাকি যে কোন সময়ের চেয়ে গণতন্ত্র সুসংহত আছে! উফ!
একজন নেতার অপেক্ষায় আছি যার ছোঁয়ায় স্বপ্ন পূরণের ব্যপারগুলো থাকবে। আসলে আশাবাদী হতে খুব ইচ্ছে করে।
সুন্দর মন্তব্য।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
অভিশপ্ত জাহাজী বলেছেন: সহমত পোষন করার জন্য ধন্যবাদ। ধনুষ্টঙ্কারে আক্রান্ত বাংলাদেশে জানাই স্বাগতম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
অক্পটে বলেছেন: ওষুধ পথ্য সবই আছে প্রয়োগের ডাক্তারটি নেই।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
অভিশপ্ত জাহাজী বলেছেন: একদিন ডাক্তারের উদয় হবে। সেদিন বিশ্ববাসী তাকিয়ে থাকবে অবাক বিস্ময়ে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
অক্পটে বলেছেন: সঠিক পথ্য নিয়ে যেদিন ডাক্তার উদয় হবেন সেদিন বাংলাদেশের উন্নয়ণ হবে বিশ্বের জন্য অনুকরণীয়। চোখ বন্ধ করে ভাবলে আমি এমনই দেখতে পাই। চোখ বন্ধ করে দেখলে কখনো কখনো খোলা চোখের চেয়ে ভালো দেখা যায়।
চাঁদগাজীর পোস্টে আপনার মন্তব্য খুব যুক্তিযুক্ত হয়েছে।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
অভিশপ্ত জাহাজী বলেছেন: স্বপ্ন দেখা তো বন্ধ করা যাবেনা ভাই। স্বপ্নের জন্যই আমরা সাহস করে বাঁচতে পারি। হবে একদিন, সত্যি সত্যিই হবে।
চাঁদগাজীর পোষ্টে মন্তব্য পড়ার জন্য ধন্যবাদ। দাদার সাথে তার আগের পোষ্টে বাগবিতণ্ডা হলেও সেটা আমি কন্টিনিউ করিনি।
ভালোবাসা রইল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
অক্পটে বলেছেন: হা স্বপ্ন দেখব বলেই দু'হাত পেতেছি।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
অভিশপ্ত জাহাজী বলেছেন:
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০০
নজসু বলেছেন: সড়ক যেন এখন এক মৃত্যুফাঁদ।
সরকার, চালক এবং জনগণ (পথচারী,যাত্রী) সকলের সজাগ হওয়া দরকার।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
অক্পটে বলেছেন: সঠিক বলেছেন। তবে সরকার জনগুরুত্বপূর্ণ সেবা গুলোর উপর জিরো টলারেন্স হলে জনগণ বাধ্য হবে তা মানতে। এই জন্য সততা দরকার।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
আবু মুহাম্মদ বলেছেন: একটা রেভুলেশন দরকার।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
অক্পটে বলেছেন: আমরা আমাদের সভ্যাত খুইয়ে বসে আছি, তাই রেভলেশন অনেক দূর।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
নজসু বলেছেন:
কেমন আছেন ভাই?
আশা করি কুশলে আছেন।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
অক্পটে বলেছেন: আপনার কবিতার চরণ দু'টি আমারও প্রাণের কথা!
আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার বাংলা মায়ের বিক্ষত দেহটা প্রদাহ মুক্ত হোক মনে এই আশা নিয়েই বসে আছি।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।
নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?
হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
ইসিয়াক বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
অক্পটে বলেছেন: আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনাগত ভবিষ্যত কন্টকমুক্ত হোক।
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮
কালীদাস বলেছেন: আজ থেকে ৬/৭ বছর আগে সামহ্যোয়ারইনব্লগ যখন জমজমাট ছিল, লোকজন পড়ে বুঝে পোস্ট/কমেন্ট করত; তখন প্রায়ই পোস্ট আসত রাস্তায় অতিরিক্ত প্রাইভেট কারের তুলাধুনা করে। আমিও যোগ দিতাম মিন মিন করে এবং ফিনিশিংএ বলতাম পাবলিক ট্রান্সপোর্ট পরিবারবান্ধব না হলে যতই গালি দেন না কেন, সামর্থ্য হওয়া মাত্র সবাই প্রাইভেট ভেহিকেল কিনবেই। লাকিলি গালি তেমন খাইনি।
এখন জাস্ট সেটারই এক্সট্রিম স্টেজের দিকে কনভার্জ করছে দেশে। একজন মন্ত্রী যখন সরাসরি পরিবহন মাফিয়ার নেতৃত্বে থাকেন, তখন কিই বা করার থাকে। একটা দেশের রাজধানীতে পাবলিক ট্রান্সপোর্ট এতটা বেহাল হতে পারে, কেবল বাংলাদেশেই সম্ভব। পরিবহন সমিতির নেতারা সরাসরিই স্বীকার করে পরিবহন শ্রমিকদের ৩৫% এডিক্ট। কি সাংঘাতিক। এরপরও ঢেলে সাজানোর কোন চিন্হ নেই কোথাও
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
অক্পটে বলেছেন: কোথাও কেউ নেই। অবিবেচক আর মাফিয়ারা যদি দেশ চালায় তখন তাদের মানসিকাত জুড়ে থাকে শুধুই লুটপাটের ভাবনা। অধিকার বঞ্চিতরা শুধুই ফুটপাথে মারা যাবে এটাই যেন নিয়তি।
আপনার মন্তব্যটা আমার কাছে বেশ মূল্যবান মনে হয়েছে। অবশ্য আপনার সকল মন্তব্যই বেশ বুদ্ধিদীপ্ত।
আপনার জন্য শুভকামনা অনেক।
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজনীতি যখন পরিবার কেন্দ্রিক হয়ে যায়, তখন আমাদের কথা ক'জন ভাবে!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
অক্পটে বলেছেন: আপনি সঠিক বলেছেন। এই জাতির জন্য একজন ভালো কর্ণধার প্রয়োজন।
২৩| ১২ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: কালীদাস বলেছেন: ... একজন মন্ত্রী যখন সরাসরি পরিবহন মাফিয়ার নেতৃত্বে থাকেন, তখন কিই বা করার থাকে --- এর পরে আর কথা নেই!
অভিশপ্ত জাহাজী বলেছেন: একদিন ডাক্তারের উদয় হবে। সেদিন বিশ্ববাসী তাকিয়ে থাকবে অবাক বিস্ময়ে - তাই যেন হয়!
২৪| ১২ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: এবারের অবস্থাটা আরও বেশি ভয়াবহ! এবারের সংক্ষিপ্ত ঈদের ছুটিতেও আগের যে কোন সময়ের চেয়ে বেশি দুর্ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে। গতকাল ইদের রাতে ডিউটি শেষে মটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় ইউনাইটেড হাসপাতালের দুইজন নার্স মারাত্মক গতিতে ধাবমান একটি কারের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। একজন রাতেই মারা গেছেন, অপরজন সংকটাপন্ন অবস্থায় আছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: নিরাপদ সড়ক চাই ।