![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
পুরো বাঙ্গালী জাতির হৃদয়কে রক্তে রাঙিয়ে তিনি চলে গেলেন। কত স্মৃতি যে ভীড় করে আসছে মনে। সেই ছোট্ট বেলায় "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী" গান শেখা অনেকের মধ্যে ভাল গাইতে পারার সে চেষ্টা। শেষে ২১ তারিখ আসা পর্যন্ত সে কি উত্তেজনা খালি পায়ে শহীদ মিনারে যাবার দলের ভেতরে সমবেত কন্ঠে এই গান গাওয়া। অনেক অনেক স্মৃতি!
এই গানের স্রষ্ঠা চলে গেলেন। উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১
অক্পটে বলেছেন: সত্যিই তাই। উনি এমনিতে দারুণ একজন গুনি মানুষ ছিলেন। তার অন্য সব পরিচয় বাংলাদেশের ৯৫% মানুষ জানেনা। কিন্তা তার রচিত একিটিমাত্র গান আমার ভাইয়ের রক্তে রাঙানো.... দলমত নির্বিশেষে আমাদের সকলের মনকে চোখকে আদ্রতায় ভরে ফেলে।
পৃথিবীর বুকে বাংলাদেশ আরো যতকাল থাকবে এই গানটিও থাকবে ততকাল আপন মহিমায়।
খুব ভালো লাগল আপনার মন্তব্যে আমি ধরেই নিয়েছিলাম যে এ লেখায় আর মন্তব্য আসবেনা। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি সুলিখিত, কালজয়ী গান রচনাই তাকে বাংলার ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় করে রাখবে - আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি?