![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসদে মাদক ব্যবসায়ী,
ব্যাংকে, রেলে, হাসপাতালে
শিক্ষামন্ত্রণালয়ে
থানায় আদালতে
পোষ্ট অফিসে
ভূমি মন্ত্রণালয়ে
পাসপোর্ট অফিসে
নির্বাচন কমিশনে
এয়ারপোর্টে
তিতাস গ্যাসে
পল্লী বিদ্যুতে
ওয়াসাতে এবং
আরো যত মন্ত্রণালয় আছে সব খানে ১০০% নিশ্চয়তায় অবাধে নিশ্চিন্তে এবং নির্ভরতায় ঘুস লেনদেন চলে। এনআইডিতে অথবা পাসপোর্টে নাম বাবার নাম ভুল উঠিয়েছে ওদেরই টাইপিং এরোর এর কারণে, সেইটা ঠিক করতে যে কি পরিমাণ ঝামেলা আর হাজার হাজার টাকার লেনদেন সেটা একমাত্র ভুক্তভোগিরাই জানে। এত অসহায় বোধ লাগে!! যারা এই ঝামেলায় পড়েনি তারা আসলে কিছুই বুঝবেনা। ওরা ওৎ পেতে আছে মানুষের পকেট খালি করার জন্য। পকেটে টাকা থাক বা না থাক, ওদেরকে আপনার টাকা দিতেই হবে। এবার আপনি চুরি করে টাকা আনবেন নাকি সুদে আনাবেন নো মেটার। ৩০ বছর ধরে গ্যাসের সমস্ত জমা বিল আমাদের কাছে আছে তারপরও আমাদের লাইন কেটে দিয়ে গেছে। নরসিংদির মেইন অফিসে গিয়ে দেখি আমাদের ৪৩হাজার টাকা বিল বাকি! অথচ আমরা যে বিল পরিশোধ করেছি সেই বিলের আরেক পার্ট আমাদের কাছে!! আমাদের বিল জমা হয় নাই ৪৩ মাস ধরে। আমাদের গ্যাস লাইন অন্যজনের নামে বরাদ্দ হয়ে আছে। এটা কি আমাদের দোষ? সেটা ঠিক করতে দশদিন ঘুরে দেখলাম এখন পর্যন্ত আমার কাজের একরত্তিও এগোয়নি। বুঝাতে আর বাকি রইলনা ঘুষ ছাড়া আর এক ইঞ্চিও এগোবেনা। এই অফিসের সবচেয়ে বড় চোরটার দেখা পেলাম ৭দিন ঘোরাঘুরির পর। তার কথা শুনে বুঝাগেল আমরা দেশের এই বেকুব জনতা যে কি পরিমান বেকায়দায় আছি।ওনার দৃষ্টিতে আমি খুব অধৈর্য্য মানুষ। ধৈর্য্য ধৈর্য্য আর ধৈর্য্য। নিজের জেদকে মাটি করার মন্ত্র জানা না থাকলে আপনি ওখানে গিয়ে আটকে যাবেন। থানা পুলিশ হয়ে যেতে পারে। দোষ অবশ্য আমারই ঘুষ ছাড়া কাজ করানোর যে অপচেষ্টা সেটাইতো আমি ট্রাই করেছিলাম। একটা অফিসের সীমাহীন হয়রানি ঘুস নীতির অলংঘনীয় বাধ্যবাধকতায় এত অসহায় বোধকরি যে ঘেন্না ধরে গেছে এই জীবনে।
সরকার এদের ৪গুন বেতন ভাতা বাড়িয়েছে। এদের লালন পালন করছে। সরকারী এত সুযোগ সুবিধা পাবার পরও ফকিন্নির পোলাগো গু এর দিকেই নজর। বাংলাদেশে এমন কোন সরকার পয়দা হয়নাই যে ওদের লাগাম টেনে ধরে। আমরা কি এমন ভাবেই ঘুসখোরদের জিম্মাতেই থাকব? ওদেরকে কুত্তার ইনজেকশান দিয়ে মেরে ফেলার কি কেউ নেই? নাকি সবাই আমারই মতো অসহায়! এই দেশটার সমস্ত গা জুড়ে থকথকে ঘাঁ। কোন চিকিৎসা নেই। কোন ভরসা নেই।
২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৪
অক্পটে বলেছেন: শিয়ালকে মুরগী পালনের দায়িত্ব দেয়া হয়েছে। তাই কোন ভরসা নেই।
২| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিকিৎসা প্রয়োজন।
দেশ আরও ভাল হতো, উন্নত হতো যদি স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকতো।
২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৭
অক্পটে বলেছেন: দুর্নীতি ও স্বজনপ্রীতি সকল লিমিট পার করেছে। জনগণ আমরা বোকা হয়ে বসে আছি।
৩| ২৭ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন: এই দেশটার সমস্ত গা জুড়ে থকথকে ঘাঁ। কোন চিকিৎসা নেই।
২৭ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬
অক্পটে বলেছেন: এই দেশটা তো আমাদের মা। মায়ের গা জুড়ে থকথকে ঘাঁ। আমরা সন্তানেরা নির্বিকার।
আমরা পাপ পূণ্য বুঝিনা নাকি বিবেচনায় আনিনা। আমরা এতটা অসৎ হই কি করে বুঝিনা।
ধন্যবাদ আমার অ-প্রতুল, অ-গোছালো ব্লগবাড়িতে ঘুড়ে যাবার জন্য।
আপনার লেখা ভালো লাগে, চিন্তা চেতনায় খুব সমৃদ্ধ, ভাবনার খোড়াক থাকে লেখায়।
৪| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩১
অপ্সরা বলেছেন: ভাইয়ু প্রথম পাতার এক্সেস কি এখনও পাওনি?
২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১০
অক্পটে বলেছেন: না বোধহয়। আমার লেখাই তো কম। তাছাড়া সম্ভবত কোয়ালিটির সমস্যা থাকতে পারে।
আপনি এলেন আমার ব্লগে ধন্য হলাম।
৫| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: ভাইয়া আরও বেশি বেশি লেখো।
সেই এক মাস আগে লিখলে একটা।
আজও আর কোনো লেখা নাই।
এমন করলে কেমনে হবে?
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮
অপ্সরা বলেছেন: আমি ৫ দিয়েছি তো!!!!!!!!
ওয়েটিং ফর ইউ!!!!!!!!!!!!!
তোমার কথা শুনেইতো কষ্ট করে সেই রাতেই লিখলাম!
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৩
অক্পটে বলেছেন: ৭ এর জন্য বসে আছি।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৮
অপ্সরা বলেছেন: ৭ আজ বা কাল দিয়ে দেবো। পারলে আজকেই।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৪
অপ্সরা বলেছেন: ভাইয়া!!
তোমার জন্য তড়িঘড়ি করে ৭ দিয়ে দিলাম।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৮
সোনালি কাবিন বলেছেন: এ এক দমবন্ধ অবস্থা যেন
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮
অক্পটে বলেছেন: এই দম বন্ধকরা অবস্থা থেকে আমাদের মুক্তির প্রয়োজন তাইনা? অথচ আমাদের মধ্যে কারো কোন বিকার নেই আস্থার জায়গা নেই। এটা তো আমাদের নিয়তি হতে পারেনা।
১০| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮
সাহাদাত উদরাজী বলেছেন: সুশাসন এই অন্য জরুরী।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আর নতুন পোস্ট দিবেন না?
১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫
অক্পটে বলেছেন: আরে বিজন দা যে, কেমন আছেন। হা দেব, কি কারনে জানিনা আমাকে বেন করা হয়েছিল। আমি পোর্টালটি ওপেন করতে পারছিলামনা। খুলতে গেলেই শর্ত পড়ার জন্য বলা হতো। তাই আমি আর আসিও না। চার পাঁচ দিন হলো দেখলাম ওপেন করতে পারছি।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: অক্পটে,
ব্লগে আবার ঢুকতে পারার অভিনন্দন।
আর পোস্টের বিষয়ে বলতে গেলে বলতে হয় ----সমস্ত জনতা যদি একসাথে দূর্বার ও দূর্দম প্রতিবাদে ফেঁটে না পড়ে তবে এই রোগ থেকে মুক্তি মিলবেনা কোনও জন্মেই। একমাত্র জনতার আগুন ঝরা প্রতিবাদই হতে পারে ঐ সকল কুত্তা মারার ইঞ্জেকশান!!!!!!!!!!!!!!!
১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭
অক্পটে বলেছেন: সত্যি কথাই বলেছেন। জনতাই পারে সব করতে। মানুষের মনে ক্ষোভ তৈরী হলে জনতা অপেক্ষায় থাকে ভোটের দিনে এসে সে তার রায়টি এবং ক্ষোভের কথাটি জানিয়ে দেয় সরকারকে। কিন্তু দুর্ভাগ্য জনতার সেই শক্তিটিও কেড়ে নেয়া হয়েছে।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোন ভরসাই নেই !