![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন শংকর চন্দ্র দত্ত। গতকাল মঙ্গলবার কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদ ও ছাত্রলীগের নেতারা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের আগের অধ্যক্ষ ননীগোপাল দাসের বদলি ঠেকাতে ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। গতকাল এই দুজনের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মঈন ও নাহিদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শংকর চন্দ্র দত্ত নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে কলেজে আসছেন—এমন খবর পেয়ে মঈন ও নাহিদ কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে ওই পথ দিয়ে শংকর চন্দ্র কলেজের দিকে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি পাশের একটি পেট্রলপাম্পে আশ্রয় নেন। সেখানে গিয়ে মঈন তাঁর সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে মঈন ও নাহিদের সঙ্গে থাকা ২০ থেকে ২৫ জন বহিরাগত ক্যাডার শংকর চন্দ্রকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি আহত হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।
শংকর চন্দ্র দত্ত জানান, কলেজে যোগদানের জন্য তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিতভাবে নিরাপত্তা চেয়েছেন। জেলা প্রশাসককেও জানিয়েছেন। তার পরও যোগদান করতে যাওয়ার পথে হামলার শিকার হলেন তিনি।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘অধ্যক্ষ আমাকে আগের দিন ফোনে জানিয়েছিলেন। তবে তাঁর নিরাপত্তা বা অন্য কোনো সমস্যার কথা বলেননি। তার পরও আমি তাঁকে সাড়ে নয়টায় আমার কার্যালয়ে আসতে বলেছিলাম। কিন্তু তিনি আসেননি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত অধ্যক্ষের নিরাপত্তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
মঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ননীগোপাল দাসের বদলির বিরুদ্ধে আন্দোলন করছেন। এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় নতুন অধ্যক্ষ যোগ দিতে চাইলে সাধারণ শিক্ষার্থীরাই তাঁকে প্রতিহত করেছেন।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন শংকর চন্দ্র দত্ত। গতকাল মঙ্গলবার কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদ ও ছাত্রলীগের নেতারা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের আগের অধ্যক্ষ ননীগোপাল দাসের বদলি ঠেকাতে ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। গতকাল এই দুজনের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মঈন ও নাহিদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শংকর চন্দ্র দত্ত নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে কলেজে আসছেন—এমন খবর পেয়ে মঈন ও নাহিদ কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে ওই পথ দিয়ে শংকর চন্দ্র কলেজের দিকে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি পাশের একটি পেট্রলপাম্পে আশ্রয় নেন। সেখানে গিয়ে মঈন তাঁর সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে মঈন ও নাহিদের সঙ্গে থাকা ২০ থেকে ২৫ জন বহিরাগত ক্যাডার শংকর চন্দ্রকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি আহত হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।
শংকর চন্দ্র দত্ত জানান, কলেজে যোগদানের জন্য তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিতভাবে নিরাপত্তা চেয়েছেন। জেলা প্রশাসককেও জানিয়েছেন। তার পরও যোগদান করতে যাওয়ার পথে হামলার শিকার হলেন তিনি।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘অধ্যক্ষ আমাকে আগের দিন ফোনে জানিয়েছিলেন। তবে তাঁর নিরাপত্তা বা অন্য কোনো সমস্যার কথা বলেননি। তার পরও আমি তাঁকে সাড়ে নয়টায় আমার কার্যালয়ে আসতে বলেছিলাম। কিন্তু তিনি আসেননি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত অধ্যক্ষের নিরাপত্তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
মঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ননীগোপাল দাসের বদলির বিরুদ্ধে আন্দোলন করছেন। এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় নতুন অধ্যক্ষ যোগ দিতে চাইলে সাধারণ শিক্ষার্থীরাই তাঁকে প্রতিহত করেছেন।’
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
জনী_দা _ফাজিল বলেছেন: বুঝলাম না
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
আমার জন্য লেখা বলেছেন: না বুজলে পাছায় ভেসলিন মাখায়া বয়া থাক, সাঈদী ঠিক টাইমে মেশিন লইয়া আইব
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
জনী_দা _ফাজিল বলেছেন: তরে মনে হয় পুঙ্গা মারসে তাই এত জ্বালা তর হুগাতে তে খনকির পোলা
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
জনী_দা _ফাজিল বলেছেন: তরে মনে হয় পুঙ্গা মারসে তাই এত জ্বালা তর হুগাতে তে খনকির পোলা
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
অমিয় উজ্জ্বল বলেছেন: EGULO HOLO CHHAGUDER KOUSHOL. MUL DABI K ARAL KORAR CHESTA.
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা ....... . অধক্ষ্য নিশ্চই রাজাকার ......... জয় বাংলা ...... অধক্ষ্যর ফাসি চাই ........
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
বোকা_ছেলে বলেছেন: অ- তে অধক্ষ্য তুই রাজাকার তুই রাজাকার .....
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
জ্ঞাতিবৈর বলেছেন: আন্দোলনটিকে বিএনপির মত এখনও বুজতে পারেন নাই।
এই জন্য পোষ্ট রিপর্টেড।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
জনী_দা _ফাজিল বলেছেন: তর হুগাতে ধাক্কা লাগসে
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
খুব সাধারন একজন বলেছেন: ভাল?
বাংলাদেশের হালচাল বুঝতে কষ্ট হচ্ছে, নাকি বুঝেও...
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: নবপ্রজন্ম কে দমিয়ে রাখার জন্য ছাত্রলিগ কুত্তারা বেপরুয়া
আমরা এসেছি দাবি লয়ে
ভণ্ডামি করার জন্য নয়
দাবি একটাই রাজাকারের ফাসি চাই
নবপ্রজন্ম উদ্ধতন কমিটি থেকে
প্রজ্ঞাপন
সাবধান পরিচালনা কমিটি
সমর্থন কোন রাজনীতি মহল কে নয়
দাবির প্রতি যেন দল ,মত , সবাই তথা দেশের আপামোর মেহনতি
মানুষের শ্রদ্ধা যেন তোমাদের ভুলের কারনে কমে না যায়
কারন বহু ডিগবাজ নষ্ট বিবেক রাজনীতির নামে এঁরা জুয়া খেলে
এরা দেশ ও জাতীর শত্রু
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
টয় বয় বলেছেন: ছাত্রলীগ পিটাইছে হিন্দু শিক্ষক, জয় বাংলা|
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
টয় বয় বলেছেন: ছাত্রলীগের কুত্তারা প্রতিবাদ না কইরা উল্টা পোস্ট যে দিছে তার বিরুদ্বে রিপোর্ট করতাছে !!!!
কুত্তালীগ আর মানুষ হইলো না|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
জনী_দা _ফাজিল বলেছেন: কুত্তালীগ
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
কাফের বলেছেন: শাহাবাগের আন্দোলন এখন তোর মত ছাগুর কথা মত চলবে নাকি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
জনী_দা _ফাজিল বলেছেন: বামের ঘাড়ের উপর আওয়ামীলীগ হা হা
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
সবুজ ভীমরুল বলেছেন: যেহেতু ছাত্রলীগ উনাকে পিডাইছে তাই উনি খারাপ লোক, ছাগু।
জয় বাংলা
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
সাদা রং- বলেছেন: যারা শিক্ষকের মর্যদা জানে না তারা কি করে ছাত্র হয়, আর কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কেন জোরালো ভূমিকা রাখেনা, বুঝিনা।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
বোকা_ছেলে বলেছেন: অ- তে অধক্ষ্য তুই রাজাকার তুই রাজাকার .....
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
নিশ্চুপ শরিফ বলেছেন: ইলিশ মাছ ভাজি দিয়া ভাত খাইলাম
)
((((এখন অনেকে বলবে আমি যদি ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খেতে স্ট্যাটাস দেই তাহলে আমাকে কই মাছ, রুই মাছ ভাজি দিয়ে ভাত খেয়েও আমাকে স্ট্যাটাস দিতে হবে। এক মাছ দিয়ে ভাত খেয়ে স্ট্যাটাস দিবো আর এক মাছ খেয়ে দিবোনা এত অবিচার (তাদের মতে) করা যাবেনা মাছ দের প্রতি_