নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনী_দা _ফাজিল

জনী_দা _ফাজিল › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনূস পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

ড. মুহাম্মদ ইউনূস এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পদকে ভূষিত হতে যাচ্ছেন। তিনি পাচ্ছেন ‘কংগ্রেশনাল গোল্ড মেডাল’।



যুক্তরাষ্ট্র পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে জানানো হয় ১৭ এপ্রিল এই পদক দেওয়া হবে ড. ইউনূসকে।



এর আগে ২০১০ সালের ৫ অক্টোবর ড. ইউনূসকে এই পদক প্রদানের বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। দারিদ্রের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মান পাচ্ছেন ড. ইউনূস।



উল্লেখ্য, এর আগে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম’ অর্জন করেন।



১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ড. ইউনূস দেশে দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখেন। তার এই অবদান গোটা বিশ্বে সমাদ্রিত হয়। অনেক দেশেই দারিদ্র নিরসনের মডেল হিসেবে ব্যবহৃত হয়। এরই স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভ’ষিত হন ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

রূপকথার রাজকন্যা বলেছেন: আমাদের বুবু র মুখ সুকাই কালা হয়ে জাবো। মালালা পেল শান্তি পুরষ্কারের নমিনেশন, ড. ইউনুসের এই প্রাপ্তি, বুবু কয়দিকে লোড নিবে??

২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

মোরতাজা বলেছেন: রাজকন্যার সাথে একমত।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

শাকিল ১৭০৫ বলেছেন: রূপকথার রাজকন্যা বলেছেন: আমাদের বুবু র মুখ সুকাই কালা হয়ে জাবো। মালালা পেল শান্তি পুরষ্কারের নমিনেশন, ড. ইউনুসের এই প্রাপ্তি, বুবু কয়দিকে লোড নিবে??

+++++

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: রূপকথার রাজকন্যা বলেছেন: আমাদের বুবু র মুখ সুকাই কালা হয়ে জাবো। মালালা পেল শান্তি পুরষ্কারের নমিনেশন, ড. ইউনুসের এই প্রাপ্তি, বুবু কয়দিকে লোড নিবে?? :P :P :P :P :P

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

নিজাম বলেছেন: আমেরিকা স্বীয় স্বার্থ ছাড়া কাউকে কোন পুরষ্কার দেয়না। আমাদের খুশীতে লাফানোর আগে চিন্তা করা উচিত এই পুরষ্কারের মাধ্যমে আমেরিকা কী স্বার্থ উদ্ধার করতে চাইছে।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: েমারতাজা বলেছেন: রাজকন্যার সাথে একমত।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

রূপকথার রাজকন্যা বলেছেন: @ িনজ+আম ....জী ভাই ঠিক ই ধরেছেন...... আমেরিকা অযথাই কাউকে টক আংগুর দেয় না।

৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

মেফতাহুল সাগর বলেছেন: আমাদের একজন নেতা দরকার ছিল তার মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.