নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনী_দা _ফাজিল

জনী_দা _ফাজিল › বিস্তারিত পোস্টঃ

পুরানো আলমিরার গল্প .....collected

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

দেশের স্বনামধন্য ব্যাবসায়ীর বাড়ির

পুরানো আলমিরাতে জমে থাকা পুরানো কাপরচোপর গুলো প্রতিদিন

রাতে কথা বলে ! কেউ শুনে না তাদের কথা ! প্রতিদিন

রাতে তারা আড্ডা দেয় :



...................লুংগি : বহুদিন হতে আমি ব্যাবহারের অযোগ্য ! স্যার

ইদানিং স্লিপিং স্যুট পরে ঘুমান

লুংগি পরে ঘুমালে আমাকে সামলে রাখতে পারেন না !

অগত্যা পরে আছি ভাই এই পুরানো আলমিরায় তোমাদের সাথে !



...................পুরানো সুয়েটার : আরে ভাই আমি তো এই সিজনে খুব

জরুরী একটি পোশাক !!! কিন্তু আমাকে ব্যাবহার না করে উনি থাকছেন

কি করে ? মনে হয় নতুন আরেকটা কিনেছেন !



...................ফুলপ্যান্ট : আমি সহ আমার কজন বন্ধু বহুবার ব্যাবহৃত

হয়েছি ! ইদানিং স্যারের ভুরি বেরে যাওয়া আমরা এখন ঠিক

মতো কোমরে এঁটে উঠি না ! স্যারের দম নিতে কষ্ট হয় ! তাই আমি এই

পরিত্যাক্ত আলমিরায় ।



...................জ্যাকেট : আমাকে তো স্যারের ছেলে ব্যাবহার করতো !

ছোকড়াটার গাল ফ্রেন্ড বললো আমি নাকি পুরানো মডেল ! ব্যাস

দিলো এখানে পাঠিয়ে !!!!!! এটা কোন কথা হলো ? একটা মেয়ের কথায়

……..

...................মোটা টিশার্ট : সংখ্যাগরিষ্ঠতার কারনে এই

আলমিরা এখন আমাদের দখলে ! অইতো পাশের ড্রয়ারে আমার দলের

কজন মিলে লুডু খেলছে ! উপ্রের তাকে নতুন আসা গোটা চারেক

টিশার্টের নবীনবরন অনুষ্ঠান চলছে! জ্যাকেট ভাইয়ের মতো আমরাও

পুরানো মডেলের অপবাদে আজ এই আলমিরায় নির্বাসিত …………….



...................পুরানো সুয়েটার : ওহে টিশার্ট ! আমরাও কিন্তু

নারী পুরুষ মিলিয়ে ৬ খানা আছি ! পুরুত্বের বিচারে আমরাও কম নই !

নিচের তাকে আমার দলের অন্যান্য সদস্যরা তাশ খেলছে চেয়ে দেখো !



...................জ্যাকেট : ওহ !!! তোমরা থামবে ? নিজেদের

মধ্যে ঝগড়া বন্ধ করে একটিবারের জন্য ভেবে দেখো তো ! আজ

আমরা ব্যাবহারের যোগ্য হয়েও পরিত্যাক্ত আলমিরায় ! অথচ দেশে এখন

প্রচন্ড শীত ! কতো মানুষ শীতে কাপরের অভাবে কষ্ট পাচ্ছে ! অথচ

আমাদের স্যার আমাদেরকে দান করে দিতে পারেন অই সকল গরীব

মানুষদের মাঝে যারা এক টুকরো কাপরের অভাবে শীতের মধ্যে বউ

বাচ্চা সহ দিনানিপাত করছে !!!!!!!



...................ফুলপ্যান্ট : আমরা এখন কি করতে পারি ? আমাদের

কথা তো ওরা শুনবে না ? আমাদের ভাষা বোঝার মতো সাধ্য ওদের

নেই !

...................জ্যাকেট : দরকার নেই আমাদের ভাষা বোঝার !

আমরা নিজেরাই চলতে শুরু করবো ! বন্ধুগন সকলে প্রস্তুত হও ! কালকেই

আমরা এক যোগে এই আলমিরা হতে বের হয়ে নিজেরাই

পৌছে যাবো অইসকল গরীব মানুষদের কাছে ! আমরা এমন

ছোটমানুষিকতার বড়লোকের আলমিরায় পরে থাকবো না ! শীতে কষ্ট

পাওয়া মানুষ গুলোকে বাঁচাতে হবে !



:::::::::::: ব্যাবসায়ী সাহেব ! কাল সকালে ঘুম

থেকে জেগে উঠে যদি দেখেন আপ্নার আলমিরার পুরানো কাপর

গুলো চলা শুরু করেছে ! আপ্নি ভয় পাবেন না ? কি হবে অই কাপর

গুলো রেখে দিয়ে ? আপ্নার কাছে অপ্রয়োজনীয় এই কাপরগুলোর

অভাবে অনেক মানুষ শীতে মারা যাচ্ছে প্রতিদিন !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

জেনারেশন সুপারস্টার বলেছেন: খারাপজ না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.