নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য পথের পথিক হতে চাই.

জর্দা বাবা

সত্যকে জানতে চাই, সত্যকে মানতে চাই।

জর্দা বাবা › বিস্তারিত পোস্টঃ

******A+ এর আমেজ আজ আর নেই*****

০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৩০

copy from facebook.

প্রশ্ন ফাঁসের যুগে এ
প্লাসের আমেজ
আর নেই,,, আজ আর
নেই,,

প্রশ্ন ফাঁসের যুগে এ
প্লাসের আমেজ
আর নেই,,, আজ আর
নেই,,,
কোথায় হারিয়ে গেল
সোনালি সে দিনগুলো
সেই,,
আজ আর নেই,,,
,
হুমায়ুন ন্যাশনালে,
এরশাদ ডিগ্রীতে,,,
নেই তারা আজ কোন
খবরে,,,,,
গোল্ডেন দুটি নিয়ে
গিটারিস্ট
বিপু দা চলে গেছে দেশ
ছেড়ে বাহিরে,,,
কাকে যেন কথা দিয়ে
বুয়েটে চান্স
না পেয়ে পাগলা গারদে
আছে হিমু
টায়,,,,,,
হিমেলটা ভুগছে মাথা
ভরা বোঝা
নিয়ে গোল্ডেন দেয়নি
তাকে চান্স
হায়,,,,
,
প্রশ্ন ফাঁসের যুগে এ
প্লাসের আমেজ
আর নেই,,, আজ আর
নেই,,,
কোথায় হারিয়ে গেল
সোনালি
দিনগুলো
সেই,,
আজ আর নেই
,
মেধাবি মেধাবি ভাব;
দুটোতে জিপিএ ফাইভ
মুছে যাবে অমলের
নামটা,,,,
একটা পাবলিকেও
হলনা যে চান্স
তার; পেল না সে
গোল্ডেনের
দামটা,,,,
,
কলেজের ফার্স্ট বয়
গ্ল্যামারাস
সালমান সবসময় ভাব
মেরে থাকতো,,,,,,
আর এক্সামের আগ
রাতে ক্যুশ্চেন আউট
করে পজিশন ধরে শুধু
রাখতো,,,
ও,,ও ও,
,
প্রশ্ন ফাঁসের যুগে এ
প্লাসের আমেজ
আর নেই,,, আজ আর
নেই,,,
কোথায় হারিয়ে গেল
সোনালি সে দিনগুলো
সেই,, আজ আর
নেই
,
গেয়ো কৃষকের ছেলে
মুহাম্মদ ইউনুস
সবসময় আপডেট
থাকতো,,,
গোল্ডেন না পেয়েও এক
বুক
আশা নিয়ে দিন রাত
বসে বসে পড়তো,,,,
সেই ইনুসটাই আজ শুধু
সবচেয়ে সুখে আছে
শুনেছি তো
পজিশন ভালো তার,,,,
ঢাবি আর রাবিতে
ফার্স্ট
টাইমে চান্স পেয়ে
চোখে মুখে আজ
শুধু হাসি তার,,,,
ও,,,,,
,
প্রশ্ন ফাঁসের যুগে এ
প্লাসের আমেজ
আর নেই,,, আজ আর
নেই,,,
কোথায় হারিয়ে গেল
সোনালি সে দিনগুলো
সেই,, আজ আর
নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.