![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে একটা খবর পরেছিলাম, বাংলাদেশের এক নারী ভারতীয় এক লম্পট দ্বারা ধর্ষিত হয়েছে। তখন অতি দুখেঃর সাথে বলেছিলাম, ধর্ষক ভারত আর ধর্ষিত বাংলাদেশ, বিচার কি হবে? না কোন বিচার হয়নি। এভাবেই ভারতীয়দের দ্বারা ধর্ষণ, খুন, নির্যাতনের শিকার হচ্ছে আমার দেশের নিরীহ মানুষেরা।
মরুভূমিতে থাকা বৃক্ষ যেমন একটু পানির জন্য বৃষ্টির অপেক্ষায় থাকে, ঠিক আমরা এ দেশের জনগণও একটু শান্তির জন্য হাহাকার করছি।যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ।
বাংলাদেশের সামাজিক অবকাঠামো পশ্চিমা বিশ্ব থেকে এখনো ১০০০ এর মধ্যে ৯৯৯ ভাগ ভাল আছে বলে আমরা সবাই বিশ্বাস করি।
ইদানিং সবচাইতে সমলোচিত যে বিষয়টি, তা হল সানি লিওন নামের এক ভারতীয় পর্ণ নায়িকা (মাগী/বেশ্যা) নাকি বাংলাদেশে আসতেছে। বিসিবির আমন্ত্রণে সে বাংলাদেশে আসবে। তাহলে পাগলও একথা বুঝবে যে, তাকে আনার জন্য সরকারী ভাবে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। তার নগ্ন নাচের অনুষ্ঠান ১০০% বাংলাদেশের সব টিভি চ্যানেলে লাইভ সম্প্রাচার করা হবে নিশ্চয়?
তাহলে কি এটাই হবে ৯৫ ভাগ মুসলমানের দেশের চাওয়া? এটাই কি হবে ৩৬০ আওলিয়ার দেশের শেষ পরিণতি? এটাই কি আমাদের দেশের সামাজিক অবকাঠামো? এটাই কি আমাদের দেশের সামাজিক মূল্যবোধ?
যদি শেষ পর্যন্ত সানি লিওন এ দেশে আসেই, তবে কি বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ধর্ষিত হবে না?
মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তো একজন নারী। তার পরিবারেও তো ছেলে, মেয়ে, নাতি নাতনী আছে। সানি লিওন নামক ওই নায়িকা রাষ্ট্রীয় নিরাপত্তায় তার সামনে নগ্ন নাচবে, তিনি কি তা ভাল মনে করবেন? আর যদি রাষ্ট্রীয় ভাবে এর বিরুদ্বে কোন বেবস্থা না নেয়া হয় তবে আমরা বর্তমান ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি কি ধারনা পোষণ করতে পারি?
ইন শাহ আল্লাহ যারা অলী আওলিয়ার এই পাক ভুমিতে নগ্নতা প্রকাশ করতে চায়, আল্লাহ পাক তাদের গোমর জনগনের সামনে ফাঁশ করে দিবেন। এবং আল্লাহর গজব তাদের উপর পতিত হবে। ইন শাহ আল্লাহ।
২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩
জর্দা বাবা বলেছেন: রামন, আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩
রামন বলেছেন: বড়ই দুঃখজনক- জাতির মান সন্মান সবই ধুলোয় লুন্ঠিত হচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!