![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা লিখতে যাচ্ছি, তার আইডিয়াটা এসেছিল Hero Indian Supar লিগের খেলা দেখতে গিয়ে। দেখলাম গুয়া নামের একটা ক্লাব আছে। তার মানে গুয়া ভারতের একটি জায়গার নাম। তো সাম্প্রতিক কালে ভারত পাকিস্থান যেভাবে একে অন্যকে হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে, তাতে যেকোন সময় একটা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী। তো তারই ধারাবাহিকতায় পাকিস্থান যদি ভারতের গুয়া নামক জায়গায় হামলা করে, তবে আমাদের দেশের পত্রিকার হেড নিউজ কি হতে পারে চিন্তা করে দেখুন তো;
"
"
"
"
"
"
" (ভারতের গুয়ায় পাকিস্থানের হামলা)
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
জর্দা বাবা বলেছেন: হুম, কথা ঠিক।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুয়া নয় গোয়া হবে!

একটেল-এর কিছু শেয়ার vodafone কেনার পর আমার চিন্তা হয়েছিল বাংলাদেশে যদি একটেল-এর নাম বদল করে 'ভোডাফোন' রাখে তাহলে বেশীর ভাগ মানুষ ভুলটাই উচ্চারণ করবে!