নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য পথের পথিক হতে চাই.

জর্দা বাবা

সত্যকে জানতে চাই, সত্যকে মানতে চাই।

জর্দা বাবা › বিস্তারিত পোস্টঃ

★"চুরি করে রন্জিত যে জন, সেই চুরন্জিত ওরফে সুরন্জিত"★

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:০১

চুরন্জিত অরফে কালা বিলাই বলতেছে, দেশ থেকে মাদ্রসা, মসজিদ বিনাসের দ্বারাই অরাজকতা দূর করা সম্ভব। তাই যদি হয় শিবমূর্তির লোহার ধন পূজার সময় নারী ধর্ষন হয় কোন মসজিদের মুসল্লি দ্বারা? খাঁটি ধার্মিক হতে হলে যদি দেশ ছেড়ে স্হায়ীভাবে আরব যেতে হয়, তবে বাপু খাঁটি হিন্দু হওয়ার জন্য তুমি দেশ ছেড়ে ভারত যাও না কেন? ধর্মের উপর আঘাত হানা বির্তকিত ব্লগাররা কোন মসজিদের মুসল্লি আর কোন মাদ্রাসার ছাত্র ছিল? বিশ্বজিতকে প্রকাশ্যে হত্যা করেছিল কোন মাদ্রাসার ছাত্ররা? তুমি নিজেই ৯০% মুসলিমের দেশে বিতর্কিত কথা বলে সাম্প্রদায়িব উস্কানি দিচ্ছ, তা খোঁকা তুমি কোন মসজিদে যাও? এগুলোর উত্তর আরো দশবার জন্সগ্রহন করলেও উত্তর তোমরা দিতে পারবে না। মনে রেখ, সৃষ্টিকর্তা তোমাদের মতো গর্দভদের অবকাশ দিচ্ছেন। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন শুধুই অাফসোস করবে কিন্তু কোন কাজে আসবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.