![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হচ্ছে একটা বাসে চড়ে বসে আছি। সবকিছু দূরে দূরে সরে যাচ্ছে। খুব দ্রুত যে হচ্ছে তা না। চেয়ে চেয়ে দেখছি সব সরে সরে যাচ্ছে। আমি যে খুব সামনে এগিয়ে যাচ্ছি তাও না। সামনে যাওয়া মানে গন্তব্যের দিকে যাওয়া। কোন গন্তব্য নেই, গতি আছে, বাধা আছে আবার শক্তিও আছে গতি ফিরে পাওয়ার। সবই নীয়মের ভেতরে, নীয়ম করে কষ্ট পাচ্ছি। চেনা সব কিছু সরে সরে যাচ্ছে। ধীরে ধীরে দূরে দূরে চোখের ওই পারে।
যখন খুব দুঃখ দুঃখ লাগত, দুঃখ খুজে নিতাম বিলাসিতার উপকরন হিসেবে। কবিতা লিখে ফেলতাম, ছাইয়ের গদার মতন অনেক অনেক। কবিতা খুব বিশ্বস্ত জমি ইচ্ছে করলেই কবর খোড়া যেত যখন তখন। মারা যেতাম। ইচ্ছে হলেই। গভীর আবেগে।
শালার, এখন কবিতাও আসেনা। চাঁদ-তারা তেমন একটা টানেনা। সব কেন যে দূরে সরে যাচ্ছে!
আসলে, কখনই কিছু কাছে ছিলনা। হুদাই ভাবতাম, চাঁদ আমার বউ, কেমন মিষ্টি মিষ্টি, মৃদু মৃদু, হাঁসি হাঁসি, আলো আলো। চাঁদ দূরেই ছিল, দূরেই আছে। সবই ভ্রম, মায়া, ঘুম পাড়ানির মত করে বেচে থাকার গান।
আচ্ছা ইদানিং স্বপ্নে তোমার প্রচন্ড রকমের উপস্থিতি। কারন টা কি!
অবচেতন মন মনে হয় বুঝে গেছে তোমাকে আর পাওয়া হবে না, স্বপ্নেই সে তোমায় খুজে নিচ্ছে। খুব সেয়ানা হয়েছে অবচেতনা। আমার চাইতে বেশি বুঝে।
আমি খুব ব্যার্থ ব্যাঙ্গের পীতামহের মত, ঘ্যাঙ্গর ঘ্যাং রোগে আক্রান্ত। আমার ছাতাটা হারিয়ে গেছে, এখন অনেক বৃষ্টি হয় যান! আমি ছাতাহীন ব্যার্থ ব্যাঙ্গের বিলুপ্ত প্রায় প্রজন্ম। চেয়ে থাকি ধীরে ধীরে শেষ আমার দিকে। সব সরে যায়, ছাতাটাও উড়ে গেল ধীরে ধীরে দূরে।
তোমার ওড়নায় পেচানো পৃথিবীর কিছুই আর এখন অর্থবহ নয়। আমি সদ্য শৈশবের ঘুম পাড়ানি গল্প বানিয়ে ফেলেছি সব। নিজেকেই নিজে শুনাই, ঘুম পাড়াই।
তোমার হাসি সুন্দর অথচ পবিত্র নয়। তুমি কট্টর গদ্য কবিতার মতনও না আবার ছন্দময় সুন্দরও না ......... হা হা হা তুমি আসলে কবিতাই নও। আমি মিথ্যা বলতে পারবনা, বিশ্বাষ কর তুমি চটি গল্পের মতন। ক্ষনিকের, অনৈতিক।
না, আমিই বিশ্বাষ করিনা, আমি মিথ্যা বলেছি ......... তোমায় প্রথম ভোরের মতন দেখেছি, তপ্ত নারকীয় দুপুরেও ভোরের মতন। ভ্রম অথচ মস্তিস্কের গভীরের বাস্তবতায়। সূচিস্মিতার প্রথম অর্থ ছিলে তুমি।
বেচেতো থাকতেই হবে, হারি আর জিতি আফটার অল অ্যাম এ্যা প্লেয়ার।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩২
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক দিন পর হতাশ হলাম তাই লিখলাম।
আপনি তো এখনো ভুতই আছেন, মানুষ হতে পারলেননা
২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭
রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক অনেক দিন পর ভাই।
কেমন আছেন?
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
জ্যোস্নার ফুল বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
ট্রাষ্ট ইউ আর গুড ঠু।
৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫১
ফারজানা শিরিন বলেছেন: বেঁচে তো থাকতেই হবে, হারি আর জিতি !!! যাই হোক আমি একজন খেলোয়ার ।
আমার মনের কিছু কথার সাথে মিলে গেছে তাই ভালোলাগা রেখে গেলাম ।
''চাঁদ আমার বউ, কেমন মিষ্টি মিষ্টি, মৃদু মৃদু, হাঁসি হাঁসি, আলো আলো ।'' কথাটা অনেক সুন্দর ।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগা রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা আপু।
৪| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বৃষ্টিধারা বলেছেন: ভালো আছেন ?
৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৫৯
জ্যোস্নার ফুল বলেছেন: আলহামদুলিল্লাহ আপু।
আশা করছি আপনারাও ভালো আছেন।
৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
রোজেল০০৭ বলেছেন: বিষাদময় লিখার প্রকাশ অসাধারন হয়েছে।
ভালো থাকুন।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১১
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ রোজেল। ব্লগে আছেন দেখে ভালো লাগল।
৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ সকাল ৯:২৩
আমিভূত বলেছেন: অনেকদিন পর ! তাও লেখার মাঝে হতাশা অথবা দুঃখ বিরাজমান