|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গত সন্ধ্যায় কবিকে দেখেছি আমি হেটে যেতে,
পৃথিবীর পথে- ধূসর পান্ডুলিপি হাতে।
ধূসর ধুলোয় আর ট্রাম বাসে,
ছেচে গেছে, ছিড়ে গেছে কবি শরীর।
ধুলোমাখা, ধূসর সর্বস্ব কবি।
তবু, চোখ দুটো জাগ্রত, আন্দামান দীপুঞ্জের মত 
শ্যাওলা সবুজ। চোখ দুটো মরেনি তার।
আমার ছায়ার মতন কবি,
মায়ায় বোধাস্ত হয়, মনে হয়-
ট্রামে পিষে যাই, কবি সঙ্গ দিই, হেটে যাই। 
সূদুর লোক্র বন্দর অথবা দানকো দ্বীপে
পৃথিবীর পথ হতে নক্ষত্রলোকের পথে।
ধূসর পান্ডুলিপি দ্বিতীয় পত্র হাতে।
আহা কবি! শুদ্ধ কবি! জ্যোৎস্নাক্রান্ত কবি।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১২
১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১২
জ্যোস্নার ফুল বলেছেন: )
২|  ১৩ ই জুলাই, ২০১৫  রাত ১১:৫২
১৩ ই জুলাই, ২০১৫  রাত ১১:৫২
রিপন বর্মণ বলেছেন: দারুন+++++
  ১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১২
১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১২
জ্যোস্নার ফুল বলেছেন: 
৩|  ১৪ ই জুলাই, ২০১৫  রাত ১২:৩১
১৪ ই জুলাই, ২০১৫  রাত ১২:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর লেখা! কবির জন্য মনটা মোচড় দিয়ে ওঠলো ।
  ১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
১৪ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
জ্যোস্নার ফুল বলেছেন: আমারও
৪|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪২
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪২
এম.এ.জি তালুকদার বলেছেন: জীবনানন্দ দাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  ০১ লা মার্চ, ২০১৬  রাত ২:২৭
০১ লা মার্চ, ২০১৬  রাত ২:২৭
জ্যোস্নার ফুল বলেছেন: আপনার এই মন্তব্য টা আমি বুঝতে পেরেছি 
৫|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১২
নীলপরি বলেছেন: পৃথিবীর পথ হতে নক্ষত্রলোকের পথে।
ধূসর পান্ডুলিপি দ্বিতীয় পত্র হাতে।
আহা কবি! শুদ্ধ কবি! জ্যোৎস্নাক্রান্ত কবি। 
অসাধারণ ।
  ০২ রা মার্চ, ২০১৬  রাত ১১:৩০
০২ রা মার্চ, ২০১৬  রাত ১১:৩০
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ, পরিকবি 
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৫  রাত ১১:৪৬
১৩ ই জুলাই, ২০১৫  রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ লেখেছেন