নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলজ দিবস

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

জ্যোস্নার ফুল

প্রতিটা লেখাই মানষিক ঘামে ভেজা

জ্যোস্নার ফুল › বিস্তারিত পোস্টঃ

চিত্রতা (২)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

রুপক



অনেক রঙের ক্যানভাসে তোমার নগ্নতার রঙ।
চোখের দেখায় যে তুমি সেই তুমি ঝাঝালো রকমের দৃশ্যমান,
চোখে ধাধা ধরে যায়, তাই তোমারে দেখা হয়নাই কোনদিন।
তুলির নরমে তোমারে সাজাই,
স্যাতস্যাতে অন্ধকারের রঙ গুলিয়ে আলোর রঙে আসি
তবুও তুমি অস্পষ্ট, অস্পৃস্ব।
এমন কি তুমি থাকা-
আমার ক্যানভাস এর পাতার রঙ গুলিও সবুজ হয়না কখনও,
বিবর্ন ধূসর হয়, বড়জোর ক্যামুফ্লাজ রকমের।
তোমারে বোঝা হয়নাই কোনদিন, শরীরের ভাজে নয়,
রঙের উলটো পিঠেও নয়।
তোমার আত্মা অবরুদ্ধ।

আত্মাহুতি দেবে; ফ্যান্টাসি, ভালোবেসেছিলে; মিথ,
একটুকরো লাল কাপড়; মেটাফর ।

বনহংসী



তুমি বনহংসী হবে?
আমি হলুদ পাখিটি হতাম তবে।
তোমার হবে গাঢ়হ পালক, পশমি চিবুক
আমার হবে বৃষ্টি নেশা, সুখের মতন অসুখ।
যদি হাজার বছর হেটে এসে বসি তোমার পাশে,
বনলতার জন্ম নেবে এই জনমের শেষে?
বনহংসী হবে তুমি?
আমি হতেম শিমুল বাদাড়, তোমার পালক চুমি!

কবিতা এবং ছবিতা একান্ত নিজস্ব সম্পত্তি

উৎসর্গঃ যে শুধু আমার কাছেই অশরীরিও


মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: কি যে অপরূপ!! কি যে মাদকতা!!
কবিতার এই এক মোহনীয় শক্তি!!

আপনাকে খুব করে ধন্যবাদ এমন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

জ্যোস্নার ফুল বলেছেন: আপনাকেও খুব করে ধন্যবাদ অনুপ্রেরনার জন্য :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

জ্যোস্নার ফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শুভকামনা জানবেন :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

জ্যোস্নার ফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, চমৎকার মন্তব্যের জন্য।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহারে ধন্য করার জন্য ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

জ্যোস্নার ফুল বলেছেন: আপনার মন্তব্য আমাকেও ধন্য করল। :)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বনহংসী
যদি হাজার বছর হেটে এসে বসি তোমার পাশে,
বনলতার জন্ম নেবে এই জনমের শেষে?


অসাধারণ। ভালো লাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

জ্যোস্নার ফুল বলেছেন: লাইনটা আমারও খুব প্রিয়, ব্লগ ভ্রমনের জন্য ধন্যবাদ কবি :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

আবু শাকিল বলেছেন: কবিতা দুইটাই ভাল্লাগছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ জানবেন :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

সুমন কর বলেছেন: দু'টোই চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম। :)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: জ্যোস্নার ফুল ,



প্রথম কবিতাটি ফুলের জ্যোস্না-রঙ হয়ে গায়ে লেগে থাকে , ধরা যায়না ।
দ্বিতীয়টি বৃষ্টির নেশার মতো ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

জ্যোস্নার ফুল বলেছেন: গভীর মন্তব্যের জন্য ধন্যবাদ, অনুপ্রানিত হলাম :)

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

জ্যোস্নার ফুল বলেছেন: এত কষ্ট কইরা ছবি গুলা আকলাম কেউ বুঝলই না :||
একটা কবিতা লিখতে লাগে, ৫ মিনিট আর ছবি আকতে লাগে ৫ ঘন্টা, আহারে :P

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: আমি দুটিই অনুভব করেছি। আর হলুদও যে সুন্দর হয় সেটা হুমায়ুন আহমেদের কল্যাণে আমার উপলদ্ধি হয়েছিল। :)

সত্যিই ছবিগুলো অসাধারণ হয়েছে। আপনি এত ভাল আঁকিয়ে ভাবতেই পারিনি। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

জ্যোস্নার ফুল বলেছেন: হলুদ হচ্ছে ডমিন্যান্ট কালার, আর হু আ স্যার সেইটা ব্র্যান্ড বানায় দিয়ে গেছে।

বুঝতে পারছেন তাইলে আমি আর্টিষ্ট, B-) এইবার ঠিকাছে :P

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০

আহসানের ব্লগ বলেছেন: চমৎকার ছবি একেছেন তাই প্লাস +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮

তৌফিক চাকমা বলেছেন: কবিতা এবং ছবিতা ।
ভালো লাগা জানবেন ।
হউক না বৃষ্টির নেশা , সুখের মতন অসুখ । :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

জ্যোস্নার ফুল বলেছেন: শুভেচ্ছা জানবেন,
সুখের মতন আসুখে থাকুন :)

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আলভী রহমান শোভন বলেছেন: কবিতা দুটো নিয়ে কিছু বলার নেই। এক কথায় অসাধারণ। ছবি দুটোও খুব সুন্দর। এগুলোও কি আপনার আঁকা ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: হ্যা, আমার আঁকা।
আপনাকে ধন্যবাদ, ছবির প্রশংসা করার জন্য, আঁকতে কষ্ট লাগছে :P

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: সামনে তবে আপনার আঁকা ছবি নিয়ে একটা পোস্ট দিয়েন। প্রতীক্ষায় রইলাম। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: ওক্কে বস B-))

আগের কিছু আছে :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

তাসলিমা আক্তার বলেছেন: দুটো কবিতাই অদ্ভুত ভালোলাগাময় তবে বনহংসী বেশী মন ছুঁয়েছে। শুভ কামনা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

জ্যোস্নার ফুল বলেছেন: বনহংসী আমারও প্রিয়,

আপনিও শুভকামনা জানবেন, ব্লগ ভ্রমনের জন্য ধন্যবাদ। :)

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:




দারুণ +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভ কামনা জানবেন :)

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

এম.এ.জি তালুকদার বলেছেন: নেকক ভাই,আমি ভালো চোহে দেখিনা, চোশমা খুলে কাচ মুছেও কাজ অইলো না।ছবিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেহান না, ঐ দেহেন ছেলেটাও আমার না দেখতে পেরে কান্না শরু করছে। প্লিজ,একটু দয়া হরেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

জ্যোস্নার ফুল বলেছেন: ঐ দেহেন ছেলেটাও আমার না দেখতে পেরে কান্না শরু করছে।

ছেলেটা কে ভাই?

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২১

এম.এ.জি তালুকদার বলেছেন: এই যে ভাইজান, মিছা কথা না,এক্কেরে নিয়া আইছি।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

নেক্সাস বলেছেন: বনহংসী ভীষন ভীষন সুন্দর হয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

জ্যোস্নার ফুল বলেছেন: বলেছেন: স্বার্তকতা :)

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ব্লগ ভ্রমনের জন্য
শুভ কামনা জানবেন।

২১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর
+++

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ কবি, খুব অনুপ্রেরনা পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.