নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলজ দিবস

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

জ্যোস্নার ফুল

প্রতিটা লেখাই মানষিক ঘামে ভেজা

জ্যোস্নার ফুল › বিস্তারিত পোস্টঃ

চিত্রতা (৩)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮



গভীরতা (ক)
গভীর নারীর মত এই নদী;
সুমুদ্রকে ভালোবাসেনি কোনদিন।
মৃন্ময়া অন্ধকারে, বন্দরে আছড়ে পড়ে।
বন্দরে বসতি সবচেয়ে মদ্যপ জাহাজীর।
চোখে তার অদ্ভুত হাহাকার।
গভীর নদীর মত যে নারী, বয়ে চলে গেছে।
অস্থীর জাহাজীর মনে পড়ে তার কিছু কিছু।
বিভ্রান্তির বিভোর!কত গভীর! কত ঘোর!
ভালোবেসেছিল কি সে কোন কালে! কৃষ্ণ অথবা শুল্ক পক্ষে!
রুপকথা! তবু ভালো; মদ্যপ জাহাজী।
সেই নারী নদী হয়ে গেছে যেই নদী-
সুমুদ্রকে ভালোবাসেনি কোনদিন।
হারিয়ে যাওয়ার পর, দেখছিল শেষবার,
মধুচন্দ্রিমায়, মোহনায়।
সবশেষে সুমুদ্রে মিশে গেছে তা, সে।
জাহাজী জল হয়ে গেছে টল-মল।
সেই জলে আকাশের ছায়া।
আকাশ কখনও মিথ্যে বলেনা; দ্বিধান্বিত থাকে।

গভীরতা (খ)
তোমায় আমি একলা ভাবি, একলা আঁকি।
আমার একলা পরি, একলা পাখি।

তুমি কারো সঙ্গে নও, তোমার কোন সঙ্গী নেই।
আমি তোমার ভীড়ের মাঝে। আছি, রবো এইভাবেই।
ভাসছো একাই দ্বিকবিদিক, তোমার কোন মাত্রা নেই।
তুমি আমার ডাইনে বায়ে, উত্তর ভেতর সবপাশেই।
তোমায় দিয়ে আমায় ভরে, তোমায় রাখি শুন্য করে।
সবগুলো ভাগ আমিই রাখি, তোমায় অনেক টুকরা করে।

তোমার কোন স্বপ্ন নাই, ছোয়া নাই যুবকের,
কুমারি ফুল হয়ে থাকো, আমার ভেতর সব পথের।
হবেনা আর ছুয়ে দেখা, তাইতো গোলাই কল্পনায়,
আসলে আমি গভীর একা, কিন্তু তুমি সর্বময়।




রক্ততা
সমস্ত রঙ ঢেলে দিয়ে তোমারে,
নিজেরে বেধেছি সাদাতে কালোতে।
যেমন খুব সাদা বক এবং অথবা খুব কালো তক্ষক।
যেমন ধরো, সাদা কালো দুরদর্শনে কৃষ্ণচূড়া।
সাদা, সাদার মতন, ধূসর, কালো, অন্ধকার।
মেয়েগো, আরো রঙ দেব, আলতা কিনে দেব,
তবু ক্ষান্ত দাও রক্তক্ষরন।

পেইন্টিং গুলো নিজের করা
উৎসর্গঃ সে গভীর করেছে ক্ষত, দহনে রক্ত ক্ষরনে।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তুমি কারো সঙ্গে নও, তোমার কোন সঙ্গী নেই।
একলা একটা লাইন। দারুণ লাগল।

জ্যোস্নার ফুল,
কবিতা যেমন সুন্দর তেমনি ছবিগুলো।
+


ক্ষত গভীর হোক। তত সুন্দর হোক কবিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: আপনি একখান বিশাল অনুপ্রেরনা :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল কবিতা। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে শুভেচ্ছা, ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সায়ান তানভি বলেছেন: সত্যি ভালো লিখেছেন ,শুভ কামনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

জ্যোস্নার ফুল বলেছেন: সত্যি! B-))

ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন, নীরন্তর

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বনমহুয়া বলেছেন: ভাসছো একাই দ্বিকবিদিক, তোমার কোন মাত্রা নেই।
তুমি আমার ডাইনে বায়ে, উত্তর ভেতর সবপাশেই।
তোমায় দিয়ে আমায় ভরে, তোমায় রাখি শুন্য করে।
সবগুলো ভাগ আমিই রাখি, তোমায় অনেক টুকরা করে।

দারুন কবিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

জ্যোস্নার ফুল বলেছেন: আপনার নিকটা খুবই সৌন্দর্য।
শুভেচ্ছা জানবেন :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

এম.এ.জি তালুকদার বলেছেন: তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার----জীবন।---হায়রে মানুষের আকুতি। সব মিছে রে ভাই,গোলাপী এখন ট্রেনে নয়; বিমানের ড্রাইভার। মাটিতে বসে কেঁদে জীবন ক্ষয় করে আর কী হবে!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

জ্যোস্নার ফুল বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই মাথার উপ্রে দিয়ে যায়।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা সুন্দর, ছবি গুলি তারচেয়েও বেশি। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জ্যোস্নার ফুল বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: সমস্ত রঙ ঢেলে দিয়ে তোমারে,
নিজেরে বেধেছি সাদাতে কালোতে।
যেমন খুব সাদা বক এবং অথবা খুব কালো তক্ষক।
যেমন ধরো, সাদা কালো দুরদর্শনে কৃষ্ণচূড়া।
অপূর্ব কবিতা আর অসাধারন পেন্টিং । খুব ভালো লাগলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে শুভেচ্ছা ছন্দ কবি :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: কিছু কিছু শব্দ শব্দালংকার

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: আমার ব্লগে আপনার পদার্পন খুবই উৎসাহমূলক এবং প্রশান্তিময়।
শুভকামনা জানবেন।

১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: আপনি কবিতা যেমন দারুণ লেখেন ছবিগুলোও দারুণ সুন্দর
+

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ আবারও, প্রিয় লেখক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.