|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাংঘাতিক কাব্য  
লুতুপুতু, লুতুপুতু
কাহার সাথে কর গো!
মাথা ধরা জৈষ্ঠ মধু-
হয়ে-কাহার উপর পড় গো!
কোন বাদাড়ে বুনো পাতায়
বৃষ্টি হয়ে ঝরো গো !
কোন আকাশে নেংটা তারায়
আজ কাহারে স্বর গো !
নাকুনাকু গালুগালু
কাহার সনে! ছোয়াছুয়ি!
রাধো কাহার পটল আলু!
কাহার লুঙ্গি ধোয়াধুয়ি!
মোটা তাজা শঙ্খ শাখা,
কাহার লাগি পর গো!
বেশি সাংঘাতিক কাব্য  
পশলা বৃষ্টি
দিয়ে গেছে দাওয়াত পত্র আমারে
বলে গেছে যেতে স্ব-পরিবারে।
যাবেনা! বল কি!
তোমারে রেখে বল, কোথাও কি যাই!
না বৃষ্টিতে ভিজি, না রোদে শুকাই।
দৃশ্যত হও, চল হাত টা ধর।
কাজল টা মাখাও, টিপ টা পর
খুব লাল হবে, যেন রক্তাশ্চার্য।
মেঘ আর মেঘ, শুধু তোমার কপালে সূর্য।
তুমি নাই, কোথাও নাই,
শুধু কল্পনারই রোমন্থন?
যত পারো হাসাও আমায়
আবোল তাবল বকো।
নাড়াও আমায় গোলাও আমায়
বোকা করে রাখ।
তবু জেন, তুমিই আমার ভীষন সত্য ,
ভীষন সম্মোহন ।
আর করোনা দেরি,
মেঘতো যাবে উড়ে
মেঘ কি আমার শ্বশুর লাগে,
থাকবে, সারাটা দিন জুড়ে?  
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৩
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৩
জ্যোস্নার ফুল বলেছেন:  ধন্যবাদ
 ধন্যবাদ
২|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৩
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৩
বাকপ্রবাস বলেছেন:  সাংঘাতিক লুতুপুতু কাব্য
  সাংঘাতিক লুতুপুতু কাব্য
  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৪
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: 
৩|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৫
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৫
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল পদ্য
+++
  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৪
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ কবি।
৪|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৯
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: প্রথমটা অসাংঘাতিক ভালো লাগছে
  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৪
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৪
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম 
৫|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:১০
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:১০
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।
  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:২২
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:২২
জ্যোস্নার ফুল বলেছেন: আপনার মন্তব্য সবসময় ই অনুপ্রেরনা।
৬|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:১১
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:১১
তাসলিমা আক্তার বলেছেন: সাংঘাতিক কাব্য কিন্তু সাংঘাতিক হয়েছে।
  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:২২
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:২২
জ্যোস্নার ফুল বলেছেন: তাই নাকি  
 
তাহলেতো স্বার্থক।
৭|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৪৬
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: কাব্যগুলো ভাল ছিল । নামটা কবিতার ভাবের সাথে মিলিয়ে রাখলে ভাল হত বৈকি ।
  ০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৪
০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৪
জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে শুভেচ্ছা জানবেন। 
নামটা আসলেই অ ভাবের হয়ে গেছে
৮|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৪৮
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৪৮
বিজন রয় বলেছেন: অনেক অপ্রচলিত ভাষা যোগ করেছেন।
এটাই মজা পেলাম।
+++++
  ০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৪
০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৪
জ্যোস্নার ফুল বলেছেন: জেনে ভালো লাগল, উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।
৯|  ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৫২
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১:৫২
জুন বলেছেন: লুতুপুতু কবিতায় একটা পিলাস দিলাম  
  ০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৫
০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:০৫
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ইবনে বতুতা। প্লাস এর জন্য, ব্লগে ঢু মারার জন্য।
১০|  ০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:১২
০২ রা মার্চ, ২০১৬  রাত ৮:১২
শাহাদাত হোসেন বলেছেন: কাব্যে ভালো লাগা রইলো
  ০৩ রা মার্চ, ২০১৬  সকাল ১১:৩৬
০৩ রা মার্চ, ২০১৬  সকাল ১১:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
১১|  ০৩ রা মার্চ, ২০১৬  সকাল ৭:০৩
০৩ রা মার্চ, ২০১৬  সকাল ৭:০৩
তার আর পর নেই… বলেছেন: এ কেমন কাব্য!
কবিতার মধ্যেই আবার একটা ইমো! উদ্দেশ্যমূলক?
  ০৩ রা মার্চ, ২০১৬  সকাল ১১:৩৮
০৩ রা মার্চ, ২০১৬  সকাল ১১:৩৮
জ্যোস্নার ফুল বলেছেন: এ কেমন কাব্য! 
এ কেমন মন্তব্য! ভালো খারাপ কিছু একটা বলেন।  
 
কবিতার মধ্যে না শেষে একটা ইমো, উদ্দেশ্যমুলক 
১২|  ০৩ রা মার্চ, ২০১৬  বিকাল ৩:৫১
০৩ রা মার্চ, ২০১৬  বিকাল ৩:৫১
উল্টা দূরবীন বলেছেন: কী সাংঘাতিক কাব্য!!
ভালো লাগছে।
  ০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:২৪
০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:২৪
জ্যোস্নার ফুল বলেছেন: প্রিয় কবি, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।
১৩|  ০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১২:১৪
০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১২:১৪
এম.এ.জি তালুকদার বলেছেন: কবিতা মানে হয়তো শব্দ দিয়ে ছবি আকা।। --------------মানে হয়তো হৃদয়ে আনন্দ জাগানো।।যে আনন্দের মধ্যে অনেক সময় কিছু উচিত শিক্ষা থাকে।-স্বার্থক কবিতার জন্য ধন্য------বাদ নয়, ++++++
  ০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:২৬
০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:২৬
জ্যোস্নার ফুল বলেছেন: বাহ, আস্তে আস্তে আপনি ব্লগিয় মন্তব্যে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। 
অনেক ধন্যবাদ, সুন্দর করে উৎসাহ দেয়ার জন্য। 
১৪|  ০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১১:৩৭
০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১১:৩৭
নীলপরি বলেছেন: খুব সুন্দর । +
লুতুপুতু  - ভালো লাগলো শব্দটা কবিতায়  ।
লুতুপুতু .......
  ০৫ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:১৮
০৫ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:১৮
জ্যোস্নার ফুল বলেছেন: কিছু একটা ভালো লেগেছে জেনে আপ্লুত জলাম। 
ধন্যবাদ কবি, উৎসাহের জন্য। 
১৫|  ০৫ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:২৩
০৫ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:২৩
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: শুধু উৎসাহই নয়,, প্রেরনাও বটে।
যাই হোক,,,,, 
খুব ভালো লাগলো,,,, সাংঘাতিক কাব্যটি পড়ে।
  ০৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:৫৯
০৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:৫৯
জ্যোস্নার ফুল বলেছেন: বাড়িতে শুভেচ্ছা। 
শুভ কামনা জানবেন।
১৬|  ০৫ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:২০
০৫ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
সাংঘাতিক লুতুপুতু অনুভব লাগছে। 
  ০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:০১
০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:০১
জ্যোস্নার ফুল বলেছেন: আরিব্বাস! কবি আসছে বাড়িতে। 
আপনার পদচারনায় পুলকিত হলুম। 
১৭|  ০৫ ই মার্চ, ২০১৬  রাত ১১:৪৫
০৫ ই মার্চ, ২০১৬  রাত ১১:৪৫
ফারিহা নোভা বলেছেন: অনেক ভাল লাগল।
  ০৬ ই মার্চ, ২০১৬  সকাল ১১:১১
০৬ ই মার্চ, ২০১৬  সকাল ১১:১১
জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে শুভেচ্ছা ফারিহা। 
ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০১
০২ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:০১
প্রামানিক বলেছেন: কাব্য ভাল লাগল। ধন্যবাদ