|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস, শেষবার ,একটা দীর্ঘজিবি চুমু খাই,
কপালের কেন্দ্রবিঁন্দুতে।
ভু-কম্পনের মতন তরঙ্গায়িত হবে, 
জীবনের ব্যাসার্ধ পর্যন্ত।
এসো, একটা শেষের কবিতা আবৃতি করি, 
সমস্বরে। 
পাজর ভাঙ্গার শব্দ ছাপিয়ে,
ঝিঝি পোকার অপেরার চাইতেও খুব জোরে,
সমস্বরে।
এসো, কোন একটা রোমকূপ ছুয়ে দিই। 
যেখানে মৃত সময়েরা ঘুরে বেড়ায়, 
নির্বানের আশায়।
ভ্রম অথচ মিথ্যে নয় বোধে।
তবে চলেই যাও, আমিও যাই-
করুন কোন অন্ধ নক্ষত্রের দেশে। 
যদি আমারে দেখিতে পাও কোন রুপে,
কোন নক্ষত্র আছড়ে পড়া রাত্তিরে।
সাংসারিক আচলটা পেতে দিও,
আমারে দুদ্বন্ড শান্তি দিও।
 ২৮ টি
    	২৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩১
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩১
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য 
২|  ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:০১
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:০১
কানিজ রিনা বলেছেন: আপনি আপনার কবিতায় অন্তবেগ যদি ঢেলে
দেন এটাই সাভাবিক। যদি আপনার ভুলের
দহনে জলেন। ঠিক অপর জনও জলছে।
ভুলের প্রাচীর যদি আপনিই গড়ে থাকেন।
সেই প্রাচীর ভাঙার দায়িত্ব্যও আপনার। হয়ত
অপর সাহায্যর হাত বাড়িয়ে দেবে।
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩২
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩২
জ্যোস্নার ফুল বলেছেন: অপর বইলা কিছু নাই। শুধু নিজের অস্তিত্ব আছে।
৩|  ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:১৯
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:১৯
আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো কবিতা।
+++
শুভ কামনা জানবেন।
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৩
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৩
জ্যোস্নার ফুল বলেছেন: আপনিও শুভকামনা জানবেন, নিরন্তর।
৪|  ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৩৪
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৩৪
তার আর পর নেই… বলেছেন: ওয়াও বলার মতো কবিতা হইছে, খুব ভাল্লাগছে! দীর্ঘজীবী চুমু কি কপালে হয়? 
কয়েকটা বানান ভুল আছে। 
+++
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৪
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: 
ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগল। 
ছোট কালে হইত।  
বানান পারিনাতো, এখন কিত্তাম। 
৫|  ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৪১
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
টাইপো আছে।
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৫
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৫
জ্যোস্নার ফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কবি। 
টাইপো যেহেতু আছে, থাক  
৬|  ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৫৮
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৫৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: খুব ভালো লেগেছে!
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৬
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: প্রিয় কবি, আপনার মন্তব্য পেয়ে সবসময় ই ভালো লাগে।
ভালো থাকবেন।
৭|  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:১৯
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: কবিতার আচ্ছন্ন ভাবটা নিয়ে গেলাম।
মোহনীয়।
++++
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
জ্যোস্নার ফুল বলেছেন: আচ্ছা নিয়া যান, ধার দিলাম  
৮|  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:১২
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:১২
কল্লোল পথিক বলেছেন: 
চমৎকার কবিতা। 
কবিতায়+++++++++++++
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন 
৯|  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: টাইপো থাকাটা খারাপ, কবিতা ভাব নষ্ট করে দেয় । তছাড়া কবিতা ভাল লেগেছে ।
  ০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৮
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৮
জ্যোস্নার ফুল বলেছেন: যা লিখি মনে হয় এইটাই সঠিক বানান, বয়স হইয়া গেছেতো, মাথায় ধরেনা ঠিকমত। 
এখন কিত্তাম  
১০|  ০৭ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
০৭ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৬
মো: ইমরান আল হাদী বলেছেন: এসো, কোন একটা রোমকূপ ছুয়ে দিই। 
যেখানে মৃত সময়েরা ঘুরে বেড়ায়, 
নির্বানের আশায়।
বাহ! অনেক ভাল লিখছেন, শুভেচ্ছা।
  ০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৩
০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৩
জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগ ভ্রমনে শুভেচ্ছা। 
ধন্যবাদ জানবেন 
১১|  ০৮ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৮
০৮ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: জ্যোস্নার ফুল  , 
হুমমমমমম......
শেষের কবিতাটি আবৃতি করি --- 
কোন নক্ষত্র আছড়ে পড়া রাত্তিরে
আমার বাতায়নে তোমার গন্ধ যেন
জ্যোস্নার ফুল হয়ে ঝরে  ।  
  ০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৫
০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৫
জ্যোস্নার ফুল বলেছেন: শেষের কবিতা শেষ হয়ে গেল, রেষ রয়ে গেল, অনন্ত অনুবোধে ।
১২|  ০৯ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৪
০৯ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "এস, শেষবার ,একটা দীর্ঘজিবি চুমু খাই,
কপালের কেন্দ্রবিঁন্দুতে।
ভু-কম্পনের মতন তরঙ্গায়িত হবে, 
জীবনের ব্যাসার্ধ পর্যন্ত।"
চমৎকার!!!
++
  ০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
০৯ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
জ্যোস্নার ফুল বলেছেন: খুবই অনুপ্রাণিত হলাম। 
অনেক ধন্যবাদ।
১৩|  ১০ ই মার্চ, ২০১৬  রাত ১১:২৮
১০ ই মার্চ, ২০১৬  রাত ১১:২৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
  ১২ ই মার্চ, ২০১৬  রাত ২:০৮
১২ ই মার্চ, ২০১৬  রাত ২:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগল কবি
ভালো থাকবেন। 
১৪|  ১৪ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৪৫
১৪ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৪৫
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। শুধু আপনার আঁকা ছবি মিস করেছি এখানে।
  ১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২৬
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২৬
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ, মাঝে মাঝে এমন হয়, কবিতা আসে, ছবিতা আসেনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১:০১
০৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১:০১
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।।