|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
রোদ  
তোমার সাথে রোদ পোহানো আর হলনা।
তুমি হয়ত অন্য রোদে, অন্য বনে, অন্য কোন পাতার ফাকে
ঠোট ফুলিয়ে চুল এলিয়ে, রোদ গায়ে রোজ যাচ্ছ মেখে
আমার বন্ধু আমার সাথে রোদ ছিলনা,
তোমার সাথে রোদ পোহানো আর হলনা।
আমি ভিষন মনের জ্বরে, আবোল শুনি তাবোল বকি
জলপট্টি সরিয়ে দিয়ে কপালে তোমার আচল রাখি। 
এইযে দেখ চোখ ভিজেছে, ফুলে ফেপে লাল হয়েছে 
ভাপসা শীতে একলা কাপি, আমার যে আজ রোদ নিভেছে।
আবার দেখ চাঁদটা ঘোলা, চাঁদের কি আর রোদটা থাকে!
আমার উঠান জোনাক জ্বলা, জ্যোৎস্না তারা মজুদ রাখে।
জোনাক নিয়ে মেতে থাকি, জোনাক নিভে জোনাক গুনি
অনেক দুরের ভেসে আসা রোদের গল্প শব্দ শুনি।
আমার বন্ধু, আমার যে আজ ভাঙ্গা ডানা
তোমার সাথে রোদ পোহানো আর হলনা। 
  
 
ভুল  
প্যাচপ্যাচে জামের মতন চুল,
চুলের স্বাদ লেগে আছে হাতে।
যেই দুপুর জুড়ে ডাহুকের ব্যাথা থাকে
এই আমি করেছি কি ভুল! 
সেই দুপুরে তার ডাক নাম ধরে ডেকে।
পৃথিবীর সবচেয়ে নরম মাটির মতন মুখ,
আমার চোখ বেধে রাখে- 
পৃথিবী হাতড়াই, কি যেন পাই!
সেই মুখ দেখিবার পর; 
ঘুমের আগের অন্ধকার।
সমস্ত রাত্রী হেটে, জৈষ্ঠের রাত শেষে।
কি মৃত্যুরে করেছি নিমন্ত্রন!
সেই মুখ ভালোবেসে ।
পেইন্টিং গুলি আমার করা  
চিত্রতা (৩) 
চিত্রতা (২)
চিত্রতা
 ৩২ টি
    	৩২ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩২
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩২
জ্যোস্নার ফুল বলেছেন: কবি, আপনার কাছ থেকে মুল্যায়ন ব্যাপক আবেগ। 
২|  ১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ১:২৯
১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ১:২৯
তার আর পর নেই… বলেছেন: দুইটা দুইরকম। প্রথমটা বেশি ভাল লেগেছে।
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩২
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩২
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগার অংশ হতে পেরে দারুন লাগছে।
৩|  ১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৫৪
১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। প্রেমতা-ও। শুভেচ্ছা।
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৩
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৩
জ্যোস্নার ফুল বলেছেন: শ্রদ্ধাণেষূ,
আপনাকেও প্রেমতা ও শুভেচ্ছা।
৪|  ১৩ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:০৮
১৩ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:০৮
এম মুহাইমিন বলেছেন: ভালো লাগলো। :-D
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৪
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ।
৫|  ১৩ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩১
১৩ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৩১
কল্লোল পথিক বলেছেন: 
চমৎকার কবিতা। 
কবিতায়++++++++++++++++++
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৫
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৫
জ্যোস্নার ফুল বলেছেন: আপনার উৎসাহ সবসময়ের জন্যই প্রশান্তি।
৬|  ১৩ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৩
১৩ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "আমি ভিষন মনের জ্বরে, আবোল শুনি তাবোল বকি
জলপট্টি সরিয়ে দিয়ে কপালে তোমার আচল রাখি। 
এইযে দেখ চোখ ভিজেছে, ফুলে ফেপে লাল হয়েছে 
ভাপসা শীতে একলা কাপি, আমার যে আজ রোদ নিভেছে।"
খুব সুন্দর। তবে "রোদ" বেশি ভাল লাগলো। কিছু কিছু কবিতা শুনলে মনে হয় এটা মাথা থেকে বেরোতেই পারে না, নির্ঘাত মন থেকে এসেছে, এটা তেমনই লাগলো। 
প্লাস! 
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৭
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৭
জ্যোস্নার ফুল বলেছেন: চমৎকার বলেছেন চন্দ্রকবি। 
কিছু কবিতায় কিছুই ভাবতে হয়না ঝরা পাতার মত শব্দগুলো ঝরে পড়ে, এইটা লেখার সময়ে সেই ভাবে বোধিত হয়েছি। এই বিচ্ছিন্ন ভাবনা গুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগল। 
ভালো থাকুন সবসময়, কবি হয়ে থাকুন।
৭|  ১৩ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
১৩ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
তপোবণ বলেছেন: ভাল লাগা থেকেই গেল, দু বার পড়ার পরও।
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৯
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৯
জ্যোস্নার ফুল বলেছেন: আপনার ফিডব্যাক পেয়ে খুবই ভালো লাগল। ব্লগভ্রমনে শুভেচ্ছা জানবেন।
৮|  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৩
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: অনেক সুন্দর ! +।
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৯
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৮:৩৯
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৯|  ১৪ ই মার্চ, ২০১৬  রাত ১২:৫৭
১৪ ই মার্চ, ২০১৬  রাত ১২:৫৭
রাহাত মাহফুজ বলেছেন: অসাধারণ... অসাধারণ +++++++++++++++++
  ১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২১
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২১
জ্যোস্নার ফুল বলেছেন:  
   
  
১০|  ১৪ ই মার্চ, ২০১৬  রাত ১:৫২
১৪ ই মার্চ, ২০১৬  রাত ১:৫২
রুদ্র জাহেদ বলেছেন: দুটো কবিতাই দারুণ লাগল।পেইন্টিংটাও সুন্দর
+
  ১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২২
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২২
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র কবি
১১|  ১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১৩
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১৩
নীলপরি বলেছেন: দুটোই ভালো লেগেছে ।
শুভকামনা ।
  ১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২৩
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ২:২৩
জ্যোস্নার ফুল বলেছেন: নীল কবি, শুভকামনা আপনার জন্যও 
১২|  ১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৪
১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৪
উল্টা দূরবীন বলেছেন: দুটোই ভালো লেগেছে
  ১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:৪৬
১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:৪৬
জ্যোস্নার ফুল বলেছেন: দুই দুগুনি অসংখ্য ধন্যবাদ। 
সত্যিই অনেক অনুপ্রেরনা পাই।
১৩|  ১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:২৭
১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: জ্যোস্নার ফুল  , 
রোদের মতো সমুজ্বল আপনার পেইন্টিংগুলো । 
সেই মুখখানি ভালোবেসে 
সমস্ত রাত্রি হেটে,
এমনই ছবি হাতে উঠে আসে ।  ।
  ১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:৪৯
১৬ ই মার্চ, ২০১৬  রাত ১০:৪৯
জ্যোস্নার ফুল বলেছেন: আপনি সবসময়েই কবিতার একটা সারমর্ম উপহার দেন, ব্যাপারটা চমৎকার 
১৪|  ১৭ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৫৮
১৭ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৫৮
শায়মা বলেছেন: কবিতা এবং ছবিতা মানে পেইন্টিং দুই খুব সুন্দর!!!!
  ১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ। 
আপনার প্রো-পেইন্টিং টা সুন্দর।
১৫|  ১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৩
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: এটা তো লিওনার্দের আঁকা হেড অব লেডা।
  ১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৪
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৪
জ্যোস্নার ফুল বলেছেন: ওহ! এইজন্যই মনে হচ্ছিল কোথায় যেন দেখছি। 
বয়স হয়ে গেছেতো, ঠিক ঠাক মনে থাকেনা কিছু  
১৬|  ১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৮
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৮
শায়মা বলেছেন: 
  ১৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:১৩
১৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:১৩
জ্যোস্নার ফুল বলেছেন: কথা সত্যি  
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১৪
১৩ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:

রৌদ্রময় আমেজ। কবিতায় ভালো লাগা।
চিত্রতা নামটাই যথেষ্ট ভালো লাগার জন্য।