|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খুব ঘোলা চোখ  
সেই চোখ সবচেয়ে ঘোলা আরও ঊর্বর! 
বহুবার আগে কনকসূধার পাঁপড়ি ছিল ওমন।
বিধবা কাঁশফুল হয়ে গেছে বৃষ্টি সভ্যতায়।
সেই চোখ- বিলুপ্ত প্রায় জহুরিচাঁপার কুসুম।
আঙ্গুল ছুয়ে যায় করবী বাতাস
আলকুশী পাতায় কাঁন্নার ভোরে। 
সেই চোখ ভেসে আসে চোখে, করবী বাতাসে।
সেই চোখ নক্ষত্রের বুনন
সবচেয়ে বষন্ত দিন, শুদ্ধ বিষাদ। 
নিলমণিলতায় প্যাচানো সেই চোখে-
কবিতার পুনুরুত্থান আটকে থাকে
সেই চোখ ঢোলকলমীর জলজ উদ্যান 
ভূঁইচাঁপা ঘ্রাণ, মৃত্যুবৃত্যান্ত। 
কিছুই কি আছে, তার চেয়ে ভালো !
চঁন্দ্রমল্লিকা, হিমচাঁপা। 
জাফরান বন, হলুদ অশোক পথ ! 
টায়ার ড্রাইভার  
আমি তো টায়ার ড্রাইভার
রোদ পোড়া পথে টায়ার চালাই
রাখাল নই, বাশিও বাজাই না।
ষোড়শীর কাপড় চুরি করিনা।
আমি শুধু টায়ার চালাই 
ছেড়া ফুলের শহরে। 
আমার কোন যাত্রী নাই,
তবু মাঝে মাঝে দু-এক হাতা ধুলো
আমায় বলে চল
আমি চলি, ধূলো ওড়ে
ধূসর বাতাসের শহরে।
মাঝে মাঝে রাত নেমে আসে,
দ্বাদশী চাঁদ গাঙ্গে নামে স্নানে।
ঐপারে যাওয়া হয়নাই তাই-
মাঝে মাঝে থামি।
ধুলো সরে যায়, দীর্ঘ দীর্ঘশ্বাষে।
মাঝে মাঝে বাতাস সুরসুরি কাটে, 
খিলিখিলিয়ে হাসে 
রক্তজবার বন
ওদের রক্তের ধরণ আমার সাথে মেলে।
প্রতি বৃষ্টিবার রক্ত দিতে যাই।
বিনিময়ে ওরা নাম ধরে ডাকতে দেয়।
আমার পরিচয় সবাই জানে
আমি তো টায়ার ড্রাইভার
রোদ পোড়া পথে টায়ার চালাই
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ 
২|  ২০ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:২৬
২০ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:২৬
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।খুব ভাল্লাগছে
+++
  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ কবি 
৩|  ২০ শে মার্চ, ২০১৬  রাত ১০:২২
২০ শে মার্চ, ২০১৬  রাত ১০:২২
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর। খুব ভালো লাগলো।
  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ কবি
৪|  ২১ শে মার্চ, ২০১৬  দুপুর ২:২০
২১ শে মার্চ, ২০১৬  দুপুর ২:২০
তার আর পর নেই… বলেছেন: আপনি চন্দ্র বিন্দু ব্যবহার বেশি করছেন। দুই নাম্বার লাইনের শেষের শব্দটা কি ওমন?
প্রথমটা মোটামুটি লেগেছে।
  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:২১
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:২১
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক রকম চাঁপা আছে তো এই জন্য চন্দ্রবিন্দু দেয়া বেশি হইয়া গেছে। 
যাক মোটামুটি তো হইছে। 
৫|  ২২ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
২২ শে মার্চ, ২০১৬  বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: প্রথম কবিতায় আমি দিশেহারা।
আপনার লেখার সক্ষমতা পড়ার চেষ্টা করছি।
  ২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার চেষ্টা করার জন্য 
৬|  ২২ শে মার্চ, ২০১৬  রাত ১০:৪১
২২ শে মার্চ, ২০১৬  রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
  ২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ছন্দ কবি।
৭|  ২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৩৫
২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৩৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো । তবে টাইপো দেখে নিলে ভালো হয় । 
শুভকামনা ।
  ২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৯
২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৯
জ্যোস্নার ফুল বলেছেন: টাইপো  দেখতে ভয় লাগে।
 দেখতে ভয় লাগে। 
শুভকামনা আপনাকেও
৮|  ২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৪২
২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৪২
জুন বলেছেন: কবিতার শিরোনাম দুটি ব্যতিক্রম।  কবিতায় ভালোলাগা অনেক।  
+
  ২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যাবাদ বতুতা 
৯|  ২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৫৫
২৪ শে মার্চ, ২০১৬  সকাল ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: জ্যোস্নার ফুল   , 
দুটোই সুন্দর । প্রথমটিতে জ্যোস্নার মতো স্নিগ্ধ সব শব্দ । আর শেষেরটিতে ধূলো ওড়া পথে আমাদের সবার ( টায়ার ড্রাইভারদের ) ছাপ এঁকে দেয়া ।
  ২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
২৪ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
জ্যোস্নার ফুল বলেছেন: আপনার মন্তব্য ব্যাপক আবেগ  
১০|  ২৮ শে মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
২৮ শে মার্চ, ২০১৬  দুপুর ১২:২৬
রিপি বলেছেন: 
দুটি কবিতা দুই রকম সুন্দর হয়েছে।
  ২৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:৫২
২৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:৫২
জ্যোস্নার ফুল বলেছেন:  
 
ধন্যবাদ রিপি, অনুপ্রাণিত হলাম।
১১|  ২৯ শে মার্চ, ২০১৬  রাত ১১:৪৪
২৯ শে মার্চ, ২০১৬  রাত ১১:৪৪
ফারিহা নোভা বলেছেন: একরাশ ভাল লাগা এত সুন্দর কবিতায়।
  ৩০ শে মার্চ, ২০১৬  রাত ২:১৪
৩০ শে মার্চ, ২০১৬  রাত ২:১৪
জ্যোস্নার ফুল বলেছেন: একরাশ ধন্যবাদ জানবেন 
১২|  ৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৩৮
৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৩৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দ্বিতীয়টা বেশি ভাল লাগলো।
+
  ৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৫১
৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৫১
জ্যোস্নার ফুল বলেছেন: একটু আগেই আপনার ব্লগ থেকে আসলাম  
 
এইজন্যই তো অপশন দিই   , যার যেইটা ভালো লাগে।
 , যার যেইটা ভালো লাগে।
১৩|  ৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৪৫
৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৪৫
মধ্য রাতের আগন্তক বলেছেন: আসলেই ভালো লিখেছেন ।
  ৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৫২
৩০ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৫২
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ আগুন্তক, মধ্য দুপুরে বেড়াতে আসার জন্য।
১৪|  ৩০ শে মার্চ, ২০১৬  রাত ১১:৩১
৩০ শে মার্চ, ২০১৬  রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
জ্যোস্না
তোমার রাত্রে তো আলো পাই না। শব্দ শুনি। কবিতা হয়। ভোরের শুরুতে মুগ্ধতা পড়ে রয়। 
ভালো লাগা অনেক।
  ০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১২:৪৯
০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১২:৪৯
জ্যোস্নার ফুল বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ, কবিগুরু 
১৫|  ০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১:০২
০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
মন্তব্য এডিট করেন। রাত্রিবেলা রবিঠাকুর হামলে পড়তে পারে। তার স্বভাব চরিত্রে কিঞ্চিৎ দোষ ছিল। 
  ০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১:০৭
০২ রা এপ্রিল, ২০১৬  রাত ১:০৭
জ্যোস্নার ফুল বলেছেন: রাত্রি দ্বি-প্রহরে যাহাকে ইচ্ছা তাহাকে কবি গুরু বলা যাইবে, উহাতে মন্তব্য সম্পাদনা করিতে হইবেনা এবং আমার সাথে উহার কোন সম্পর্ক বিশেষ নাই। 
----- রবীন্দ্রনাথ ঠাকুর  
১৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৬  দুপুর ২:৪৬
০৪ ঠা এপ্রিল, ২০১৬  দুপুর ২:৪৬
নেক্সাস বলেছেন: প্রথম কবিতায় ভাবের সাথে প্রকৃতির উপমা দারুন লেগেছে। মুগ্ধ পাঠ
  ০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ২:৪৭
০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ২:৪৭
জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ। আপনার মুগ্ধ পাঠ, আমার মুগ্ধ প্রাপ্তি।
১৭|  ০৮ ই এপ্রিল, ২০১৬  রাত ৯:৫৬
০৮ ই এপ্রিল, ২০১৬  রাত ৯:৫৬
ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো। 
+++
  ০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ২:৪৭
০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ২:৪৭
জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
২০ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কবিতা।
দুটি কবিতাই ভাল লেগেছে।