নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলজ দিবস

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

জ্যোস্নার ফুল

প্রতিটা লেখাই মানষিক ঘামে ভেজা

জ্যোস্নার ফুল › বিস্তারিত পোস্টঃ

চিত্রতা (৫)

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪




বিদ্যুৎবালাগো, তোর কাছে আমার আজন্ম ঋন।
বুকের ভেতর মুখ গুজে যে ভালোবাসার সংজ্ঞা দিয়েছিলিস,
কামান্ধ এই জীবন ধবল ঘুঘুর পালকের মত কোমল হয়ে গেছে।
সেই ভালোবাসায়!!!

শরীরের বাইরেও বিদ্যুতবালা তুই,
আত্নার সুখ একছিলিস।

তোর শরীরের ভাজে আমার শরীরের ভাজ রেখে-
যে গোছানো সংসার সাজিয়েছিলিস
সেখানে কত শত সহস্র বোধ,
বৈরাগ্য সন্ন্যাস সহিংসতা ছেড়ে পরিবার বনে গেছে।

বিদ্যুতবালাগো, সেই আজন্ম ঋন পাপ হয়ে সাজানো কৌটায় কৌটায়।
হাজার বছর পথ হেটে অথবা-
পুই পাতা ভরে কবিতা লিখে,
কোন জনমে কি আর সে প্রায়াশ্চিত্ত হবে!!!



আমিতো ফুল-
নষ্ট হয়েই আছি, যারা ভালোবাসার ইতিহাসবেত্তা তারা সবাই জানে।
যেই পথে ফুল ফুটেছিলি, যে জলে ভেসেছিলি।
সেই জলপথ জানে, চোখের কোনে।

আমি তো ফুল সেই কবেই-
মৃত তারার মত নিভে গেছি, ঝরে গেছি, তোর ইচ্ছে পুরনের মাটিতে।
চোখে বুকে মাথায় পরিব্রাজক অনুভুতিবৃন্দরা সব জানে।
ঘাস ঘুঘুদের ঝরা পালকে লেখা আছে সব, মৃত্যুর কলরব।

আমিতো ফুল বেচেই নেই, মৃতও নই।
কত আজন্ম অনন্ত মুহুর্ত ধরে আমি "মারা যাচ্ছি" মুহুর্ত যাপন করছি-
সে ফুল তুই জানবিনা কোন দিন, আর জানবে সবাই।

একটা ঘোলা ফুল, পথে ছিলিস বলে,
গায়ে আজও পথিকের বুনো ধুলো গন্ধ নিয়ে-
তাকিয়ে থাকি তোর শহুরে ব্যালকনিতে, উচ্চমধ্যবিত্ত কৃত্তিম বাগানে।







আমায় একটা কাগজের নৌকা বানিয়ে দিলে
আমি ধুলোবালির ছেলে থেকে নাবিক হয়ে গেলাম
কাগজের নৌকার ভারে আমার সুমুদ্রটাই ডুবে গেল।

আমায় একটুখানি ঠাই দিলে-
আমি বিছানা বালিশ গুটিয়ে বন্দরবাসি হলাম।
আমারে তারাটির সাথে ঘুম পাড়িয়ে দিলে তুমি।

স্বপ্নে এসে জাগিয়ে দিলে এবার
জেগে জুগে তোমার আচলে মুখ ধুয়ে সুবোধ হলাম
তুমি আমারে সংসার দিলে গরম ভাতে ধোয়া ওড়া।

আমায় ঘি এর বয়ামে জমানো ভবিষ্যতের গন্ধ শুকালে,
আমি স্বপ্নের ঝুড়ি নিয়ে, শহরের কোন এক পাশে বনিক হলাম।
আমার ঘাম ঝরানোর দুপুরে, কপালে হাত বুলানোর পূঁজি হলে।

তোমার আমার রক্তে মাংসে তৈরি একটা ভ্রুণ দিলে।
আমি কপালে চুমু দেয়া প্রেমিক থেকে পুরুষ হয়ে গেলাম
আমি আমার ভেতরে অজস্র সহস্রবার চিৎকার করলাম, ভালোবাসি।

তুমি হাত মুখ বুক ভর্তি সুখ দিয়ে গেলে,
এবং চলে গেলে, বলে গেলে "ভালো থেকো"
আমি পরজিবী পাতার মতন খুব নিরীহ কবি হয়ে গেলাম।
জীবন যাপন বোধন ত্বরণ ছেড়ে ছুড়ে, ভালো থাকতে লাগলাম
যদি কোনদিন জিজ্ঞেস কর-
যেন বলতে পারি, খুব ভালো আছি।



যেই বিকেল গুলো ফুরুত করে সন্ধে হয়ে যেত,
সেই বিকেল গুলোই রেখে গেল অন্ধকারের ক্ষত।

সে উবে গেছে, ডুবে গেছে, নিভে গেছে
সেই অন্ধকারের মাঝে
তার না থাকাটা থেকে গেছে, গেথে আছে।
বোধের ঘোরে, গভীর তলদেশে।

যেই ঘোলা চোখ, ফুরফুরানো আচল ঢাকা মুখ
কোমল জ্বরে রোজ বাধাতো সুখের মতন অসুখ।

সেই আচল টুকু ছিড়ে গেছে, হারিয়ে গেছে, মিলিয়ে গেছে
আকাশের ঐ পাশে।
কায়া গেছে, ছায়া গেছে ধূসর মেঘে মুখ ঢেকেছে
মায়ার কুসুম রেখে গেছে, ভাট ফুলেদের কাছে।


ছবি দুইটা থিডি ইলাশট্রেশন আমার করা

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

কালনী নদী বলেছেন: অসাধারণ ছবির কাজ সাথে কবিতাও প্লাস হইছে। প্রিয়তে!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রানিত হইছি।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


"শরীরের বাইরেও বিদ্যুতবালা তুই,
আত্নার সুখ একছিলিস। "

-কবিতা, নাকি পর্ণ?

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

জ্যোস্নার ফুল বলেছেন: পর্ণ :)
মাননীয় মন্ত্রী পর্ণ সাইট বন্ধ কইরা দিচ্ছে তো এইজন্য জাতীর স্বার্থে এইগুলা লেখা শুরু করছি।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: আসলে আমি কবিতা বেশি একটা বুজি না তবুও আজ আপনার কবিতা পড়ে অনেক খানি বুজেছি। ৩ নম্বর কবিতাটা আমার বেশি বালো লেগেছে তার সাথে সব গুলো অনেক ভালো হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

জ্যোস্নার ফুল বলেছেন: আপনি পড়েছেন এবং বুঝেছেন এখানেই আমার স্বার্থকতা।
অনেক ভালো থাকবেন, শুভ কামনা জানবেন।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: আরে, ছবি দেখেই মুগ্ধ ! +। ক্যামনে এত সব পারেন !

কবিতাগুলো ভালো হয়েছে। শেষের তিনটি বেশি ভালো লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

জ্যোস্নার ফুল বলেছেন: কষ্ট করে লেখাগুলো পড়েছেন জেনে খুবই ভালো লাগল।
ভালো থাকবেন কবি ।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা। তিন নম্বরটা বেশি ভাল লাগল। বাকীগুলোও অসাধারণ। আর ছবি দুটো তো বাড়তি পাওয়া। :)

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

জ্যোস্নার ফুল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভুত সাহেব। ভালো লেগেছে জেনে সত্যিই খুব ভালো লাগছে।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

মো: ইমরান আল হাদী বলেছেন: অসাধার কবিতা, চমৎকার কবিতা। আপনাকে অভিন্দন কবি।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

জ্যোস্নার ফুল বলেছেন: আপনাকেও অভিনন্দন।
শুভ কামনা জানবেন

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

বিজন রয় বলেছেন: এত লেখা কিভাবে আসে। আমি অবাক হয়ে যাই।

অসাধারণ।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

জ্যোস্নার ফুল বলেছেন: ভেতর থেকে ;)
মন্তব্যের জন্যবাদ :)

৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ছবি দুটোতে আটকে ছিলাম অনেকক্ষণ। অদ্ভুত সুন্দর।
১,২,৪ কবিতা ভাল,
৩ নং কবিতা, অনেক অনেক অনেক অনেক ভাল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

জ্যোস্নার ফুল বলেছেন: অনুপ্রানিত হলাম চন্দ্ররথা।
ভালো থাকবেন, অনেক অনেক কবিতা লিখবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

রিপি বলেছেন:
বিদ্যুতবালাগো, সেই আজন্ম ঋন পাপ হয়ে সাজানো কৌটায় কৌটায়।
হাজার বছর পথ হেটে অথবা-
পুই পাতা ভরে কবিতা লিখে,
কোন জনমে কি আর সে প্রায়াশ্চিত্ত হবে!!!


:(

প্রতিটা কবিতা আলাদা আলাদা ভাবে ভিষন ভালো লেগেছে। আর কিছু বলতে পারছিনা। কেন জানি মন খারাপ হয়ে যা্চ্ছে । সোজা প্রিয়তে।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

জ্যোস্নার ফুল বলেছেন: রিপি,
মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত, এতক্ষনে নিশ্চই ভালো হয়ে গিয়েছে :)
সবগুলো মন শুধু ভালো হয়ে যাক। নীরন্তর শুভকামনা।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

ফারিহা নোভা বলেছেন: খুবই খুবই সুন্দর :)

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

জ্যোস্নার ফুল বলেছেন: অনেকই অনেকই ধন্যবাদ :)

১২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

শিশির আহমেদ শিশির বলেছেন: ছবি দুটো অনেক সুন্দর হয়েছে । কবতিাটা পড়ে অনেক ভালো লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে স্বাগতম।
ধন্যবাদ জানবেন

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

প্রামানিক বলেছেন: যেমন ছবি তেমন কবিতা। ভাল লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ ছন্দের জাদুকর :)

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

জ্যোস্নার ফুল বলেছেন: :)

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: জ্যোস্নার ফুল ,





চোখে বুকে মাথায় পরিব্রাজক কেউ একজন, নতুন ফুল খুঁজতে গিয়ে পুরোনো সেই ফুল মৃত তারার মত ধীরে ধীরে নিভিয়ে দিয়ে গেছে, ঝরিয়ে দিয়ে গেছে তার ইচ্ছে পুরনের মাটিতে ।

ভালো লাগলো ৪ নম্বরেরটা বেশী ।

আর আপনার ইলাষ্ট্রেটেড ছবি দুটিও অনেক সুন্দর ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

জ্যোস্নার ফুল বলেছেন: খুব অনুপ্রাণিত হলাম

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩১

নীলপরি বলেছেন: বিদ্যুৎবালাগো, তোর কাছে আমার আজন্ম ঋন।

যেই পথে ফুল ফুটেছিলি, যে জলে ভেসেছিলি।
সেই জলপথ জানে, চোখের কোনে।


যদি কোনদিন জিজ্ঞেস কর-
যেন বলতে পারি, খুব ভালো আছি।


যেই বিকেল গুলো ফুরুত করে সন্ধে হয়ে যেত,
সেই বিকেল গুলোই রেখে গেল অন্ধকারের ক্ষত।


প্রত্যেকটা কবিতাই এককথায় অনবদ্য লাগলো । আর ছবি দুটো তো অসাধারণ ।++++++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: ধন্যবাদ পরিকবি। :)

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছবিটার সাথে কবিতা ভালো লেগেছে! কাল-ই দেখেছিলাম কিন্তু সময়ের অভাবে কমেন্ট করা হয়নি!

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

জ্যোস্নার ফুল বলেছেন: ব্লগে অভিনন্দন ঈপ্সিতা। ব্যাস্ত সময়ের মধ্যেও পড়ে মন্তব্য করার জন্য আমি আপ্লুত।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.