![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞজনেরা বলেন, যে দেশে গুণীদের মর্যাদা দেওয়া হয়না, সে দেশে গুণীদের জন্ম হয়না। মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সকল জীবের মাঝে একমাত্র মানুষেরই আছে ন্যায় অন্যায়, ভালো মন্দ বোঝার ক্ষমতা। মানুষ স্বাধীন ও মুক্ত চিন্তার অধিকারী। সকলেরই রয়েছে নিজস্ব মত প্রকাশ করার অধিকার। বলার অধিকার লেখার অধিকার। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়। আমি বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই লিখবো এর নাম স্বাধীনতা নয়। মানুষ একদিকে যেমন সামাজিক জীব তেমনি কোননা কোন রাজনৈতিক দলের প্রতি রয়েছে তার সমর্থন।
তাই তার কথায় বা লেখায় সে দলের প্রতি একটা নিবিড় সম্পর্কের প্রকাশ ঘটতেই পারে। এতে তাকে দোষ দেয়া যাবেনা তাই বলে অন্যের মতকে গাঁয়ের জোরে অগ্রাহ্য করবে সেটাও মেনে নেওয়া যায়না। নিজের দলের কর্মকান্ডকে সমর্থন করার পক্ষে যেমন থাকতে হবে জোরালো যুক্তি তেমনি বিপক্ষ দলের কর্মকান্ডযে অযৌক্তিক বা ভুল তাও তুলে ধরতে হবে কথায় বা লেখনির মাধ্যমে। অতিরিক্ত বা অতিরঞ্চিত কোন কিছু্ই মঙ্গল বয়ে আনতে পারেনা। অনেকের অতি উৎসাহী বা অতি ভক্তির কারণে অনেক বিশিষ্টজনদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে।
অতি সম্প্রতি কিছু নেতিবাচক ঘটনা আমাদের জাতিকে অনেক অসম্মানিত করার কারণ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশের গর্ব যে আমাদের মাতৃভাষা আজ বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। সারা বিশ্ব আমাদের সাথে ভাষা শহীদদের স্মরণ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নির্দেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, যুদ্ধে করেছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর নির্দেশে। মাত্র নয় মাসে ছিনিয়ে এনেছেন এ দেশের স্বাধীনতা। সেই সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদের আমরা স্মরণ করি স্বশ্রদ্ধ চিত্তে।
এই সকল মহান নেতারা অনেকেই চির বিদায় নিয়েছেন এই ধরণী থেকে। তাঁরা সকল কিছুর উর্ধ্বে। তাঁদের অসম্মান করে কথা বলা বা কটাক্ষ করায় তাঁদের কিছুই আসবে যাবেনা। বরং তাঁদের সম্মান জানাতে পারলে আমরা গর্বিত হবো। যদি তাঁদের যথাযোগ্য সম্মান জানাতে নাই পারি সেটা আমাদের দীনতা, জাতির দূর্ভাগ্য। কারণ সম্মানিত জনকে সম্মান জানাতে না পারলে এদেশে সম্মানিত ব্যাক্তির জন্ম হবেনা।
আমাদের বর্তমান জীবন্ত কিংবদন্তী ড.মোহাম্মদ ইউনুস। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন মানুষ নোবেল পুরস্কারে ভূষিত হয়ে আমাদেরকে করেছে গর্বিত।নতুন করে পরিচয় করেদিয়েছেন বিশ্বে বাঙালীদের। আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এই ক্রিকেটের কল্যাণে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে টাইগারদের পরাজয়ের লজ্জাকেও ছাড়িয়ে গেলো অতিউৎসাহী ও উচ্ছৃঙ্খল জনতার আচরণ। আয়ারল্যান্ডের সঙ্গে টাইগারদের জয়ের পর যারা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় বেড়িয়ে ছিলো তারাই করলো জুতোর মিছিল। ঢিল ছুড়লো ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে। দীর্ঘ পরিশ্রমে তিলে তিলে বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি গড়ে উঠেছিলো তা ব্যার্থ নিরাপত্তা ও বেপরোয়া দর্শকের নির্বুদ্ধিতায় একদিনেই ধুলিস্মাৎ হলো।
এত গর্ব করার মতো অর্জন আমাদের তবু কেন আমরা হীনমন্যতায় ভুগি? কেন আমরা সামান্য ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে পারিনা সকলের মঙ্গল কামনা করতে? মানুষ ফেরেসতা নয়। ভুলত্রুটি নিয়েই মানুষ। কাজ যে করে তারই ভুল থাকে। কাজ না করা মানুষের ভুল নাই। সুতরাং ভুল করলেও সেই উৎকৃষ্ট যে কাজ করে। কাজ না করায় কোন গৌরব নেই। সুতরাং কাজ করা মানুষের ভুলটাকে ভুলে তাঁর ভালো করা কাজটিকে যথাযোগ্য সম্মান দিয়ে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করলে তাঁর গৌরবে আমরা গৌরাবান্বিত হবো। যদি তাও না পারি আমাদের দীনতার জন্য তবে তাঁদের অপমান করার ধৃষ্ঠতা যেন আমাদের মাঝে উদয় নাহয় কোন দিন এই প্রত্যাশা হোক আমাদের সকলের।
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৭
জারনো বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ। আশা করি আমরা সকলেই আমাদের ব্যাক্তিগত জীবনে এই সত্যটিকে প্রয়োগ করতে চেষ্টা করবো
২| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৩
ফাহিম আহমদ বলেছেন: ভাই আমার পোষ্ট গেল কই?
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৪
জারনো বলেছেন: আমারটাই খুঁজে পেলাম না তাই পুনরায় পোস্ট করতে হলো। দুঃখিত আপনার মন্তব্যের সাথে সাথে আমারটাও ভ্যানিস !
৩| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৩
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আর সাকিব যে পুরনো ক্রিকেটারকে ছোট অপমান করে যে মন্তব্য করেছেন সেটা কি ঠিক হয়েছে?
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৮
জারনো বলেছেন: কারোরই উচিৎ নয় কাউকে অপমান করা। যদিও আমরা তা থেকে বিরত থাকতে পারছিনা। কারণ আমি কাউকে অপমান করে তার কাছ থেকে সম্মানিত হবার আশা করতে পারিনা। যদিও আমার অবচেতন মনের বাসনা সকলে আমাকে সম্মান করুক
৪| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৫
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো খুব...
০৭ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
জারনো বলেছেন: আপনার ভালো লাগছে বলে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আবারও
৫| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৭
নীল_পদ্ম বলেছেন: আগের লেখা কই গেল? যাইহোক, আগের লেখায় মন্তব্য ছিল এরকমঃ এই প্রথম আপনার লেখায় ভারসাম্য দেখা গেল। ভাল লাগল।
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫২
জারনো বলেছেন: আমি সবসময় ভারসম্য রাখতে চাইলেও আমার অবচেতন মনে কোন না কোন সময় কাউকে সমর্থন করে। তাই বলে বিপক্ষের কেউ যদি আমাকে তাদের তাবেদার মনে করে সেটা কী ঠিক হবে?
আমার আজকের ঠিক আগের পোস্টে নেবেল বিজয়ী ড.ইউনুস সম্পর্কে বিরোধী দলের নেত্রীর মন্তব্যের উত্তরে তার কাছে একটি প্রশ্ন রেখেছি। এতে যদি কেউ মনে করে আমার লেখায় কোন বিশেষ দলকে সমর্থন করে তা হলে আমি নিরুপায়
৬| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৪৯
নিস্তব্ধ বিস্ময় বলেছেন:
শুনেন নাই, আখি আলমগীর বলেছিলেন ..."বাংগালীর অপমানের culture"
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫৫
জারনো বলেছেন: হ্যা মনে পড়ছে কোন এক টিভি প্রোগ্রামে একজন প্রশ্ন কর্তার প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করে ছিলেন। আসলেই আমরা কাউকে অপমান করে রাজ্য জয় করার আনন্দ লাভ করি।তবে আমাদের এই কালচার পরিহার করা উচিৎ বলে আমি মনে করি
৭| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫৪
এম এস জুলহাস বলেছেন:
"নেই কাজ, তো খই ভাজ"
যাদের কোন কাজ-কর্ম নাই তারা আর কী করতে পারে বলুন ?
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৪:০৩
জারনো বলেছেন: কাজ না থাকলেই পরচর্চা, পরনিন্দা, পরশ্রীকাতরতা প্রকাশ করতে হবে এমন কালচার পরিহার করা শ্রেয়। গালি দিয়ে কারো কাছথেকে সালাম যেমন আশা করা যায়না তেমনি অসম্মান করলে বিপক্ষের কাছ থেকে সম্মান আশা করা হবে বাতুলতা
৮| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫৭
নীল অ্যাপাচী বলেছেন: খুব ভাল লিখেছেন। আসলেই আমাদের আরো সহনশীল হওয়া প্রয়োজন। আমাকে যদি ভূল না বুঝেন, আপনার এই লাইনটিতে দৃষ্টিআকর্ষণ করছি__
"আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নির্দেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, যুদ্ধে করেছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর নির্দেশে"
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১০
জারনো বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার দৃষ্টিআকর্ষণ করা বক্তব্যে আমার ক্ষুদ্র জ্ঞাণে বো্ঝাতে চেয়েছি যে, মরহুম মেজর জেঃ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তি যুদ্ধে মুক্তিবাহনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবীর ওসমানী। সুতরাং তার নির্দেশেই সকল সেক্টর কমান্ডাররা যুদ্ধ পরিচালনা করেছেন।
এ নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। দ্বিমত ও পোষণ করেন কেউ কেউ। তবে তাঁদের জীবদ্দশায় এ নিয়ে কোন বিতর্ক হয় নাই। কারণ তাঁরা আমাদের মত হীনমন্যতায় ভুগতেন না বলেই আমার বিশ্বাস
৯| ০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৭
নীল অ্যাপাচী বলেছেন: আমি প্রীত হলাম। ভাল থাকবেন। নিশ্চয় সামনে বাংলাদেশের সুদিন আসবে।
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৬
জারনো বলেছেন: আমরা তাই আশা করি। কারণ মানুষ তার আশার সমান বড়। আশা না থাকলেতো বাঁচার ইচ্ছাটাই মরে যায়। আমাদের তরুণ প্রজন্ম এই পরশ্রীকাতরতা, হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বেড়িয়ে এসে এক সুন্দর বাংলা গড়বে এই প্রত্যাশাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে
১০| ০৭ ই মার্চ, ২০১১ রাত ৮:০৬
অনিক আহসান বলেছেন: সুন্দর পোস্ট... প্রিয়তে নিলাম....
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৫
জারনো বলেছেন: ধন্যবাদ অনিক ভাই। শুধু পোস্টটিকে প্রিয়তে নিলেন আমাকে নিবেন না। আমিও আপনাদের প্রিয় হতে চাই।
কিছু যদি মনে না করেন ধুম পান ছেড়ে দেন না। এই বয়সে আপনার মুখে বিড়ি শোভা পায়না। ধুমপান বড় খারাপ। মাইন্ড করলেন ?
১১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৬
স্বাধীকার বলেছেন: আমরা কাউকে অপমান করে রাজ্য জয় করার আনন্দ লাভ করছি, অনেকেই পাছার লুঙিগ তুলে ফাল পারছে ইউনুস সাহেবের প্রতি সরকারের রুষ্টতা দেখে।
স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা প্রত্যাহার করছে একদিকে, অন্যদিকে ইউনুস সাহেবকে আদালতে আদালতে ঘুরাইতেছে-এই ঘটনাতেও অনেকে খুশী।
নোবেল পুরুষ্কার ডিজার্ভ করার মানসিকতা এখনো আমাদের জন্মেনি।
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৮
জারনো বলেছেন:
আশা করি একদিন আমাদের মধ্যে অন্যকে শ্রদ্ধা করার, সম্মান করার মানসিকতা গড়ে উঠবে।
তা নাহলে " অবহেলা আর অবজ্ঞায় আজ যাকে করছো অপমান
এমন দিন আসিবে তোমাকেও হতে হবে অপমানিত তাদের সমান"
১২| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:০৯
রূপকথার রাজকন্যা বলেছেন: খুব সুন্দর পোষ্ট। প্রিয়।
০৮ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৭
জারনো বলেছেন: ধন্যবাদ রাজকন্যা। পোস্ট সুন্দর কিন্তু আমাদের মন সুন্দর না । সে কারণে আমরা কাউকে সম্মান করতে পারিনা। আর সম্মান করতে পারিনা বলেই কারো কাছ থেকে সম্মান পাইনা।
১৩| ১০ ই মার্চ, ২০১১ রাত ১:৪৫
নীল_পদ্ম বলেছেন: আমি আমার ছোটবেলার একটা ঝগড়া মিটিয়ে ফেলেছি। ঝগড়াটা ছিল এরকমঃ আমরা দুই বন্ধু ডাঙ্গুলি খেলতাম। খেলার মাঝে ডাঙ্গুলিটা ওর পশ্চাৎদেশে আঘাত করে। সে অবশ্য একটা বাজি ধরে বলেছিল, "তুই যদি ডাঙ্গুলি দিয়ে আমার শিশ্মতে আঘাত করতে পারিস তাইলে তোকে ২ টাকা দেব।" আমি ডাঙ্গুলিতে সজোড়ে বাড়ি মারি কিন্তু ওর শিশ্মের থলে টা একটু ছোট বলে ডাঙ্গুলিটা ওর পশ্চাৎদেশে আটকে যায়। এই নিয়ে তুমুল ঝগড়া। আমি ওকে কিছুতেই বোঝাতে পারি নাই যে, ওর শিশ্মের থলে টা ছোট। গ্রাম্য শালিস হওয়ার জোকার হয়েছিল কিন্তু সে তার শিশ্ম দেখাবে না বলে পণ করায় প্রমাণ করা যায়নি যে, ওর থলে ছোট। এবং বিষয়টা এত দিন পর্যন্ত অমিমাংসিতই থেকে যায়। তো সেদিন এটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম এর কথা শুনে সে এক দৌড়ে আমাদের বাড়িতে এসে বলল, "চল্ দোস্ত ঝগড়া মিটিয়ে ফেলি।" মিটমাট হয়ে গেলে আমরা নোবেল প্রাইজও পেয়ে যেতে পারি। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম এবং ঝগড়া মিটিয়ে ফেললাম।
এই ঝগড়া মিটিয়ে ফেলাতে দুই পরিবারের মধ্যে হৃদ্যতা বেড়েছে। আগে যেখানে দুই পরিবারের সম্পর্ক লবন-মরিচ লেন-দেন এর মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেই সম্পর্ক আটা-ময়দা লেন-দেন পর্যন্ত গড়িয়েছে।
এখন নরওয়ে'র নোবেল কমিটির কাছে সবিনয়ে জানতে চাই, ব্যক্তিগত জীবনে কারও সাথে ঝগড়া মিটিয়ে ফেললে নোবেল প্রাইজ দেয়ার ব্যবস্থা আছে কি না??
১০ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩৯
জারনো বলেছেন: রাগ আর আগুন পুষে রাখতে নেই। এদুটি মানুষকে প্রতিনিয়ত জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেয়। অনেকদিন পরে হলেও ঝগড়া মিটাতে পারছেন বলে আপনার মনের জ্বালা কমেছে তবে শুরু হযেছে নতুন জ্বলুনী! সেটা নোবেল পুরস্কার না পাওয়ার জ্বালা। আপনারা নোবেল হারিয়েছেন। আপনার দুই বন্ধুর ঝগড়া মিটতে জীবনের কয়টি স্তর পার করেছেন (কিশোর, যুবক, বৃদ্ধ) জানিনা। তবে হতাশ হবেন না। যারা বিগত দিনে যা কিছু হারিয়েছেন তা ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর আমাদের দেশ নেত্রী। তাঁর মাধ্যেম আপনার ফরিয়াদ জানাতে পারেণ । নরওয়ের নোবেল কমিটি অবশ্যই বিবেচনা করবেন আপনাদের ব্যাপারে। তা না হলে যে নেত্রীর কথার বরখেলাপ হয়ে যাবে তাই না ?
১৪| ১৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৪
সিকদার বলেছেন: সহমত।
১৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২৬
জারনো বলেছেন:
ধন্যবাদ সিকদার ভাই সহমত প্রকাশের জন্য
১৫| ১৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৮
মদন বলেছেন: সহমত
১৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২৮
জারনো বলেছেন:
মদন ভাই আপনাকেও ধন্যবাদ
১৬| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ আপনার লেখনী।
অনেক ভাল লাগল।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৬
জারনো বলেছেন:
সাজ্জাদ ভাই আপনি আমাকে বেশী ভালোবাসেন বলেই হয়তো এমন করে বলছেন।
ধন্যবাদ আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
১৭| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪০
আবু সালেহ বলেছেন: আমাদের দেশে কেউ কারো অবদান স্বীকার করতে চায় না.......দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যেমনি অবদান রয়েছে তেমনি অবদান রয়েছে......জিয়াউর রহমান সহ আরো অনেক বীর বিক্রমের....যেটা অনস্বীকার্য .....কিন্তু কারো কারো পরবর্তী কার্যকালাপ তার সেই সম্মানটুকু ধুলিসাৎ করে দিয়েছে........
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫১
জারনো বলেছেন:
সত্যিই বলেছেন, তবে দলীয় কিংবা ব্যাক্তিগত কারণে যখন আমরা তুলনামূলক কম গুরুত্বপূর্ণদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের আসনের উপরে স্থান দেবার চেষ্টা করি তখন তা আর গ্রহণযোগ্যতা পায় না। যোগ্যতায়, সম্মানে কেউ সমান হয়না, শ্রদ্ধা আর ভালোবাসায় এক এক জনের স্থান এক এক যায়গায়, তাদের এক করে ফেললে তাও বিশ্বাসযোগ্যতা হারায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৪
বকুল০৮ বলেছেন: একদম মনের কথা বলেছেন...
অনেক ভালো লাগলো।