নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তকথার বিচ্ছুরন , মুক্তমনের বিচরন

জয়ন্ত মিত্র

জয়ন্ত মিত্র › বিস্তারিত পোস্টঃ

শেওলা

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৩

পথের ধারে, কুয়োর তলে
ব্যাঙের ছাতার মাথার তলে
থাকবে তারা দলে দলে
কাঁচের ঘরের জলের তলে।

খুব দেখা যায় বর্ষাকালে
মাথা তোলে বৃষ্টি এলে
জল পেলে তার দৃষ্টি খোলে
পারলে গজায় মাটির তলে

পুকুর ধারে সারি ধরে
সিংহাসনে বসবে গেড়ে
যদি তুমি মাড়াও তারে
পড়বে শেষে সটাং করে

ঘুমোয় তারা সদলবলে
বৃক্ষ ব্যাটা বেজায় জ্বলে
সবগুলোতে জোট মিলিয়ে -
কি পাকালি তলে তলে?

যৌবনে তার ভাটা এলে
যাবে চলে সবাই মিলে
পাবে নাকো খুব চাইলে
জল শুকিয়ে খরা এলে

চৌচিড় মাঠ উঠবে বলে -
এভাবে আর ক ' দিন চলে?
বৃক্ষ ব্যাটা চেঁচায় বলে -
কি রে সব! কই গেলি রে!

বৃষ্টি বলে মুচকি হেসে -
আসছি আমি বেলাশেষে
শেওলা তখন মুখটি তুলে -
জোরসে হাঁকে, এলাম বলে!!

_____________
জয়ন্ত মিত্র
২৭/০৫/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: ভাল ছড়া।
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.